নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম একজন অলস ব্লগারের খেরোখাতায়।

বঙ্গভূমির রঙ্গমেলায়

ভালবাসি বাংলাদেশকে।

বঙ্গভূমির রঙ্গমেলায় › বিস্তারিত পোস্টঃ

যারা ব্লগিং ভালবাসেন তাদের জন্য সকল বাংলা ব্লগিং সাইট একসাথে!!!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

আপনারা যারা বাংলা ব্লগ ভালবাসেন তাদের জন্য আজকে নিয়ে এলাম বাংলাদেশের সকল বাংলা ব্লগ গুলোর একটি লিস্ট। তাই দেরি না করে এখুনি দেখে নিন বাংলাদেশের জনপ্রিয় বাংলা ব্লগগুলো ।



আপডেট করা হবে...................।



বাংলা ব্লগ গুলোর লিস্ট



সামহোয়ারইন



বায়োস্কোপ ব্লগ



মুক্তমনা বাংলা ব্লগ



বিডিনিউজ২৪



প্রথম আলো ব্লগ



আমার ব্লগ



টিউনমেলা



টেকটিউনস



সচলায়তন



মুক্তাঙ্গন



সাহিত্য.কম



আমাদের কথা



গণিত পাঠশালা



প্রজন্ম ফোরাম



টিউনার পেজ



আমাদের কথা



চতুমার্তিক



নাগরিক ব্লগ



সোনার বাংলাদেশ



নীড় পাতা



বিজ্ঞান ও প্রযুক্তি



আইটেক বাংলা



আমাদের প্রযুক্তি



আমার বর্ণমালা



আমরা বন্ধু



বিসর্গ



মৌমাছি



টিউটোরিয়াল বিডি



টেকটুইটস



প্রতিক



আমার ঠিকানা



আড্ডা ব্লগ



ওপেস্ট



একুশে ব্লগ



কফি হাউজের আড্ডা



টেকনোলজি টুডে ব্লগ



নীলাঞ্চল



পিস ইন ইসলাম



বকলম



বাংলা দুনিয়া



বিবর্তন বাংলা



বলতে চাই স্বপ্নের কথা



মুক্তব্লগ



রংমহল



এসি এম সলভার



ক্যাডেট কলেজ ব্লগ



জীবন যাত্রা



ত্রিভূজ নেটওয়ার্ক



নৃ



বিজ্ঞানী



লোটাকম্বল



শব্দনীড়



সবুজের কলতান



স্বাস্থবাংলা



সিনেমা পিপলস



প্রযুক্তি নিয়ে খেলা



বিবর্তন



সরল পথ



সদালাপ



বাংলা আই



বাংলা দুনিয়া



সবকিছু



সাতকানিয়া ব্লগ.কম



ব্লগবন্ধু



বাংলা ব্লগ



ব্লগকরি



আইডি ফোরাম



কৃষি ব্লগ



অন্য দৃষ্টি



অনুকাব্য



অন্তরনামা



আমার ঠিকানা



টেকনোলজি টুডে ব্লগ



টেকনোলজি বেসিক



বিডি ইয়ার্ন টিপস



টেকব্লগ.কম



বেশতো.কম



অন বাংলাদেশ.অর্গ



সবশেষে অনুসরণীয় ব্লগার আরজুপনি আপুর ব্লগ

আশাজাগানিয়া ব্লগ









মন্তব্য ৭৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

খেয়া ঘাট বলেছেন: ওরেব্বাস এতো বাংলা ব্লগের মিছিল =p~ =p~ =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: =p~ =p~ =p~ =p~=p~ =p~ =p~ =p~

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

shouravilu বলেছেন: বাংলা ভাষায় ইন্টারনেট থেকে আয়ের সঠিক উপায়, আয়ের কৌশল, অর্জিত অর্থ দেশে আনার উপায় ইত্যাদি বিষয় নিয়ে লেখা আমার এই ওয়েবসাইটির মূল উদ্দেশ্য হল এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেয়া ও দেশের আর্থিক অবস্থার পরিবর্তন করা।
http://bdearntips.hopblogs.com/

