নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ৪র্থ পর্ব (আপডেটেড)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০১



Website Address: http://www.immigrationandsettlement.org/

ইমিগ্রেশন টু কানাডা
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ৪র্থ পর্ব

আমি নিশ্চিত যে এখন পর্যন্ত যারা ধৈর্য্যসহকারে নিজের CRS Score হিসেব করে আসছেন তারা যারপরনাই হতাশ। কেননা মাস্টার্স, নুন্যতম IELTS score, ৪/৫ বছরের কর্ম অভিজ্ঞতা নিয়েও অনেকেই ৩০০-৩৩০ এর মধ্যে পড়ে আছেন। যেখানে এখন এক্সপ্রেস এন্ট্রির ড্র হয়ে থাকে সাধারণত ৪৫০-৪৯০ এর মধ্যে। এমনকি ৪৫০ CRS Score এ ২০১৫ সালে একবারই মাত্র ড্র সম্পন্ন হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন এক্সপ্রেস এন্ট্রি রাউন্ড অফ ইনভাইটেশনে সেলেক্ট হতে হলে আরও এক থেকে দুই শত পয়েন্ট যোগাড় করতে হবে! এই বাড়তি পয়েন্ট কোন কোন খাত থেকে আসতে পারে সেটি নিয়েই আজকের এই পর্ব।

হিউম্যান ক্যাপিটাল ও স্পাউস ফ্যাক্টরের পর আজকে আলোচনা করা হবে স্কিল ট্রান্সফারিবিলিটির ১০০ পয়েন্ট ও বোনাস ৬০০ পয়েন্ট নিয়ে।

স্কিল ট্রান্সফারিবিলিটি ফ্যাক্টর:

এই ফ্যাক্টরে ধাপে ধাপে বিভিন্ন ভাবে সর্বোচ্চ ১০০ পয়েন্ট অর্জন করা যাবে। কানাডার বাইরের শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা ও কানাডিয়ান কর্ম অভিজ্ঞতার জন্য এই ফ্যাক্টরে পয়েন্ট বন্টন করা হয়েছে। তবে শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতার পয়েন্টের সাথে শর্তস্বরূপ IELTS এর লেজ জুড়ে দেয়া হয়েছে। কি, খুব খটমটে লাগছে? আচ্ছা নিচের ছবিতে দেখুন কিভাবে এডুকেশন+IELTS এর উপরে পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।


লক্ষ্য করুন, আবেদনকারীর যদি পোষ্ট-সেকেন্ডারি ডিগ্রী থাকে যা কিনা এক বছর মেয়াদী এবং IELTS এর প্রতি ব্যান্ডে তার CLB 7 থাকে, তাহলে তিনি বাড়তি ১৩ পয়েন্ট পাবেন। কিন্তু এই শিক্ষাগত যোগ্যতাতেই যদি তিনি IELTS এর প্রতি ব্যান্ডে CLB 9 তুলতে পারেন তাহলে সেই ১৩ পয়েন্ট বেড়ে গিয়ে ২৫ হয়ে যাবে।

আবার আবেদনকারীর যদি ৩ বছর মেয়াদি ডিগ্রির পাশাপাশি একাধিক ডিগ্রী থাকে (মাস্টার্স বা পিএইচডি) এবং IELTS এর প্রতি ব্যান্ডে তার CLB 7 থাকে তাহলে তিনি বাড়তি ২৫ পয়েন্ট পাবেন। কিন্তু এই শিক্ষাগত যোগ্যতাতেই যদি তিনি IELTS এর প্রতি ব্যান্ডে CLB 9 তুলতে পারেন তাহলে সেই ২৫ পয়েন্ট বেড়ে গিয়ে ৫০ হয়ে যাবে। এবার একই নিয়মে কর্ম অভিজ্ঞতা+IELTS এর জন্য প্রাপ্ত পয়েন্টের হিসাব কষা যাক।


