নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো---ছোঁও--- সম্পূর্ণ পাথর হয়ে গেছি কিনা দেখো।

স্পর্শিয়া

স্পর্শিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রতিধ্বনি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

আমার বিস্ময়গুলি আমি প্রত্যহ বুনে চলি,
নক্সিকাঁথার জমিনে;
সোনামুখী সুই আর রঙ্গিন সুতোর ভাঁজে
লাল নীল, সবুজ নক্সাগুলি,
ফুঁড়ে ফুঁড়ে তুলি!

আমের বউল ডালে ঝোলানো ঝুলন,
কিশোরীর উড়ে যাওয়া বেনী,
কিশোরের শার্টের
একটা বোতাম,
হৃদয়ের ধুকপুক, মন উচাটন!

আঙ্গুল ডগায় ফোটে রক্তকমল,
ক্ষত বিক্ষত জমিনে হয় চাষের আবাদ,
বিস্ময়ে অভিভুত আমি, চেয়ে থাকি অপলক!
ধীরে ধীরে বড় হয় চারাগুলো,
সবুজ কোমল শীষে ভরে যায় ডাল.....

অনুভুতিগুলো ভোঁতা খঞ্জর আজ,
কামারীরা কাঁটায়, ব্যাস্ত সময়,
রক্তে ঝলকে না সেই তীক্ষ্ণ আবেশ!

তবু
আমার বিস্ময়গুলি আমি রোজ সেলাই করি,
আটকে রাখি,
নক্সিকাঁথার মাঠে,
প্রতি ফোঁড়ে ফোঁড়ে গেঁথে রাখি
আমার হারিয়ে যাওয়া বিস্ময় দিনগুলি....

একটি সাজু আর একটি রুপাই......
আর একটি ফুরিয়ে যাওয়া নক্সিকাঁথার মাঠ....

মন্তব্য ৫৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

ভলা বলেছেন: জাস্ট অসাধারণ!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ ভলা।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১

ইনফেকটেড মাশরুম বলেছেন: আলতো বিষাদ, নাইস ওয়ান। +

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ। আপনার কবিতার থিম থেকে পাওয়া...


৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

আমার বিস্ময় ছিঁড়েফুঁড়ে গেছে সে বহুদিন হলো,
রিফুওয়ালা নেই, ছাতাসারাইও আসেনা আর!
বহুদিন হলো কোনো মেঘ আসেনি এ শহরে
সহসা পেছন থেকে দুচোখে হাত ঢেকে বলেনি,
"বলোতো কে?"

বিস্ময় নেই, বিস্ময় নেই!!

কোমল অঙ্গুরীয় যেভাবে শিহরিত হয়
নব আঙুলের ঢালে-
তেমন কোনো মুদ্রা নেই,
তেমন কোনো যাদু নেই আর
যে আকণ্ঠ বিস্মিত হতে পারি...

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
besh sundor।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: আমার বিস্ময়গুলি আমি রোজ সেলাই করি,
আটকে রাখি,
নক্সিকাঁথার মাঠে,
প্রতি ফোঁড়ে ফোঁড়ে গেঁথে রাখি
আমার হারিয়ে যাওয়া বিস্ময় দিনগুলি

খুব সুন্দর

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরন্যক রাখাল।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

সাহসী সন্তান বলেছেন: চমৎকার অনুভূতির প্রকাশ অনেক ভাল লাগলো! শুভ কামনা জানবেন!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো থাকবেন সাহসী সন্তান।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন কর।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

ধমনী বলেছেন: আপনার গল্পগুলো বেশি ভালো লাগে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

স্পর্শিয়া বলেছেন: আবার লিখবো। ধন্যবাদ ধমনী।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯

উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

ইনফেকটেড মাশরুম বলেছেন: কিন্তু এটা মৌলিক, থিম যেখান থেকেই নিন না কেন...

ধরেন, প্রেম বিরহ একটা কমন ব্যাপার, একেকজন একেকভাবে তুলে আনবে, একটা লাইনই হয়ও হাজারজনের কলম ধরে একইভাবে এসেছে এবং স্বতন্ত্রভাবে। কবিতার বেলায় কিছু আস্কারা লাগে, সেটা যেকোনো জায়গা থেকেই আসতে পারে।

শুভকামনা রইলো...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইনফেকটেড মাশরুম।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: একঘেয়ে দৈনন্দিনে, পানসে জীবনে বেঁচে থাকাটা অর্থবহ করতে এসব টুকরো বিস্ময়, অনুভূতি গুলো খুব প্রয়োজন। ভালো লাগা রইলো কবিতায়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

স্পর্শিয়া বলেছেন: তারপর বিস্ময়গুলি নিয়ে বেঁচে থাকা। বিস্ময়গুলি হারিয়ে গেলেই বেঁচে থাকার সাধ ফুরিয়ে যাবে।
ধন্যবাদ হাসান মাহবুব।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

নিয়ার বলেছেন: সুন্দর! ভালো লেগেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

স্পর্শিয়া বলেছেন:

অসংখ্য ধন্যবাদ নিয়ার। শুভকামনা।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

রাবেয়া রাহীম বলেছেন: আমার বিস্ময়গুলি আমি প্রত্যহ বুনে চলি,
নক্সিকাঁথার জমিনে;
সোনামুখী সুই আর রঙ্গিন সুতোর ভাঁজে
লাল নীল, সবুজ নক্সাগুলি,
ফুঁড়ে ফুঁড়ে তুলি!


