নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

নীতুকথন-১১

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৩

নীতু
কতদিন আকাশ দেখনা
বলতো ?
জানলার ফাকে আকাশটাকে
যতই আনো কাছে ডেকে
ভাবছ
তুমি সব দেখেছ ?
আকাশের পরিসীমা কি
এতটাই ছোট ?
মনের ঠিকানা তুমি
কতইবা ঘাটো ?

এক চিলতে আকাশ
আজো বাড়ায়
শুধুই দীর্ঘশ্বাস
কত স্মৃতির
ঘটেছে আজ ইতি
পোষ মানানো নিঃসঙ্গতা
আজ শুধুই চলার সারথি ।

শিশির মাড়িয়ে
ভেজা দূর্বাঘাসে
আজ কি একাই হাটো ?
বনমালিনীর মত নিয়ে
এক বুক ক্ষত ?

আর অবয়বটুকু
ফিকে করা
ঝাপসা বাতাসে
মৃদুমন্দ হেটে চলা
সবুজ পাতারা
আজো কি সঙ্গ দেয়
তোমায় ?
আগের মতই
হলে প্রয়োজন
দেবে কি তারা
দুঃস্বপ্নে অবগাহণ ?

যাণ্ত্রিকতার বেড়াজালে তুমি
আজ এতই উন্মত্তা ?
শিথিল হয়ে গেছে
সম্পর্কের বাধন সত্তা
জোনাক পোকার
আলো চুরি করে
মিটিমিটি জ্বলা
রাতের খুনে নির্জণতা
ভালবাসাময়
আপেক্ষিকতায় পায় পূর্ণতা ।

আবার হয়ত একদিন
আকাশটা কাদবে
তোমার কান্নায়
বাতাস থমকে যাবে
তোমার ভাবনায়
স্থির পৃথিবী ফিরে পাবে
হারানো বন্যতা
কেটে যাবে জীবনের
সমস্ত শূণ্যতা ।

আকাশ হাজির হবে
তোমার কাছে
তার পূর্ণ বিশালত্ব নিয়ে
জীবনের জয়গান গেয়ে ।

সেই সময়ের
কামনা রইল নীতু
আকাশ দেখার মাঝেই খুজো
ভালবাসার হেতু ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৪

প্রথমকথা বলেছেন:




আবার হয়ত একদিন
আকাশটা কাদবে
তোমার কান্নায়
বাতাস থমকে যাবে
তোমার ভাবনায়
স্থির পৃথিবী ফিরে পাবে
হারানো বন্যতা
কেটে যাবে জীবনের
সমস্ত শূণ্যতা ।
খুব সুন্দর।

২| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ প্রথমকথা ।

৩| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৪

সিগনেচার নসিব বলেছেন:


বেশ লাগল কবিতা

৪| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৫

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ সিগনেচার নসিব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.