নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

জনসচেতনতামূলক পোস্ট

১৪ ই মার্চ, ২০১৮ ভোর ৬:১২


বিকেল বেলায় বাচ্চাদেরকে ডে-কেয়ার থেকে নিয়ে আসার সময় করিম সাহেবের মোবাইলে একটা কল এলো।

"মিসেস করিম আছেন?"

উত্তরে করিম সাহেব বললেন, "উনি নেই, আপনার তাকে কী প্রয়োজন, সেটি আমাকে জানাতে পারেন।"

ওপাশ থেকে ভারী কণ্ঠস্বর জানালো যে, মিসেস করিমের নামে 'ফেডএক্স' থেকে একটি পার্সেল এসেছে। তারা আধা ঘন্টার মধ্যেই পার্সেল ডেলিভারী করতে জনাব করিমের বাসায় আসছেন। সুতরাং করিম সাহেব যেন বাসাতেই থাকেন। আর যেহেতু করিম সাহেবের সহধর্মিনীর কাছে পার্সেল ডেলিভারী হবে, কাজেই করিম সাহেবের থেকে টেলিফোনের ভদ্রলোক মিসেস করিমের ফোন নম্বরটিসহ আরও কিছু তথ্য নিয়ে নিলেন। করিম সাহেবও সরল মনে টেলিফোনের লোকটিকে তথ্য দিলেন।

বন্ধুরা, আপনাদেরকে কানাডা'র টরন্টো শহরের এমন একটি সত্যি গল্প বলছি যা সম্প্রতি আমার পরিচিত এক বড় ভাই এবং ভাবীর সাথে ঘটে গিয়েছে।

ফেডএক্স থেকে পার্সেল কে পাঠাবে? এই কথা চিন্তা করতে করতেই করিম সাহেব ফোনের লোকের কথা মতো অপেক্ষা করতে থাকলেন। কিন্তু সেইদিন আর কেউ এলোনা।

পরদিন করিম সাহেবের কাছে আবারও অপরিচিত নম্বর থেকে কল এলো। অন্য এক ব্যক্তি করিম সাহেবকে গত দিনের সেই ফেডএক্স-এর লোকের কথাগুলো আবারও জানালেন এবং এটিও বললেন যে, আধা ঘন্টার মধ্যে ফেডএক্স-এর লোক তার বাসায় যাচ্ছে। কাজেই তিনি যেন শীঘ্রই বাসায় চলে যান।

করিম সাহেব জানালেন যে, তিনি কাজে এবং বাসায় বিকাল চারটের আগে পৌঁছতে পারবেননা। এই বলে ফোনটা রেখে দেবার পরেও বার বার অপরিচিত বিভিন্ন নম্বর থেকে তার কাছে কল আসতেই থাকলো।

ওদিকে করিম সাহেবের সহধর্মিনী তখন ক্লাসে। তার কাছে করিম সাহেবের নম্বর থেকেই কল এলো। ফোনের ওপ্রান্তের ভারী কণ্ঠস্বর তাকে জানালো যে, সে টরন্টো পুলিশ থেকে কথা বলছে এবং তার (মিসেস করিমের) স্বামীকে রাষ্ট্রবিরোধী কাজ করার জন্যে অ্যারেস্ট করা হয়েছে। তিনি এই মুহূর্তে তার হাজব্যাণ্ডের সাথে কথা বলতে পারবেননা। কিন্তু তার স্বামীকে জামিনে মুক্ত করতে হলে মিসেস করিমকে অনতিবিলম্বে থানায় যেতে হবে।

খুব স্বাভাবিকভাবেই মিসেস করিম নার্ভাস হয়ে গেলেন।

ফোনের সেই পুলিশ অফিসার দাবীদার ব্যক্তি যখন মিসেস করিমের দুর্বলতার সুযোগ নিয়ে আরও তথ্য জিজ্ঞেস করা শুরু করলো, ঠিক সেই মুহূর্তে করিম সাহেবের নম্বর থেকে আর একটি কল এলো। এটি করিম সাহেব নিজেই।

