নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

নীতুকথন-১০

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

নীতু
তোমাকে নিয়ে আর
কিছুই লিখবনা
কোন এক নির্ঘুম রাতে
চোখের জল নিয়ে হাতে
এই করেছিলাম পণ ।

ছিল না বরোয়ারী আয়োজন ।

কোন এপিটাফ
হয়নিকো রচিত
শুধুমাত্র বিচ্ছিন্নতার দেয়ালে খচিত
তোমার বিমূর্ত অবয়ব
তাই নিয়ে
কত কবিতা হয়েছিল লিখা
গনিতের খাতাভরা
ছিল কাব্যের আকাজোকা
সরল অংকেরা
হয়ে উঠেছিল দূর্বোধ্য
শত চেষ্টায়ও মিলানোর
হয়নিকো সাধ্য ।

তবু তুমিই
ছিলে আরাধ্য
বৃত্ত যেমন
অনেকটা পথ ঘুরে
সেই সীমাতেই আবদ্ধ ।

তবু কী সম্মোহনে
আবারো দূরালাপনে
তোমাকে চাই
আমাকে দেয়ার মত নাকি
কোন সময় নাই ।
ওপাশের যণ্ত্রকন্ঠ শোনায়
তোমার ব্যস্ততা
তুমি কি আসলেই বাধ্য ছিলে
নাকি সবি তোমার প্রগলভতা ।

আমি ?
কী আর করব পাগলামি?
পুরোপুরি নিঃশব্দ
এক মানুষ
ছিলনা কোন অনুভূতি
বাস্তবতাবোধ
যতটুকু ভালবাসা ছিল
সব হয়েছিল ক্রোধ ।

নীতু
আজ আমি বড় ভীতু
তোমার জন্য
তোমাকে নিয়ে লেখা
কবিতার জন্য
পারছিনা হতে
অতটা বন্য
জীবন না হয়
থাকুক শুন্য ।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.