নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

মন্ট্রিয়ল মাতিয়ে গেলেন শিল্পী রুনা লায়লা

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৩


টরন্টোর বাংলা পত্রিকাগুলোতে মাস দুয়েক আগেই একবার চোখে পড়েছিল যে, রুনা লায়লা তাঁর দল নিয়ে কানাডা আসছেন এই অক্টোবর-এ। কিন্তু এই স্মরণীয় সন্ধ্যায় যে আমিও থাকতে পারবো, সেটা তখনো চিন্তা করিনি। তাই ৯ অক্টোবর রাতে হঠাৎ যখন আমন্ত্রণ পেলাম ১২ তারিখ, ২০১৪ -তে মন্ট্রিয়লে রুনা লায়লা'র লাইভ শো দেখার, তখন আর দেরী না করে দ্রুত টরন্টো টু মন্ট্রিয়ল 'মেগা বাস'-এর টিকিট কনফার্ম করলাম।

ভোর সাড়ে ছয়টার বাসে রওনা হলাম মন্ট্রিয়লে পথে। বুকে দুরুদুরু উত্তেজনা। উপমহাদেশের এত বিখ্যাত একজন শিল্পী এবং তাঁর সহ শিল্পীদেরকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হবে।

মন্ট্রিয়লের বোনাভেঞ্চার মেট্রো স্টেশনের কাছে বাস থেকে নামলাম দুপুর সাড়ে বারোটায়।
তারপর দেরী না করে সাবওয়ে ট্রেন ধরে খুব কাছের স্টেশন 'বেরি উকাম'-এ গিয়ে নামলাম। একটু খোঁজ করতেই পেয়ে গেলাম 'হোটেল 'লর্ড বেরি', যেখানে শিল্পীরা উঠেছেন। মন্ট্রিয়লে শো করার আগে গত ১০ অক্টোবর তাঁরা অটোয়াতে শো করে এসেছেন।
এরপর মিউজিশিয়ানদের সাথেই রওনা হলাম 'লাসল' অডিটোরিয়ামের উদ্দেশ্যে।
দুপুরে শো শুরুর আগের প্রস্তুতি পর্ব:
১.
২.
৩.


৪.

বাঁশী বাদক মুনিরুজ্জামান স্যার
৫.
রাত পৌনে নয়টায় রুনা লায়লা মঞ্চে উঠলেন। তারপর গাইলেন তাঁর সেই বিখ্যাত গানগুলো: এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা, সাধের লাউ বানাইলো মোরে, শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, ইস্টিশনের রেল গাড়িটা সহ আরও পপুলার সব বাংলাগান। গাইলেন, গজল-ও 'রাঞ্জিশ হি সাহি'। তারপর শো শেষ করলেন কাওয়ালি দিয়ে 'দামাদাম মাস্ত কালান্দার'।
আসুন দেখে নেই রুনা লায়লার লাইভ শো এর কিছু ছবি:
১.
২.
শো এর শেষ পর্যায়ে অর্গানাইজারদের সাথে মঞ্চে রুনা লায়লা
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
এর আগে অবশ্য সকালের প্রস্তুতি পর্বে দেখা হয়ে গেল 'সোলস' এর 'লিজেণ্ড' তপন চৌধুরী'র সাথে।



ফুয়াদ নাসের বাবু ভাই এবং বংশীবাদক মুনির স্যার (বাম থেকে ডানে)


অনুষ্ঠানে আরও অনেক অতিথী শিল্পীদের মাঝে যার পারফরমেন্স চোখে পড়ার মতো ছিল, তিনি ছিলেন 'ইণ্ডিয়ান আইডলের অন্যতম কন্টেসটেন্ট' শিল্পী নিলেশ।


সহ শিল্পীদের সাথে রুনা লায়লা
স্পার্ক ম্যনেজমেন্ট -এর তানভীর, আরিফ, নন্দন রুনা লায়লার এই প্রোগ্রামটির আয়োজক ছিলেন।
রাত প্রায় বারোটা পর্যন্ত গান গাইলেন বাংলাদেশের গর্ব শিল্পী রুনা লায়লা। মন্ট্রিয়লের লাসল অডিটোরিয়াম থেকে বের হবার পর থেকে এখনও শিল্পী রুনা লায়লার সেই কণ্ঠ আর অনুষ্ঠানের স্মৃতি যেন ভুলতে পারছিনা।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮

