নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

পাহাড় - একাকীত্ব

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৮

পাহাড়ের কোলে
প্রতিধ্বণিত হওয়া
ফ্যাকাশ ঘাস
এর কান্না
কান পেতে শোন
কী রহস্য বোনা ?

ছোট ছোট
গুল্মলতা গুলো
পাহাড় জয়ের
আনন্দে উদ্ভেলিত ।

মৃত্তিকারা
আকাশ ছোয়ার বাসনায়
তেড়েফুড়ে
সমতল ছেড়ে
দিগন্তের দিকে
হাত বাড়ায় ।

চূড়াগুলো
পারস্পারিক প্রতিযোগিতায় আচ্ছন্ন
একটু সতেজতার জন্য
হয়ে ওঠে বন্য ।

এক বুক কান্না সয়ে
ধরা দেয় ঝর্ণা হয়ে
কাটিয়ে রুক্ষতা
আনে সবুজের সখ্যতা ।

গড়ে্ তোলে
জনপদ
আকা বাকা
ধূলো পথ ।


একা
কুয়াশার চাদরে ঢাকা
সেই ধূসর গালিচায়
বুকসম দুঃখ নিয়ে
শুধুই হেটে যায়
নিঃসঙ্গ পথিক
ইতি উতি
খুজে ফিরে
জীবনের
ঠিক বেঠিক ।

সম্মুখে কেবল
মরণ নেশা
পিছনে কত স্মৃতি
ফেলে আসা ।

পাহাড় ডাকে
সেই একাকীত্বকে
শহুরে যাণ্ত্রিকতা
আর সব দুঃখকথা
ভুলে
বাচার সঙ্গী হতে ।


এই জনপদে
পাথর শপথে
যদি মিশে কেউ
প্রকৃতির সাথে
আত্মগোপণে
একা নির্জণে
গাছ, নদী আর
পাখিদের সনে ।

তবে নেবে তুলে
কোলে, পাজরটা খুলে
এক জীবনের
সব কষ্ট ভুলে
যত আর্তনাদ
নীরবে চেপে
নিজেকে দিবে
তাকেই সপে ।

তাই
ভয় নেই আর
একাকীত্ব
পাহাড়ই সত্য
পাথুরে পথ্য ।






ছবি : সংগৃহিত (ইন্টারনেট)


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.