আবেদনকারীর যদি ১/২ বছরের কর্ম অভিজ্ঞতা থেকে থাকে এবং IELTS এর প্রতি ব্যান্ডে তার CLB 7 থাকে তাহলে তিনি বাড়তি ১৩ পয়েন্ট পাবেন। কিন্তু এই কর্ম অভিজ্ঞতাতেই যদি তিনি IELTS এর প্রতি ব্যান্ডে CLB 9 তুলতে পারেন তাহলে সেই ১৩ পয়েন্ট বেড়ে গিয়ে ২৫ হয়ে যাবে। পুনরায় আবেদনকারীর যদি ৩ বছর বস এর অধিক কর্ম অভিজ্ঞতা থেকে থাকে এবং IELTS এর প্রতি ব্যান্ডে তার CLB 7 থাকে তাহলে তিনি বাড়তি ২৫ পয়েন্ট পাবেন। কিন্তু এই কর্ম অভিজ্ঞতাতেই যদি তিনি IELTS এর প্রতি ব্যান্ডে CLB 9 তুলতে পারেন তাহলে সেই ২৫ পয়েন্ট বেড়ে গিয়ে ৫০ হয়ে যাবে। আশা করি পাঠক বুঝতেই পারছেন IELTS এর প্রতি ব্যান্ডে CLB 9 ( L-8, R/W/S- 7) এর গুরুত্ব কেন এত বেশি ।

নিচের ছবিতে দেখে নিন এডুকেশন + কানাডিয়ান ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে প্রাপ্ত পয়েন্ট এর তালিকা। বোনাস পয়েন্টঃ


বোনাস পয়েন্টঃ

IELTS এ সকল ব্যান্ডে CLB 9 পাওয়া যে ছেলের হাতের মোয়া না, সেটা কিন্তু কানাডিয়ান ইমিগ্রেশন অথরিটিও বোঝে। আর সে জন্যই এডিশনাল 15 থেকে 600 পয়েন্টের ব্যাবস্থা রেখেছে যাতে একজন আবেদনকারী তার CRS score বাড়িয়ে নিয়ে সফল ভাবে ITA ( Invitation To Apply) পেতে পারেন। এই বোনাস পয়েন্ট পেতে হলে আবেদনকারীকে নিচের যেকোন একটি শর্ত পূরণ করতে হবে।

১। Valid Job Offer বা কাজের প্রস্তাব
২। কানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ডিগ্রী
৩। প্রভিন্স নমিনেশন

আমি এই সিরিজের শুরুতেই বলেছি যে ১ নং শর্ত পূরণ করা ঠিক কতটা অসম্ভব। কিন্তু এরপরেও অনেক কন্স্যাল্টান্ট কিংবা ভুয়া চাকুরীর সাইট (যেমনঃ উইলসন ওয়াকার) জব অফার এনে দেয়ার নাম করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। তাই এরকম কোন অফার পেলেই খুশিতে ডগমগ হয়ে কোন কন্ট্র্যাক্ট পেপারে সাইন করে বসবেন না যেন। মনে রাখবেন, আপনাকে অর্থাৎ একজন ফরেন এপ্লিক্যান্ট কে কোন কানাডিয়ান প্রতিষ্ঠান তখনি নিয়োগ করতে পারবেন যদি সে কানাডিয়ান সরকারকে আশ্বস্ত করতে পারে যে এই পদের জন্য কোন কানাডিয়ান যোগ্য অধিবাসী পাওয়া যায়নি। পাশাপাশি এটাও জেনে রাখুন, NOC গ্রেডের OO তালিকার জব অফার ২০০ এবং ,O,A,B তালিকার চাকুরীর অফার মাত্র ৫০ পয়েন্টের যোগান দেবে। অপরদিকে ২ বছর মেয়াদী কানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ডিগ্রী ১৫ ও ৩ বছর বা বেশি মেয়াদি ডিগ্রী ৩০ পয়েন্টের যোগান দেবে। কাজেই ১ ও ২ নং শর্ত পূরনের আশার গুড়ে বালি দিয়ে চলুন আমরা বরং ৩ নং শর্ত বা প্রভিন্স নমিনেশন নিয়ে চিন্তা করি। হ্যাঁ, এই শর্ত পূরণ করাও খুব সহজ ব্যাপার নয় তবে Valid Job Offer বাগিয়ে নেয়ার মত অসম্ভব ও নয় ।