অপূর্ব কথার গাঁথুনি মালা দিয়ে সাজানো কবিতা পড়তে বেশ লেগেছে । শুভেচ্ছা রইল কবি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাবেয়া রাহীম। শুভকামনা রইলো।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবু
আমার বিস্ময়গুলি আমি রোজ সেলাই করি,
আটকে রাখি,
নক্সিকাঁথার মাঠে,
প্রতি ফোঁড়ে ফোঁড়ে গেঁথে রাখি
আমার হারিয়ে যাওয়া বিস্ময় দিনগুলি....


অসাধারণ কিছু পংতি !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ গিয়াসউদ্দিন ভাই।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১

এস কাজী বলেছেন: বাপরে কি কবিতা!!!! কিছু কিছু শব্দ তো মনে হল প্রথম শুনলাম #:-S

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ এস কাজী কবিতাটা পড়ার জন্য।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: স্পর্শিয়া ,




আপনার বুনে চলা বিস্ময়গুলিতে বিস্ময়ে অভিভুত ।
অনুভুতিগুলো ভোঁতা খঞ্জর নয় , সোনামুখী সুইয়ের মতো তীক্ষ্ণ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আহমেদ জি এস ভাই। শুভকামনা রইলো।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৫

রুদ্র জাহেদ বলেছেন:
আমার বিস্ময়গুলি আমি প্রত্যহ বুনে চলি,
নক্সিকাঁথার জমিনে;
সোনামুখী সুই আর রঙ্গিন সুতোর ভাঁজে
লাল নীল, সবুজ নক্সাগুলি,
ফুঁড়ে ফুঁড়ে তুলি!

পড়তে বেশ ভালো লাগল।খুব সুন্দর কবিতা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

স্পর্শিয়া বলেছেন: অংসখ্য ধন্যবাদ রুদ্র জাহেদ। অনেক ভালো থাকুন।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনবদ্য শব্দের গাঁথুনিতে জীবনের অব্যক্ত গভীর অনুভূতিগুলোর অপূর্ব প্রকাশ। ভালো লাগা, সাথে ++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

স্পর্শিয়া বলেছেন: সুন্দর এই মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ কথার মালা। ভাল লাগল আর অফুরন্ত শুভেচ্ছা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৫

স্পর্শিয়া বলেছেন: অনেক ধন্যবাদ সুজনভাই। ভালো থাকবেন।

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

বিজন রয় বলেছেন: সুন্দর, একটি সুন্দর কবিতা।
++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৮

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

নিমগ্ন বলেছেন: ভাল কবিতা। তবে আপনার মানের কবিতা নয়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৯

স্পর্শিয়া বলেছেন: এ লেখা আমার লেখা আর আমি লিখলে তো আমার মতনই হবার কথা। আমার কবিতা আমার মানেরই হবে।

২১| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০২

লাল পিপড়ে বলেছেন: জীবন টা নকশিকাঁথা হলে মন্দ হতো না , ইচ্ছেমত সেলাই দিয়ে সাজিয়ে নেওয়া যেত! !

আপনি অনেক ভালো লেখেন

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৮

স্পর্শিয়া বলেছেন: থ্যাংকস লালপিড়ে।

২২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭

ফারিহা নোভা বলেছেন: খুবই খুবই সুন্দর, একরাশ মুগ্ধতা রইল।

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ ফারিহা!

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০০

প্রতিফলন বলেছেন: ইর্ষা X(
অনেক ভাললাগা থাকলো

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

স্পর্শিয়া বলেছেন: ঈর্ষা কেনো!

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: কিশোরীর উড়ে যাওয়া বেনী,
কিশোরের শার্টের
একটা বোতাম,
হৃদয়ের ধুকপুক, মন উচাটন!
-- খুব সুন্দর হয়েছে এ ক'টা চরণ। ভাল লেগেছে।
একটি সাজু আর একটি রুপাই......
আর একটি ফুরিয়ে যাওয়া নক্সিকাঁথার মাঠ....
-- কবিতার চমৎকার সমাপ্তি!
বেশ স্নিগ্ধ একটা আবেশ রেখে গেল। মন আচ্ছন্ন করা কবিতা।

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ।

আর কিছুই বলার নেই।

২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: আপনি আর লিখছেন না কেন?

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

স্পর্শিয়া বলেছেন: এই যে আবার লিখছি।

২৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++++++
একদম অসাধারন লেখা, খুব গভির অর্থবহুল, মুগ্ধতা ।

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

স্পর্শিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো।

২৭| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:১৮

নাগরিক কবি বলেছেন: খুব সুন্দর। + আপনার লেখা গল্প আগে পড়েছি। :) খুব ভাল। বলিষ্ঠ কলম বুঝা যায়। B-)

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.