নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

সুখের পথ

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮

পথ কি তবে
শেষ হবেনা পথ?
চলতে চলতে
খুজে পাবার পথ?
হেটে হেটে
হাটতে শেখার পথ?
দুখী দেখে
দুঃখ ভোলার পথ?

অনেকখানি
কষ্ট সয়ে
যায় যদি কেউ
সুখটা পেয়ে
রাখতে ধরে
মনের ঘরে
কত না সে
যত্ন করে ।

সেদিন যদি
নিরবধি
কষ্টে জমে
ক্ষোভের নদী
পথটা তবু
খুজে নেব
সহিংসতার
সঙ্গে যাব ।

খেলব খেলা
সারাবেলা
এক পশলা
হিংস্র খেলা
সব পিছুটান
করব হেলা
ভাসিয়ে দেব
জীবন ভেলা ।

কাব্য কিনে
মন গহীনে
বিকিয়ে দেব
জনে জনে
বি-চলিত
সাধু ভাষা
কাব্য করে
গায়ের চাষা
যৌথখামার
চাষাবাদে
স্বপ্ন বোনে
আশাবাদে
আলতো করে
পিছন ফিরে
দুঃখ তখন
কামড়ে ধরে ।

ভাত শালিকের
ডানায় ডানায়
ভুল পথিকের
আনাগোণায়
সুখটা খুজি
সুখের খোজা
দুঃখ যখন
আমার বোঝা ।

শুভ্রতাকে
খুজে নিয়ে
চলার সাহস
সঙ্গে নিয়ে
পথ হেটে যাই
পথের শেষে
যাই বা না যাই
সুখের দেশে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৩

বিষাদ সজল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই কবিতাটি পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.