আমাদের এই পেইজের তথ্য সকলের জন্য উন্মুক্ত। আমাদের এই পোষ্ট গুলো যদি কেউ অন্য পেইজে বা গ্রুপে বা নিজের টাইমলাইনে কপি করেন তাহলে অনুরোধ রইল কপি পেস্ট পোস্টে শুধু লেখকের নাম উল্ল্যেখ না করে পেইজ শেয়ার করুন অথবা অরিজিনাল পোস্ট টির লিংক শেয়ার করুন।

পরবর্তী পর্বগুলোতে আমরা ধাপে ধাপে জানবো , কোন প্রভিন্সে আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হয় । আর প্রভিন্স আবেদনের পরেই আসছি ডকুমেন্ট চেকলিস্ট ও খরচের বিস্তারিত হিসাব নিয়ে। সকলের জন্য শুভ কামনা।

ইমিগ্রেশন টু কানাডা - কিভাবে পেতে পারি প্রভিন্স নমিনেশন ও বোনাস ৬০০ পয়েন্ট? - পর্ব ০১

লক্ষ্য করুন:
-------------
১. বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
২. ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন। *কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
৩. ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন।
https://www.facebook.com/immigrationandsettlement/

বিদ্রঃ কানাডা ইমিগ্রেশনের পরিবর্তিত নিয়ম অনুযায়ী এই পর্বটি সংশোধিত হয়েছে।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৫

সালেহ উর রাহমান বলেছেন: ভালো লাগলো পড়ে, দয়া করে আমার এই প্রশ্নটির উত্তর জানাবেন, আপনি বললেন, "টরন্টোতে স্বামী-স্ত্রী দু'জন মিলে ৪০ ঘন্টা করে কাজ করতে পারলে ভালো ইনকাম করা যায়। টরন্টোতে সুবিধা হলো, এখানে মানুষ একই সাথে ২-৩ জায়গায় অড জব/ জব করে। আমি এমন ব্যক্তিকেও চিনি যে সপ্তাহে ৭ দিন ৭ টি ভিন্ন রেস্টুরেন্টে কাজ করে। অবশ্য ডাউনটাউন টরন্টোতে অন্যান্য জায়গার থেকে কাজ পাবার সম্ভাবনা বেশি। এখানে একজন পিজা/ অন্যান্য খাবার ডেলিভারী ড্রাইভারের গড় আয় ৩০০০-৩৫০০ ডলার/মাস। ট্যাক্সি এবং উবার চালকদেরও ভালো ইনকাম টরন্টোতে"।
আমি জানতে চাই, কানাডা তে দুইজন পার টাইম জব করলে কি লিভিং কোসট মিটিএ কিছু সেভ করতে পারব? অইখানকার বাসা ভাড়া কত আর দুজন চলতে যাতায়াত ও খওয়া বাবদ কত খরচ হতে পারে? আনুমানিক? দয়া করে জানাবেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৬

পয়গম্বর বলেছেন: Click This Link

http://www.immigrationandsettlement.org/Home/Index

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৮

হিমায়িত বলেছেন: ভাইয়া । আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ. করেছি । কানাডাতে গিয়ে যদি প্রফেশনাল জব করতে চাই তাহলে কানাডিয়ান ডিগ্রী প্রয়োজন । কোন বিষয়ের জব এর চাহিদা বেশি তা কিভাবে জানা যাবে?

০২ রা নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪০

পয়গম্বর বলেছেন: আইটি এবং অ্যাকাউন্টিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.