নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম একজন অলস ব্লগারের খেরোখাতায়।

বঙ্গভূমির রঙ্গমেলায়

ভালবাসি বাংলাদেশকে।

বঙ্গভূমির রঙ্গমেলায় › বিস্তারিত পোস্টঃ

হাই স্পীড ফটোগ্রাফি: থমকে যাওয়া সময়ের চমকে দেওয়া প্রতিচ্ছবি

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫২





ওপরের ছবিটি দেখুন। বিস্ফোরণে ভেংগে চুরমার হয়ে গেছে একটি ফুলদানির নিচের অংশ। কিন্তু ওপরের অংশটি সটান দাঁড়িয়ে আছে–কাত হয়ে পড়ে যায়নি। এমনকি এতে রাখা ফুলপাতাও অক্ষত। সময় যেন থমকে আছে এখানে। আসলে ফুলদানির নিচের অংশ ঠিক যখন বিস্ফোরিত হয়েছে, সময়ের সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম মুহূর্তে ছবিটি তোলা হয়েছে–এর ওপরের অংশটি কাত হয়ে পড়ে যাওয়ার আগেই। যে প্রযুক্তিতে এই ছবিটি তোলা হয়েছে, তার নাম উচ্চ গতির চিত্রগ্রহণ বা হাই স্পীড ফটোগ্রাফি।

সময়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে, এক সেকেন্ডের শত কিংবা সহস্রতম ভগ্নাংশে ঘটে যাওয়া ঘটনা, যা খালি চোখে ধরা পড়ে না–এরকম ঘটনার ছবি তোলাই হাই স্পীড ফটোগ্রাফির কাজ। উচ্চ গতির ছবি তোলার এই ধারণাটি নতুন নয়। বরং আলোকচিত্রশিল্পের প্রায় জন্মলগ্ন থেকেই এর চর্চা শুরু হয়েছিল। ১৮৭৮ সালে এডওয়ার্ড মব্রিজ নামে একজন ইংরেজ চিত্রগ্রাহক সর্বপ্রথম পর পর কয়েকটি ক্যামেরা বসিয়ে দ্রুত ধাবমান ঘোড়ার ছবি তোলার পরীক্ষা চালান। ঘোড়া দ্রুত ছুটে চলার সময় কখনও এর চারটি পা-ই মাটি ছেড়ে শুণ্যে উঠে যায় কিনা–এটি বের করাই ছিল তাঁর পরীক্ষার উদ্দেশ্য। দিনে দিনে উচ্চ গতির ছবি তোলার প্রযুক্তি অনেক উন্নত হয়েছে এবং আলাদা হাই স্পীড ক্যামেরা ও আনুষাংগিক যন্ত্রপাতি তৈরি হয়েছে। মব্রিজের তোলা সেই কালজয়ী প্রথম ছবিটি দেখুন নিচে:



হাই স্পীড ফটোগ্রাফির মৌলিক বিষয় হচ্ছে, ক্যামেরার উচ্চতর শাটার স্পীড। শাটার স্পীড বেশি হলে ছবির মানও ভাল হবে। এছাড়া আলোর অবস্থা (স্ট্রোব লাইটিং), ক্যামেরার এপারচার সাইজ এবং আইএসও স্পীডও ভাল ছবি তোলার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ামক। আরও কিছু কারিগরি বিষয় রয়েছে, যার আলোচনা এখানে প্রাসংগিক নয়। কেউ বিস্তারিত জানতে চাইলে দেখতে পারেন এখানে

এবার দেখা যাক, হাই স্পীড ফটোগ্রাফির বিষয়বস্তু কী কী। অতি উচ্চ গতিবিশিষ্ট বুলেট বা গুলির গতিপথ চিত্রায়ন করা এই ফটোগ্রাফির একটি জনপ্রিয় বিষয়। বন্দুকের ছুটন্ত গুলি খালি চোখে দেখা অসম্ভব হলেও হাই স্পীড ক্যামেরায় তা সহজেই ধরা পড়ে। নিচে দেখুন একটি পিস্তলের গুলি কীভাবে একটি তাসকে দ্বিখণ্ডিত করে বেরিয়ে গেছে। অথচ তাসের ওপরের অংশটি তখনও পড়ে যাওয়ার সময় পায়নি!



অতি উচ্চ গতিবিশিষ্ট গুলির আরও কিছু ছবি দেখুন নিচেঃ













ছলকে ওঠা তরলের ছবি উচ্চ গতির চিত্রগ্রহণের আরেকটি জনপ্রিয় বিষয়। নিচে দেখুন ছলকে ওঠা পানির ফোঁটা আবার মিলিয়ে যাওয়ার আগেই কীভাবে ধরা পড়েছে হাই স্পীড ক্যামেরায়।



কফিতে ঢেলে দেওয়া দুধ মিশে যাওয়ার আগে শিল্পিত রূপ নিয়েছে নিচের ছবিতেঃ



তারপর দেখুন ছলকে ওঠা রঙিন তরলের শিল্পিত সৌন্দর্য:



