নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তেমন কিছু জানিনা . . .

পলক শাহরিয়ার

Life is too short to be wasted in finding Answers. Enjoy the Questions!

পলক শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিবিলাস: ডিজিটাল ভার্সন

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১



যুগে যুগে কবি সাহিত্যিকেরা বৃষ্টি নিয়ে অসাধারন সব লেখা, কবিতা, গান লিখে গেছেন। ঘরে বসে বাড়ির বারান্দা,জানালায় বা গ্রামের প্রকৃতির রোমান্টিক সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তারা এসব লিখেছিলেন। তারা হয়তো ডুবে যাওয়া কোন শহর দেখেননি বা দেখলেও আমাদের মত আমজনতার মত ভুক্তভোগী হননি। তাছাড়া তাদের যুগে ফেসবুকও ছিল না । সেক্ষেত্রে পাবলিকের দুর্দশায় তাদের লেখাগুলো অন্যরকম হতো হয়তো । এহেন পরিস্থিতিতে তাদের ফেসবুক স্ট্যাটাস এমনতর হতে পারত;
১.
বৃষ্টি পড়ে টাপুর টুপুর বর্ষা ওঠে হেসে
শহরের সব রাস্তা-বাড়ি বৃষ্টিতে যায় ভেসে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান
ফেসবুকে উথলে পড়ে তোমার অভিমান।
--রবীন্দ্রনাথ ঠাকুর
২.
আবার আসিব ফিরে বুড়িগঙ্গার তীরে — এই ঢাকায়
হয়তো মানুষ নয় — হয়তোবা নৌকা কিংবা সাবমেরিনের বেশে;
হয়তো রঙিন ছাতা হয়ে এই বর্ষায় ডুবে যাওয়া শহরে
কোন তরুণীর হাত ধরে একদিন আসিব এ ধরায়;
--জীবনানন্দ দাশ
৩.
যাদের জীবনে বৃষ্টি নেই,বৃষ্টিবিলাস নেই তারা অভাগা। আর যাদের জীবন বৃষ্টিময় তারা দূর্ভাগা।
--হুমায়ুন আহমেদ।
৪.
আমি বৃষ্টি দেখেছি,বৃষ্টির ছবি একেছি। আমি ভিজে ভিজে পিছলে পড়ে অনেক ভুগেছি।-অঞ্জন দত্ত।

এতো গেল মনীষিদের বানী। আমাদের মত সাধারন জনগন তাদের জ্ঞানগর্ভ চিন্তা প্রসবের জন্য কি দারুন প্লাটফর্ম এই ফেসবুক।
৬.
সব বৃষ্টিই এত রোমান্টিক হয় না, কিছু বৃষ্টি অনেক পেইনফুল হয়। যেমন; আমাদের ক্লাসের বৃষ্টি।
-- বৃষ্টির কর্তৃক ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা প্রেমিক।
৭.
পেইন আর রেইনের বিরাট সম্পর্ক আছে। যখন তুমি বিশাল পেইনের মধ্যে থাক,তোমার তোমার চোখজুড়ে নেমে আসে রেইন, আর যখন তুমি থাক রেইনে তুমি তখন আসলে আপাদমস্তক পেইনে ডুবে থাক।
--বিশিষ্ট ডিজিটাল বুদ্ধিজীবি।
৮.
যখন তুমি বৃষ্টিতে আর খুব কাছের কেউ তোমার জন্য ছাতা ধরে আছে ব্যাপারটা দারুন আর এটা অসাধারন হয় যখন সে ছাতা ফেলে তোমার হাত ধরে একটানে বৃষ্টিমূখর রাস্তায় নামিয়ে আনে।
--রোমান্টিক প্রেমিক।
৯.
বৃষ্টির সবচেয়ে চমৎকার ব্যাপার হলো যে এটা একসময় থামবে।
-- একজন আন-রোমান্টিক পাবলিক।
১০.
আজ সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি, ভেজা জামা-প্যান্ট, মোজা সব তোমাকে দিলাম।
-অফিস ফেরত বিদ্ধস্ত স্বামী।
৯. ভরসা রাখুন নৌকায়। :P -বিরোধী দলীয় রাজনীতিবিদ।
১০. তবুও ভরসা রাখুন নৌকায়। :| -সরকার দলীয় রাজনীতিবিদ।
১১. কি আর করা নৌকায় ভরসাতো করতেই হচ্ছে, কিন্তু রাস্তায় এতক্ষন দাড়িয়ে আছি নৌকা কোথায়? -জনগণ
১২. রাস্তায় রাস্তায় নৌকা চালু করা তো আর সিটি কর্পোরেশনের কাজ না।-মেয়র সাহেব।
১৩.
☂、ヽ`ヽ`、ヽ``、ヽ`ヽ`、ヽ``、ヽ`、ヽ`、ヽ`ヽ`ヽ`、、ヽ`ヽ`、ヽ``、ヽ`ヽ`ヽ`、、ヽ`ヽ`、`ヽ`、、ヽ`ヽ`、ヽ``、ヽ```、ヽ`ヽ、、`ヽ`、、`ヽ
- (১৩ নং স্ট্যাটাসটা ছিল আমার নিজের। আনলাকি। বৃষ্টিতে ধুয়ে গেছে।)