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনারটা লিস্টে দিয়ে দিলাম। ধন্যবাদ আপনাকে ভাল থাকুন।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাইজান, আমার techblog.com.bd টা কি এড করে দেওয়া যায়? :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অবশ্যই। দিয়ে দিলাম।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: আরও নতুন একটা টেক ব্লগ সাইট

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: লিস্টে সংযোজন করে দিলাম। ভাল থাকুন।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: বাহ চমৎকার । !:#P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

সুমন কর বলেছেন: গুড পোস্ট।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

ইমরান হক সজীব বলেছেন: http://www.beshto.com/ এইটা দেখুন পছন্দ হবেই, প্লিজ আপনি নিজেও একটু ঘুরে আসুন ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অবশ্যই। যদি আরও ভাল ব্লগিং সাইট থাকলে দেন।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

শাকিল ১৭০৫ বলেছেন: মচতকার ! মচতকার!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :):):):):)

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, হিউজ কালেকশন !
তবে আমি এই সামহোয়্যার ছাড়া আর কোনটায় কখনো যাইনাই, ইচ্ছাও নাই ||

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: নিজেকে ভাগ্যবান মনে করছি আপনার মন্তব্য পেয়ে।
আসলে সামহোয়্যারই বেস্ট। আমি সবগুলাতেই ঢু মারছি কিন্তু আইডি সামুতেই। সামুর প্রতি ভালবাসা তৈরী হয়ে গেছে।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
নিজেকে ভাগ্যবান মনে করছি আপনার মন্তব্য পেয়ে। ধূর এগুলা কি যে বলেন !!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনৈতিক কিছু বলি নাই । আমি আপনার একজন ফ্যান বলতে পারেন।
আপনার সব পোস্টই আমার পড়া।
পড়তে গিয়ে ভেবেছি আমি আপনার মতো এতো ভাল পোস্ট কবে দিতে পারব?
আর আপনি আমার অনুসারিত ব্লগার।
ভাল থাকবেন।

সবশেষে সহযোগীতা করবেন।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

আমি লিখতে চাই না বলেছেন: ওরে ব্বাস এত ব্লগ আছে! এ নিক কিছুতেই নতুন ব্লগারের হতে পারে না ।

পোস্ট প্রিয়তে রাখছি ভবিষ্যতে কাজে দেবে ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
আমিতো নতুনই এখনও সামুর অনেক কিছুই জানিনা।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

অরুদ্ধ সকাল বলেছেন:
মাঝে মাঝে কাজে লাগবে ভ্রাতা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: যাক তাহলে পোস্টটি সার্থক।
ধন্যবাদ।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭

জমরাজ বলেছেন: এত বাংলা বলগ আছে জানতামনাতো।

ধইন্যা লন।

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনােরও ধইণ্যা।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৪

আদম_ বলেছেন: অসাধারণ

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮

আকাশ১৩ বলেছেন: উপকারি পোস্ট :) :) :)

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :) :)

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৭

আরজু পনি বলেছেন:

ওপেস্ট আগে একটা ভালো বাংলা ব্লগ ছিল । কিন্তু আপনি অনুগ্রহ করে লিঙকটা চেক করে সরিয়ে দিতে পারেন । এখন চেক করে ভালো কিছু দেখলাম না বরং মন্দ কিছুই দেখলাম ।

আমার সাইটটি দেখে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ঠিকাছে আপু । সরিয়ে দিচ্ছি।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ধন্যবাদ পোস্টটার জন্য ;)

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনাকেও।

ভাল থাকবেন নাসিফ ভাই।

এবার সংকলন পোস্ট দিবেন তো?

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এতগুলো বাংলা ব্লগ...
তারপর আবার আপডেটও চলবে :|

২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মইনুল ভাই অবাক হইছেন মনে লয়!