নিচের অসাধারণ ছবিটিতে দেখুন, শাওয়ারের পানি লোকটির মাথায় পড়ার পর সারা গায়ে ছড়িয়ে পড়ার ঠিক আগে কেমন ছাতার আকার নিয়েছে।



বিভিন্ন বস্তুর বিস্ফোরিত হওয়ার বা ভেংগে টুকরো টুকরো হয়ে যাওয়ার মুহূর্তও চিত্রায়িত করে থাকে হাই স্পীড ফটোগ্রাফাররা। যেমন, ভেংগে চুরমার হয়ে যাওয়া গবলেটের টুকরোগুলো ছড়িয়ে পড়ার ঠিক আগের মুহূর্তটি দেখুন নিচের ছবিতে।



নিচের ছবিতে হাওয়ায় ভেসে থাকা বুদবুদ আঙুলের খোঁচায় ভেংগে মিলিয়ে যাওয়ার ফুরসত পায়নি তখনও:



ভেংগে যাওয়া বস্তুর আরও কিছু ছবি দেখুন:









ফেটে যাওয়া পানিভর্তি বেলুন হাই স্পীড ফটোগ্রাফারদের আরেকটি প্রিয় বিষয়। নিচে অসাধারণ কিছু ছবি দেখুন। প্রথম ছবিতে সুপারসনিক গতিবিশিষ্ট একটি গুলি পানিভর্তি বেলুনে আঘাত করার মুহূর্তটি ধরা হয়েছে:



গুলিটি বেলুনের একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বের হওয়ার ঠিক আগের মুহূর্তটি ধরা পড়েছে পরের ছবিতে। বেলুনটি পুরোপুরি ফেটে গিয়ে ভেতরের পানি তখনও ছড়িয়ে পড়তে পারেনি।



পরের ছবিটি আরও অসাধারণ। সুঁইয়ের খোঁচায় বেলুন ফেটে গেছে, কিন্তু ভেতরের পানি তখনও পড়ে যায়নি, বরং বেলুনের আকৃতি ধরে রেখেছে।



নিচের ছবিটির কোন তুলনা হয় না। ফেটে যাওয়া বেলুনের আর কোন অস্তিত্বই নেই, কিন্তু ভেতরের রঙিন পানি তখনও এর আকৃতি ধরে রেখেছে–ছড়িয়ে পড়ার আগেই ক্যামেরায় ধরা পড়েছে।



বিভিন্ন ক্ষেত্রে হাই স্পীড ফটোগ্রাফির প্রয়োগ রয়েছে। বিশেষ করে, ভৌত গবেষণায়, সমরাস্ত্র গবেষণা ও নির্মাণে, বিজ্ঞাপনচিত্র তৈরিতে এবং ক্রীড়া সাংবাদিকতায় এটি বহুলভাবে ব্যবহৃত হয়। আর শিল্পমাধ্যম হিসেবেও আলোকচিত্রীদের কাছে এর বেশ কদর রয়েছে–ওপরের বেশির ভাগ ছবিই তার প্রমাণ।

ফুলের ছবি দিয়ে শুরু করেছিলাম। আবার ফুলের ছবি দিয়েই শেষ করছি:



এই হল হাই স্পীড ফটোগ্রাফি বা উচ্চ গতির চিত্রগ্রহণের একটি সচিত্র বিবরণ। আশা করি সবার কাছে ভাল লাগবে।



তথ্যসূত্র : টেকটিউনস।

মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর!!

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ।

আপনার প্রোফাইল নেমটা অনেক সুন্দর।

২| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৩

নিরীহ বালক বলেছেন: ফাটাফাটি জিনিস =p~

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনার ভাল লাগলে ভালা।=p~=p~=p~

৩| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১০

বটবৃক্ষ~ বলেছেন:



দারুন একটি বিষয় তুলে এনেছেন!! :)

অনেক কিছু জানলাম!!
শুভেচ্ছা~~~

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।

আপনার কাজে লাগলে আমার পরিশ্রম সার্থক।

ভাল থাকুন নিরন্তর।

৪| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২২

সুফিয়া বলেছেন: সত্যি অবিশ্বাস্য মনে হয় ছবিগুলো দেখলে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমিও আপনার মতো প্রথম দেখে অবাক ও মুগ্ধ হয়েছিলাম।

ধন্যবাদ আপনাকে ব্লগটি পড়ার জন্য।

৫| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৯

মদন বলেছেন: +

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমা! কি দেখাইলেনগো!!!!!! :)

দারুন !

ক্যামেরার কাজ সম্পক্কে তো বললেন- ক্যামরা নিয়া সংক্ষেপ কিসু বললেননা যে!!!!