এরপর স্বামী-স্ত্রীর মধ্যে কথোপকথনে এতটুকু পরিষ্কার হলো যে, করিম সাহেবের নম্বর থেকে মিসেস করিমকে ফোন করাটা এখনকার টেকনলজীর যুগে নতুন না এবং যারা ফোন করে এসব করছে, তারা সত্যি বলছেনা, তাদের উদ্দেশ্য খারাপ এবং তারা ফ্রড।

হ্যাঁ বন্ধুরা। কানাডায় এটি নতুন ঘটনা নয়। হয়তো হঠাৎ একদিন একটি ফোন আসবে আপনার কাছে। বলবে যে, কানাডিয়ান রেভিনিউ এজেন্সি থেকে কল করেছে। আপনার অপরাধ হয়েছে এবং একটি নির্দিষ্ট অংকের ডলার ফাইন দিতে হবে। এরপর তারা আপনার কাছে আপনার ক্রেডিট কার্ড নম্বরটি জানাতে চাইবে। অথবা ফোন করে বলবে, আপনি এক মিলিয়ন ডলার জিতে গিয়েছেন। সেই টাকা পেতে হলে আপনাকে আপনার ক্রেডিট ইনফরমেশন দিতে হবে ইত্যাদি।

খুব পরিষ্কারভাবে বলতে গেলে, কানাডা'র পুলিশ কিংবা রেভিনিউ এজেন্সি কোনদিনও ফোন করে এ ধরণের কথা বলবেনা। তারা আপনাকে ইমেইল অথবা চিঠি পাঠাবে। সুতরাং আপনার ব্যক্তিগত তথ্যাবলি অথবা ব্যাংকের তথ্যসমূহ বিশেষত: ক্রেডিট ইনফরমেশন উপরিউক্ত ঘটনার কারও সাথে শেয়ার করার প্রশ্নই ওঠেনা। শেয়ার করেছেন তো আপনার ক্রেডিট কার্ড হ্যাক করে ফ্রড মানুষগুলো আপনার বিশাল অংকের টাকা তুলে নিবে এবং পরবর্তীতে আপনাকে হেনস্থা হতে হবে।

ফ্রডালিটি এবং ফ্রড মানুষগুলোর চেহারা এবং টেকনিক যুগের সাথে তাল মিলিয়ে নিত্য নতুনভাবে আপনার সামনে এসে দাঁড়াতে পারে। তখন পাজলড হয়ে যাবেননা। উপস্থিত বুদ্ধি খাটিয়ে এদের সাথে কথা না বাড়িয়ে, কোন প্রকার তথ্য এদেরকে না দিয়ে ফোন রেখে দিন। আর বিশেষ প্রয়োজনে পুলিশের সাহায্য নিন।

স্মার্ট মানুষজনকে ডিল করতে হলে আপনাকেও স্মার্ট হতে হবে, তাইনা?

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৭:২৭

শাহ আজিজ বলেছেন: যে লোকগুলি ফোন করছিল তাদের কি ইংরাজিভাষী সাদা লোক মনে হয়েছে।

১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩০

পয়গম্বর বলেছেন: ভিকটিমের বর্ণনা মোতাবেক, তাদের ইংরেজি উচ্চারণ শুনে তার মনে হয়েছে প্রথম জন ভারতীয় হতে পারে এবং পরবর্তী প্রত্যেকে কানাডিয়ান সাদা হবার সম্ভাবনা বেশি।

২| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৫

শাহ আজিজ বলেছেন: জয়েন্ট ভেঞ্চার । আমিও খুজছিলাম এজন্য যে কোন এশিয়ান জড়িত থাকবেই ।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪২