এখানে তো কমই দিলাম বাংলা ব্লগ আছে।

এখানে মোটামুটি জনপ্রিয় ব্লগগুলিই দিলাম। :P


১৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৫

ভাম_বেড়াল বলেছেন: বর্ণপরিচয় ব্লগ এর খোঁজ পেলাম কয়েকদিন আগে।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দেখি লিস্টে দেয়া যায় কিনা। :P

২০| ২৭ শে জুন, ২০১৪ রাত ১১:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রিয়তে নিলাম। আমার মত যারা ব্লগিং ভালোবাসেন তাদের জন্য অনেক কাজের এই পোষ্টটার জন্য অনেক ধন্যবাদ। :)

২৮ শে জুন, ২০১৪ সকাল ৮:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা রইল।

২১| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:২৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আপনার প্রশ্নটা আসলে চোখ এড়িয়ে গেছিলো আমার , দুঃখিত ...
সংকলন আমি নিজেও মিস করছি .. :(
ইচ্ছা ছিলো মাঝে যে কয় মাস বাদ পড়লো মার্চের পরে, তার সবগুলো নিয়ে ত্রৈমাসিক মেগা সংকলন করবো ...
কিন্তু, জানেননই তো কতোটা সময়ের দরকার ...
সে সময়টা আর মেলাতে পারলাম না এমাসে! :(
জুলাইতে ইচ্ছা আছে ...

৩০ শে জুন, ২০১৪ দুপুর ১:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সংকলন বের করা বিশাল কষ্টসাধ্য ব্যাপার।

তবে আপনার সংকলনের প্রত্যাশায় রইলাম। এবার সংকলনটা মনে হয় বৈচিত্রময় হবে...

২২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

সোহেল সি এস ই বলেছেন: +++++++++++

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস ভাইয়া। :)

ভাল থাকবেন।

২৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫২

রাজিব বলেছেন: খুব ভাল একটি কাজ করেছেন। পারলে প্রতি মাসে একবার করে আপডেট দিয়েন। অনেকের কাজে লাগবে।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চেষ্টা থাকবে।

ধন্যবাদ সুন্দর মন্তব্যে অনুপ্রেরণা দেয়ার জন্য। :)

২৪| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৩:১২

কথার_খই বলেছেন: জনপ্রিয় একটি ব্লগের নাম বাদ পড়ে কি করে??
http://www.onbangladesh.org/blog/http://www.onbangladesh.org/blog/

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ জানাই তথ্য দিয়ে পোস্টটি সমৃদ্ধ করার জন্য।

২৫| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩১

লিখেছেন বলেছেন: hum...

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :( :(

২৬| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪১

In2the Dark বলেছেন: এইগুলার মদ্ধ্যে সবচেয়ে বেষ্ট কোনটা?

আর যেইটাই হোক, আমি মনে করি সব ব্লগারদের এভাবে ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটা ভাল ব্লগিং প্লাটফর্মে একত্রিত করা উচিত।

সেইদিক দিয়ে আমি মনে করি সামু সবচেয়ে বেষ্ট একটা প্লাটফর্ম।

২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমি আপনার সাথে একমত। :)

২৭| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৫

In2the Dark বলেছেন: আমি এই লিষ্টে দুইটা ব্লগকে বেষ্ট মনে করি।

১, সামহোয়্যার ইন ব্লগ (মুক্ত ব্লগিংয়ের জন্য )
২, টেকটিউনস (টেকি ব্লগিংয়ের জন্য )

২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রথম আলো ও মুক্তমনাও ভাল।

যদিও মুক্তমনা ব্লগ সাইটটি বিতর্কিত। ;)

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য্।
ভাল থাকবেন সবসময়। :)

২৮| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:২১

পুতুল আলতাব বলেছেন: খুবই ভাল লাগলো। প্রিয়তে নিলাম

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আন্তরিক ধন্যবাদ রইল। :)

