নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

ইমিগ্রেশন টু কানাডা - Educational Credential Assessment (ECA) বিষয়ক খুঁটিনাটি - পর্ব ২

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৮



Website Address: http://www.immigrationandsettlement.org/

ইমিগ্রেশন টু কানাডা - Educational Credential Assessment (ECA) বিষয়ক খুঁটিনাটি - পর্ব ১

ইভালুয়েশন বডি হিসেবে WES কে নিয়ে কিছু কথা:
ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে যে, দ্রুততম সময়ে WES, ECA এর রিপোর্ট দিয়ে থাকে। তবে তাদের এসেস্মেন্ট করার নিয়মগত জটিলতার কারণে প্রায় সকল দেশের আবেদনকারীরাই বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যেমনঃ

• WES, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রাম সহ অন্যান্য ভার্সিটির EMBA প্রোগ্রামকে ব্যাচেলর সমমান দিয়ে থাকে যা ইমিগ্রেশনের জন্য আপনার পয়েন্ট কমিয়ে দেবে ।
• WES, বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেট কে “Certificate from Unrecognized University” বলে স্বীকৃতি দিয়ে থাকে যা আবেদনকারীকে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের জন্য ইনিলিজিবল করে দেবে।

অতএব পাবলিক ও স্বনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেট ইভালুয়েশনের জন্য WES কে বেছে নেয়া যেতে পারে নির্দ্বিধায়। কিন্তু যাদের উপরিউক্ত বিষয়গুলো নিয়ে সন্দেহ রয়েছে, তারা University of Toronto (UOT) অথবা International Credential Assessment Service of Canada (ICAS) থেকে ইসিএ করাতে পারেন। আমি বলছিনা যে, UOT বা ICAS থেকে নেতিবাচক ফলাফল আসবেই না তবে WES এর তুলনায় এই আশঙ্কা অনেক কম।


আমার বিশ্ববিদ্যালয় কি ইভালুয়েশ বডি দ্বারা রিকগনাইজড হবে?
প্রতিদিন ইনবক্সে এবং মেইলে অসংখ্য বার এই একটি প্রশ্ন পেয়ে থাকি (বিশেষত: যারা খুব পরিচিত নয় এমন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন) যার সঠিক উত্তর কেউই দিতে পারবেনা যতক্ষণ পর্যন্ত আপনি ইসিএ রিপোর্ট হাতে না পেয়ে থাকেন ।কিন্তু কথা হচ্ছে, ততক্ষণে আপনি ইতিমধ্যেই বড় একটা এমাউন্ট পরিশোধ করে ফেলেছেন। তাহলে কি করণীয়?

• আপনার ভার্সিটির রেজিস্টার অফিসে যোগাযোগ করুন, তারা পুর্বে কোন ইভালুয়েশন বডির সাথে এধরনের কাজ করেছে কিনা?
• ভার্সিটির সিনিয়র নেটওয়ার্কে খোঁজ নিয়ে দেখুন, এ ব্যাপারে তাদের অভিজ্ঞতা কেমন।
• ইভালুয়েশন বডিকেও মেইল করে দেখতে পারেন তবে আশানুরূপ কোন উত্তর না পাওয়ার সম্ভাবনাই বেশি।

ইসিএ রিপোর্ট দেখতে কেমন হয়?
যাদের এ ব্যাপের কোন ধারনাই নেই তাদের জন্য মিডিয়া ফায়ার লিঙ্কে কিছু ইসিএ রিপোর্ট এর স্যাম্পল আপলোড করে দেয়া হল। ডাউনলোড করে দেখে নিতে পারেন।

ফেসবুক পেজ:
https://www.facebook.com/immigrationandsettlement/

কানাডা'র ইমিগ্রেশন এবং সেটেলমেন্ট নিয়ে আমাদেরকে আপনার প্রশ্নগুলো ইমেইলে পাঠিয়ে দিন: [email protected]

সবাইকে শুভকামনা।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্নের দেশে যাবার সহজ রাস্তা স্বপ্নের মতোই দেখীয়ে যাচ্ছেন কতজনার স্বপ্ন পূরনে!!!!!

অনেক অনেক ধণ্যবাদ ভ্রাতা :)

+++++++++

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

পয়গম্বর বলেছেন: আপনার অনুপ্রেরণা আমার চলার পথের পাথেয়।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

নূর আলম হিরণ বলেছেন: জব ভিসার ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.