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫২

রিএ্যাক্ট বিডি বলেছেন: য়েস

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১২

পলক শাহরিয়ার বলেছেন: কি বললেন, বুঝলাম না ঠিক। যাই হোক প্রথম পাঠক হিসেবে আপনাকে অভিনন্দন।

২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৭

মধ্য রাতের আগন্তক বলেছেন: ভাগ্যিস বৃষ্টি নিয়ে সব ভালো ভালো লেখা আগেই লেখা হয়ে গিয়েছিল।

২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩০

পলক শাহরিয়ার বলেছেন: হ্যাঁ, ভালো বলেছেন। অন্যথায় গ্রামগুলো যেভাবে নগরায়িত হয়েছে। বৃষ্টির সৌন্দর্যও অনেক কমে গেছে। শহর বা গ্রাম বেড়েছে মানুষের ভোগান্তি।

৩| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬

বিজন রয় বলেছেন: হা হা হা ........

মজা পেলুম।

বৃষ্টির সাথে নতুন সৃষ্টি।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৫

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ বিজন দা। এই বৃষ্টিতে ভাল থাকুন, শুষ্ক থাকুন।

৪| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো । #:-S

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আপনার মন্তব্য মিস করেছিলাম।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঝুম বৃষ্টি হয়ে গেলো আজ।

সুন্দর লে খা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

পলক শাহরিয়ার বলেছেন: হা হা। পুরোনো লেখা। আজ বৃষ্টিমূখর দিনের জন্য প্রাসঙ্গিক অবশ্য।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৩

শাহানাজ সুলতানা বলেছেন: ভালো লাগলো

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫২

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ আপু। আজ কি বৃষ্টিদিন?

৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

আখেনাটেন বলেছেন: বেশ মজা করে লিখেছেন।

ভালো লাগল পড়ে।

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ আখেনাটেন।
কিন্তু আপনাকে কোথায় যেন দেখেছি! ও হ্যাঁ মনে পড়েছে. . . .
প্যারিসের ল্যুভরেতে। হাহা।

৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬

আখেনাটেন বলেছেন: হায়, হায়, ক্যামতে? আমার তো কায়রোতে থাকার কথা। যদিও আমার থাকা না থাকা নিয়ে মহা গ্যাঞ্জাম আছে। তয় লুভরে মনে হয় আমার পটো দেখেছেন ভাইজান। :P

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪

পলক শাহরিয়ার বলেছেন: হ। হইবার পারে। আবার এইডাও হইবার পারে যে আনার জড়ুয়া ভাই ওইহানে।
আসলে হইছে কি, আপনার একখান অর্ধেক আপনে(মুর্তি) আছেন ল্যুভরে। বাকিডা যে কই আপনিই জানেন।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

পলক শাহরিয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: একেবারে বৃষ্টিতে ভিজে গেলুম।

না ভাজে উপায় কি ১৩ নম্বরে আপনি যেভাবে বৃষ্টি নামালেন ..........................

কিছু আনন্দ নিয়ে গেলুম।

হা. হা. হা...........................................

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

পলক শাহরিয়ার বলেছেন: আপনাকে আনন্দে ভেজাতে পেরে আমার বৃষ্টি সার্থক। আমি সার্থক।
যাই হোক, জ্বর হলে কিন্তু লেখক কোনভাবেই দায়ী থাকবে না, বলে দিলুম।

১১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: মনীষীদের বাণীর চেয়ে সাধারণ জনতার কথাগুলো বেশী চিত্তাকর্ষক হয়েছে। বিশেষ করে ৭ আর ৮ নম্বর বাণীদুটো।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

পলক শাহরিয়ার বলেছেন: এই জন্যই তো শাহরুখ খান চেন্নাই এক্সপ্রেস মুভিতে বলেছিলেন, "ডোন্ট আন্ডারএস্টিমেট দ্যা পাওয়ার অব কমন ম্যান"।
কেমন আছেন, স্যার।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

খায়রুল আহসান বলেছেন: আমি ভাল আছি। আশাকরি, আপনিও ভাল আছেন।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টির ছড়াছড়ি । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.