নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

অকবিতা-খেরোখাতা

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৬

আকাশ দেখি

আকাশ দেখি

আকাশ মনের ঘরবাড়ি

হণ্যে হয়ে

তারার পানে

মেঘরা দেয় সুড়সুড়ি ।



হলুদ বরণ

করল হরণ

দৃষ্টিতে যে দিকভ্রম

তার চোখের মাঝে

আকাশ খুজে

শেষটাতে সে পন্ডশ্রম ।



চোখটা আকাশ

লোকের বাহাস

চোখ যে খোলা আঙ্গিনা

অলসপুরে

ঘুমদুপুরে

ফিরে এলে মন্দ না ।



হাজার ফুলের

সুবাস খুলে

ভিজব মোরা চুপসারে

মধ্য পথে

রুদ্ধ রথে

সুখ দিব আজ সংসারে ।



দিন বদলের

সাক্ষী হব

একই সাথে

সঙ্গে রব

দূর যত হোক লক্ষ্যটা

সুখগুলো সব

বিকিয়ে দেব

সর্বনাশা

দিকেই যাব

কাটিয়ে দেব রাত্রিটা ।



হরেক রঙের

রংধনুটা

বিকিরিত

আলোকছটা

সোনালী সবুজ প্রান্তরে

এ জীবনের

সকল বাধা

থাকুক যত

গোলকধাধা

ছড়িয়ে দেব অন্তরে ।



রেলিং ধরে

জানলা পাশে

থেক তুমি

একাই বসে

দেখব তোমায় দুর থেকে

মাঝে মাঝে

হাতটি নেড়

চোখের কিছু

পলক ফেল

তাতেই আমি রব সুখে ।



শুভ্র চেতন

আগের মতন

থাকুক হৃদয় মন্দিরে

সভ্য হতে

বিছনা পেতে

ডেকে নেব অন্দরে ।



শোষক তো নই

প্রেমিক আমি

সামলে নেব

সে পাগলামি

থাকুক যত স্পর্ধা

লাজটুকু সব

দুরে ঠেলে

লোক দেখানো

ছলনা ভূলে

সরিও চোখের পর্দা ।



আমরাতো আজ

একই হৃদয়

বাদলা ঝড়ে

নেই কোন ভয়

তুমি যদি পাশেই থাক

আসব ছুটে

শিকল টুটে

সব বেড়াজাল

ময়লা ঘুটে

যদি তুমি আমায় ডাক ।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.