শুভকামনা জানবেন।

২৯| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৫

নাহিদ রুদ্রনীল বলেছেন: দারুন পোষ্ট। এতোগুলো বাংলা ব্লগ আছে জানতামই না।

১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আন্তরিক ধন্যবাদ রইল। :)


এখনতো জানলেন।

৩০| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন:
সামু আর সচল বাদে সব ব্লগের এক্টিভিটি খুব সীমিত। সবাই মনে হয় ফেসবুকায় বেশি। ব্লগে মন কম, লাইকও কম।

১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আপনার সাথে সহমত।


এখন সবাই ফেসবুক জ্বরে আক্রান্ত।

ধন্যবাদ ভাল থাকুন। :)

৩১| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩

Shakhawyat Showrav বলেছেন: কাজে লাগবে ... প্রিয়তে .....

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভাই।

আপনার কাজে লাগলে সার্থক হবে। তবে লিষ্টের অনেক ব্লগিং সাইট বতমানে বন্ধ আছে।

৩২| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৮

আজাদী আকাশ বলেছেন: সুন্দর একটি পোস্টের জন্য লেখককে।ধন্যবাদ। আমার একটি ব্লগ আছে আইন সম্পর্কিত। যোগ করে দিলে কৃতজ্ঞ থাকবো। লিগ্যাল ভয়েস

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আন্তরিক ধন্যবাদ আপনাকে।

আপনার ব্লগটি এড করে দিচ্ছি।

৩৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আমারও একটি ব্লগ আছে। :)
https://bookwormbangladesh.blogspot.com/

১০ ই জুন, ২০১৮ সকাল ১০:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ভাই।

সামুর টেকনিকাল সমস্যার জন্য ব্লগটি এড করে দিতে পারছি।

সমস্যার সমাধান হলে আপনার ব্লগটি এড করে দিবো। ধন্যবাদ ।

৩৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেশির ভাগ ব্লগই মৃতপ্রায়।

১০ ই জুন, ২০১৮ সকাল ১০:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: একদম সত্য কথা বলেছেন আশরাফুল ভাই্।

কেমন আছেন। অগ্রীম ঈদ মুবারক। :)

৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

sksojib বলেছেন: আমারও একটি ব্লগ আছে। http://www.study24tips.com/

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার ব্লগটি ঘুরে দেখি আগে। তারপর লিস্টে দিয়ে দিব।

২৮ শে মে, ২০১৯ সকাল ১০:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ সহযোগীতার জন্য। :)

৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

মীর সজিব বলেছেন: জনাব, এই গরীবের একটি ব্লগ রয়েছে। আপনার পোস্টে কি তা অবস্থান পাবে?
মীর চ্যাপ্টার
www.mirchapter.com

৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুনেছিলাম কারো বাড়ীতে আগুন লাগলে - সুযোগ সন্ধানী পড়শি চান্সে আগুনে আলুটা পুড়ে নেয় :P :-/ :-B
হা হা হা

যদিও আপনার পোষ্টে অনেক পুরানো ২০১৪ সালের!
তাও চলমান ইস্যুর টাইমিং প‌্যাচে পড়ে গিয়ে কথাটা মনে আসলো আর কি;)


২৮ শে মে, ২০১৯ সকাল ১০:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
১০০% সত্য :D

আগাম ঈদ মোবারক প্রিয় ব্লগার।

৩৮| ২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৫

সুজানা কন্দক বলেছেন: অনেক লম্বা লিস্ট, ধন্যবাদ। আমার দেখা enBangla সাইটিও বেশ ভাল লেগেছে!

২৮ শে মে, ২০১৯ সকাল ১০:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ও আগাম ঈদ মোবারক ভাই। :)

৩৯| ২৮ শে মে, ২০১৯ সকাল ১০:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দেইখা এবং প্রিয়তে লইয়া গেলাম...

খিকজ B-))

২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
থ্যাংকু থিংকু :D

আগাম ঈদ মোবারক ভাই।

অনলাইনে খুব কম থাকি তাই আগাম জানাইয়া রাখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.