পয়গম্বর বলেছেন: সাধারণত কানাডা'র বাইরে থেকে এই কলগুলো আসে এবং ক্রেডিট কার্ড জালিয়াতি করে থাকে।

৩| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৯

নীল মনি বলেছেন: সচেতনতা মূলক পোস্ট।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪২

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৪| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকদের মনে রাখা দরকার- ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাওয়া যায়। কিন্তু প্রকৃতি কাউকে ক্ষমা করে না। সে কঠিন প্রতিশোধ নেয়।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪২

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৫| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
অজ্ঞাত নম্বর থেকে এধরনের প্রশ্ন করলে সেখনে আর্থিক লেনদেন ব্যাপার থাকলে সতর্ক হতে হবে।
সেটা কানাডা হোক বা বাংলাদেশ হোক।
বাংলাদেশেও এরকম বাটপারি হচ্ছে।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

পয়গম্বর বলেছেন: কানাডা'র প্রতারণাগুলো টেকনলজি বেজড।

৬| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩০

তারেক_মাহমুদ বলেছেন: বাংলাদেশে এমন প্রতারকের অভাব নেই।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

পয়গম্বর বলেছেন: প্রতারকরা আসলে সব জায়গাতেই কমবেশি আছে।

৭| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩১

রাফা বলেছেন: এগুলো পুরোনো কোৌশল এখন আরো অভিনব পদ্ধতিতে সরকারি অফিসার সেজেঁ ফোন করে।কিছু সাধারণ তথ্য দিয়েই শুরু করে ।লোভে পাপ পাপে মৃত্যু।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪

পয়গম্বর বলেছেন: সুন্দর বলেছেন। এমনভাবে ফোনে নিজেকে রিপ্রেজেন্ট করে যেন সব সত্যি বলে মনে হয়।

৮| ১৪ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

তারেক ফাহিম বলেছেন: সচেতন হওয়া দরকার।

পোষ্টের জন্য ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৯| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:১৭

শাহিন বিন রফিক বলেছেন: আমরা খুব লোভী, তাই সচেতনতা অনেক সময় আমাদের মনে থাকে না যখন দেখি সম্মুখে ফাও টাকা উড়ছে।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

১০| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিক্ষিত প্রতারক খুবই ভয়াবহ...

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

১১| ১৫ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের খারাপ মানুষের উৎপাত তো দেখি পৃথিবীর সব খানেই।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৬

পয়গম্বর বলেছেন: যদ্দুর জানি, বাংলাদেশীরা এখনো কানাডায় খারাপ কাজের সাথে যুক্ত হয়নি।

১২| ১৫ ই মার্চ, ২০১৮ ভোর ৬:১৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: সচেতনতা জরুরী। প্রতারক কম বেশী পৃথিবীর সব দেশেই আছে। এজন্য যচাই বাচাই ছাড়া হুট করে অন্যের কথা বিশ্বাস না করাই ভালো।
যাই হোক, লেখাটা ভালো লেগেছে।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৭

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

১৩| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৮

মো ফরহাদ বলেছেন: আমাদের একটা কথা ভাব দরকার, সেটা হলো দুর্যোগ পূর্ববতী প্রস্তুতি, আমাদের সেটা নিতে হবে।
দুষ্ট লোকের দুষ্ট চক্রথেকে নিজেকে মুক্ত করতে হবে।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৭

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

১৪| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৭

নতুন নকিব বলেছেন:



দরকারি পোস্ট। ধন্যবাদ। আমাদের দেশও এখন এসবে পিছিয়ে নেই। সচেতনতার বিকল্প নেই।

১৫| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: সব দেশেই বাটপার আছে।
কিভাবে যে এদের থেকে দূরে থাকবো এটাই চিন্তার বিষয়।

১৬| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৯

সুমন কর বলেছেন: অপরিচিত কোন নম্বর থেকে কল আসলে, কোন তথ্যই প্রদান করা উচিত নয়। সেটা যতই লোভনীয় হোক না কেন !!
পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.