নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

ইমিগ্রেশন টু কানাডা - ডকুমেন্ট চেকলিস্ট - পর্ব ০১

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৮



Website Address: http://www.immigrationandsettlement.org/

কানাডাতে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের আওতায় আবেদন করতে হলে মূলত: অনলাইনেই সেটি করতে হয়। ECA & IELTS এর তথ্য ছাড়া এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে খোলা যায় না। তবে সকল ধরনের ডকুমেন্ট দিয়ে বিভিন্ন প্রভিন্সে আবেদন করতে হয় এবং নমিনেশন পেলে CIC লেভেলে গিয়ে ফেডারেল গভমেন্টকেও সেসবের কপি পাঠাতে হয় । যদিও প্রভিন্সভেদে তাদের ডকুমেন্ট রিকয়ামেন্ট ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমি এই চেকলিস্ট পর্বে যে সব ডকুমেন্টের কথা শেয়ার করছি, মোটামুটি সেগুলো গোছানো থাকলে যে কোন প্রভিন্সেই আবেদন করা যাবে (যদি কোন আবেদনকারী এলিজিবল হন)।

১। পাসপোর্টঃ
পাসপোর্ট ছাড়া যে দেশের বাইরে যাওয়া যায় না - তা তো আমরা সবাই জানি। কাজেই পরিবারের সকল সদস্যদের পাসপোর্ট করিয়ে নিন। এমনকি ডিপেন্ডেন্টরা সাথে যাবে না এমন অপশন সেলেক্ট করলেও সকলের পাসপোর্টের কপি জমা দিতে হয়। পাসপোর্ট বিষয়ক কিছু জরুরী কথা এই বেলা জানিয়ে রাখি:
১. পাসপোর্টে আবেদনকারীর নাম, ঠিকানা, জন্মতারিখ, বাবা-মা এর নাম, স্থায়ী ঠিকানা - এ সব কিছুই যেন বার্থ সার্টিফিকেটের সাথে মিল থাকে।
২. মূল আবেদনকারীর পাসপোর্টের তথ্যাবলির সাথে যেন ডিপেনডেন্ট-দের তথ্যাবলির মিল থাকে।
৩. পাসপোর্ট/ বার্থ সার্টিফিকেটের স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা একই হলে ভালো হয়।



২। জন্ম সনদ/ বার্থ সার্টিফিকেটঃ
পাসপোর্টের মত পরিবারের সকল সদস্যদের জন্ম সনদ ও আবশ্যিক ডকুমেন্ট । জন্ম সনদের ইংরেজি কপি জমা দিতে হয়। তাই আবেদনের সাথে সাথে বাংলার সাথে ইংরেজি কপির জন্য ও আবেদন করতে হবে। বাংলা সনদ না তুলে সরাসরি ইংরেজি কপি তোলা যায় না। আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানার যে কোন স্থান থেকেই এই সনদের জন্য আবেদন করা যাবে। পাসপোর্টে্র জন্মস্থান ও জন্ম সনদের জন্মস্থান একই হওয়া বাঞ্ছনীয় ।



৩। বৈবাহিক সনদঃ
বিবাহিত কিংবা তালাকপ্রাপ্ত কিংবা আইনত পৃথক বসবাসকারী প্রত্যেক আবেদনকারীকে তার বৈবাহিক অবস্থার প্রমান স্বরূপ যথাযথ সনদ দিতে হবে। সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট/ডিভোর্স সার্টিফিকেট/সেপারেশন সার্টিফিকেট যোগ্য সনদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এ সার্টিফিকেটগুলো রেজিস্টার কাজী অফিস থেকেই সংগ্রহ করতে হবে কেননা এগুলো প্রদানের জন্য রেজিস্টারড কাজীরাই সরকার কর্তৃক অধিকারপ্রাপ্ত । তালাকপ্রাপ্ত বা আইনত পৃথক বসবাসকারী আবেদনকারীর যদি বাচ্চা থাকে এবং বাচ্চা নিয়ে ইমিগ্রেট হতে চান তবে অবশ্যই বাচ্চার লিগ্যাল কাস্টডি হিসেবে কোর্ট অর্ডার থাকতে হবে। সেই সাথে আদার প্যারেন্ট এর অনাপত্তি পত্র যা নোটারাইজড হওয়া উত্তম।

৪। একাডেমিক ডকুমেন্টসঃ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র ও ট্রান্সক্রিপ্ট।

৫। IELTS:
ভাষাগত দক্ষতার প্রমাণ স্বরূপ IELTS GT এর TRF জমা দিতে হয়। এর মেয়াদ ২ বছর। দেড় বছরের কম মেয়াদী স্কোর দিয়ে আবেদন করা ঠিক নয়। কারন ফেডারেল গভমেন্ট কে ফাইনাল আবেদন পাঠানোর আগ পর্যন্ত ভ্যালিড IELTS স্কোর থাকতে হয়।



আজ এ পর্যন্তই। বাকি ডকুমেন্ট এর তথ্য নিয়ে আসছি আগামী পর্বে।

লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: Click This Link

ইমিগ্রেশন টু কানাডা - ডকুমেন্ট চেকলিস্ট - পর্ব ০২

(ছবিসূত্র: ইন্টারনেট)

মন্তব্য ১৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৪

জে আর সিকদার বলেছেন: হেল্পফুলপোষ্ট , ধন্যবাদ।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০০

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৫

জে আর সিকদার বলেছেন: হেল্পফুলপোষ্ট , ধন্যবাদ।

৩| ১০ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫৮

দিয়া আলম বলেছেন: আমার এক কাজিন জানতে চেয়েছে কানাডা আসার ব্যপারে, আমি তাকে তোমার এই ব্লগের লিংক দিয়েছি, তোমার পোস্ট গুলো অনেক উপকারী, ধন্যবাদ ভাইয়া তোমাকে।

১০ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:২৭

পয়গম্বর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৫

তারেক বলেছেন: কানাডায় যেতে মোট কত টাকা লাগবে? খুবই তথ্যবহুল পোষ্ট।

১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:২০

পয়গম্বর বলেছেন: খরচের বিস্তারিত হিসেব নিয়ে খুব শীঘ্রই একটি পর্ব প্রকাশিত হবে। আশাকরি সাথেই থাকবেন।

৫| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১২

থিওরি বলেছেন: আপনার হেল্পফুল পোস্টগুলো হয়তো একসময় খুব হেল্প করবে!
ভাললাগা জানবেন!

১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:২০

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।

৬| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৭

শিপন মোল্লা বলেছেন: হেল্পফুলপোষ্ট , ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:২১

পয়গম্বর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখা গুলো পড়ে খুব ভালো লাগছে। পুরোটাই পড়ব।

২৩ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৪৪

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.