+++++++++++++++++++++++

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রথমেই ধন্যবাদ আপনাকে কস্ট করে পোস্টটি পড়ার জন্য।

ক্যামেরা নিয়া ইচ্ছা করেই লিখি নাই।

শূধু ছবি নিয়া লেখা।

৭| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ফাটাফাটি জিনিস

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ অভি ভাই।

৮| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৬

মামুন রশিদ বলেছেন: আপনার প্রতিটা পোস্ট সুন্দর, তথ্যবহুল, পরিশ্রমী । খুব যত্ন নিয়ে লিখেন আপনি । কিন্তু ঘন ঘন পোস্ট দিলে পাঠকের অস্বস্তি হয় । পাঠকের নিঃশ্বাস নেবার সময় দরকার, একটা লেখা পড়ার পর রিলাক্স দরকার হয় ।

আপনার লেখা ভাল লাগে, তাই কথাটি বললাম । আশাকরি অন্যভাবে নিবেন না ।

শুভ কামনা । ব্লগিং হোক আনন্দময় ।

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মামুন ভাই আপনাদের মতো সিনিয়র ব্লগারদের কাছে আমার এইটুকুই চাওয়া ভাল একটা উপদেশ।

শুধু যে পোস্টে কমেন্ট করবেন তা নয়।

আপনারা আমাদের ব্লগিয় অভিভাবকের মতো।

কিভাবে ব্লগিং করলে ভাল হবে তা প্রতিনিয়ত্ই আমাকে জানাবেন।

আপনার পরামর্শ আমি মনে রাখলাম এবং এখন থেকে মেনে চলব।

আপনি বলেছেন : আশাকরি অন্যভাবে নিবেন না । কখনোই না এটাতো আমার পরম পাওয়া।

সবসময় পাশে থাকবেন।

৯| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

চুক্কা বাঙ্গী বলেছেন: হাই স্পীড ফটোগ্রাফীর মত লো স্পীড/ স্লো শাটার ফটোগ্রাফীও অসাধারন হয়। ভূতুড়ে ইফেক্ট তৈরি করতে স্লো-শাটারের কোন তুলনা হয়না।
ছবিগুলা মারত্তক। ভালো লাগলো।

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনার কথার পূর্ন সমর্থন করছি।


ভালো লেগেছে বলে খুশি হলাম।


ভাল থাকুন সবসময়।

১০| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

আছিফুর রহমান বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ।

১১| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

আলী খান বলেছেন: ভাল লাগল.....

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ।

১২| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: দারুণ কিছু ছবি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ বিবা।

ভাল থাকবেন সবসময়।

১৩| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৩

এম এ কাশেম বলেছেন: সুন্দর।

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকু।

১৪| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:২৭

রাসেলহাসান বলেছেন: অসাধারন! চমৎকার চমৎকার! :)

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:০৬

বেলা শেষে বলেছেন: Beautiful Photography, organised good work , useable Hightech photoshop works...so on ....
you had asked me for new post , if you can time manage- you may visit us....

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ বেলা শেষে প্রতিনিয়ত সাথে থাকার জন্য।

নতুন পোস্টের ব্যাপারে এখনও কিছু বলতে পারছি না।

ব্যস্ত সময় পার করছি। আর ভাল কোনো লেখা পেলে দিব।

গল্প লিখছি এটা আগামী পোস্টে দেয়ার ইচ্ছা আছে।

১৬| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬

নিশাত তাসনিম বলেছেন: সবগুলো ছবিই দেখার মতো। অতি উচ্চ গতিবিশিষ্ট গুলির ছবি এবং বেলুনের ছবি গুলো খুব সুন্দর । পোস্টে ভালো লাগা ।

১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনাকে ব্লগে পেয়ে আমি আনন্দিত।

ভাল নিরন্তর।

আপনার লেথার অপেক্ষায় থাকলাম।

১৭| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৭

নিশাত তাসনিম বলেছেন: আপনার লেথার অপেক্ষায় থাকলাম। :| :| :| :|

অলরেডি নতুন পোস্ট দিয়ে দিয়েছি ? B:-) B:-) B:-)

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ।

আপনার পোস্টটা পড়ে আসলাম।

যথারীতি একরাশ ভালালাগা।

১৮| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
জোসস !

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস ইমরাজ ভাই।

আপনার মন্তব্য আমার অনেক ভাল লাগে।

সবার থেকে আলাদা।

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৬

জমরাজ বলেছেন: দৃষ্টি নন্দর পোস্ট।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ জমরাজ।

২০| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫

বভেট বলেছেন: বুদবুদ এর ছবিটা বেশই ভাল লাগলো। বাকিগুলোও সুন্দর।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ পোস্টটি পড়ার জন।

২১| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫

বভেট বলেছেন: বুদবুদ এর ছবিটা বেশই ভাল লাগলো। বাকিগুলোও সুন্দর।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ পোস্টটি পড়ার জন।

২২| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬

bakta বলেছেন: সবগুলো ছবিই দেখার মতো। খুব ভালো লাগলো।

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম।

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

একা স্বপ্নীল পথিক বলেছেন: সেরাম পোস্ট, পোস্টে প্লাস এবং প্রিয়তে +++
এই টেকনিকের ব্যাপারে আরো লেখা আশা করছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ স্বপ্নীল পথিক পোস্টটি পড়ে অনুপ্রেরণা দেয়ার জন্য।

ভাল থাকবেন সবসময়...........

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯

যমুনার চোরাবালি বলেছেন: বাহ্‌, বেশতো!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.