এম এম করিম বলেছেন: কখনো সামনাসামনি শোনার সৌভাগ্য হয়নি।

ভাগ্যবান আপনি।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

পয়গম্বর বলেছেন: বাংলাদেশে অন্য শিল্পীদের অনেক লাইভ অনুষ্ঠানে গিয়েছি আমি। কিন্তু বাংলাদেশে প্রোগ্রাম আর দেশের বাইরের প্রোগ্রামের মাঝে আমি কিছু পার্থক্য খুঁজে পাই। সবচাইতে বড় যে বিষয়টি বলার মতো সেটি হলো, অনুষ্ঠান শুরু বা শেষের পরে আপনি চাইলে শিল্পীর সাথে কথা বলা, ছবি তোলা, আড্ডা দেওয়ার মতো বিষয়গুলো উপভোগ করতো পারবেন। অন্য কথায়, দেশের লাইভ শো' গুলোতে শিল্পীদের কাছাকাছি যাওয়াটা দুর্লভ ঘটনা। যেখানে দেশের বাইরের শো'গুলোতে সেই শিল্পীরাই প্রবাসীদের কাছে আপন মানুষদের মতো আন্তরিকতার পরিচয় দেন।

২| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪৩

আমিনুর রহমান বলেছেন:



রুনা লায়লা'র কনসার্ট দেখার সুযোগ হয়েছিলো একবার। উনার তুলনা হয় না।

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:১৪

পয়গম্বর বলেছেন: এবারেও রুনা আপা অসাধারণ গেয়েছেন। ধন্যবাদ ।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১১

তুষার কাব্য বলেছেন: ট্রু লিজেন্ড...অসাধারণ একজন শিল্পী..আমার সৌভাগ্য হয়েছে উনার গান শোনার..

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৭

পয়গম্বর বলেছেন: অসাধারণ একটি অনুষ্ঠান শিল্পী রুনা লায়লা উপহার দিয়ে গেলেন। মন্ট্রিয়লবাসী অনেক অনেক বছর এই অনুষ্ঠানটির কথা মনে রাখবে।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৮

এহসান সাবির বলেছেন: অসাধারণ একজন শিল্পী...................

পোস্টে একগুচ্ছ +


ফুয়াদ নাসের বাবু ভাই কে অনেক দিন পর দেখলাম।

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২০

পয়গম্বর বলেছেন: হ্যাঁ, বাবু ভাইয়ের সাথে আড্ডাটা বেশ ভালোই জমেছিল। :)

৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২

সোহানী বলেছেন: দারুন একটা লাইভ (মৃত) শো দেখলাম আপনার সাথে !!!!

১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

পয়গম্বর বলেছেন: কনসার্টটা কিন্তু সেই রকম জমেছিল! :)

৬| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩

কলমের কালি শেষ বলেছেন: গুনী শিল্প ।

১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

পয়গম্বর বলেছেন: নি:সন্দেহে!

৭| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০

বেপরোয়া বেদুঈন বলেছেন: চমৎকার ফটোব্লগ ।

১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ :)

৮| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৭

আবু শাকিল বলেছেন: সম্মান জানিয়ে বলছি ।

রুনা লায়লা গুনী শিল্পী ।ভাল গান গেয়েছেন।জম্মের পর থেকে সব যায়গায় দামাদাম মাস্ত কালান্দার' =p~ =p~

নতুন দের সুযোগ দেয়া উচিৎ ।

১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

পয়গম্বর বলেছেন: তার মানে কি বলতে চাইছেন, নতুনরা সুযোগ পাচ্ছেনা? যদি না পেয়ে থাকে, তাহলে কেন এবং কিভাবে পাচ্ছেনা? শাকিল ভাই কি একটু বুঝিয়ে বলবেন?

৯| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একজন গুণী শিল্পী -- আপনার ভাগ্য ভাল যে আপনি সামনা সামনি দেখেছেন -- আমার সৌভাগ্য হয় নাই ----

১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

পয়গম্বর বলেছেন: ১২ অক্টোবর, ২০১৪, রবিবার সত্যিই আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি সন্ধ্যা।

১০| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫

আবু শাকিল বলেছেন: ভ্রাতা আমি বলতে চাচ্ছি-
নতুনরা সুযোগ পাচ্ছে তবে আরো বেশি করে সুযোগ দেয়া হোক।

পূর্বে ঘটে যাওয়া দেশের বড় বড় জাতীয় অনুষ্টানে গুনী শিল্পিদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দেয়া হয়েছিল তখন খুব সমালোচনা ঝড় বয়ে গেছিল।

ভাল থাকবেন সর্বদা :)

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:৪৭

পয়গম্বর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.