নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম একজন অলস ব্লগারের খেরোখাতায়।

বঙ্গভূমির রঙ্গমেলায়

ভালবাসি বাংলাদেশকে।

বঙ্গভূমির রঙ্গমেলায় › বিস্তারিত পোস্টঃ

:-B :D ছবি চিত্রে ধাঁধা : সমাধানে যাচাই করুণ মেধা। বের করুন ছদ্মবেশী ১০ টি লুকানো প্রাণী :-B !:#P

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

আমাদের সকলের কাছেই প্রাণীজগতের বৈচিত্র্যময়তা বেশ রহস্যজনক। প্রত্যেকটি প্রাণীর মধ্যেই প্রকৃতির বুকে বেঁচে থাকার জন্য আলাদা আলাদা ধরণের বৈশিষ্ট্য রয়েছে। এই সকল বৈশিষ্ট্যের কারণেই হয়তো এই সকল প্রাণী এখনো প্রানীগত থেকে বিলুপ্ত হয়ে যায়নি। প্রাণীদের এইসকল বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে ছদ্মবেশ ধরার বৈশিষ্ট্য অর্থাৎ ক্যামোফ্লেজ নেয়ার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের মাধ্যমে প্রাণেরা প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে। এরকমই ১০টি প্রাণীর ছবি নিয়ে আমাদের আজকের এই ফিচার। দেখুন তো খুঁজে বের করতে পারেন কিনা এই প্রাণীগুলোকে, ধরতে পারেন কিনা এদের ছদ্মবেশ। যদি পারেন তো বুঝতে হবে ভীষণ তীক্ষ্ণ আপনার দৃষ্টি! তো শুরু করা যাক-





(১) প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছেন তাতে কোন প্রাণিটি রয়েছে তা কি বুঝতে পারছেন? এবার খুঁজে বের করুন তো।



(২) আমরা সকলেই জানি কিছু প্রাণী রঙ বদলায়। এই ছবিতে কোন প্রাণী আছে ও কোন রঙ ধারন করেছে বলুন তো।



(৩) ছোট ছোট পাথর ছাড়া আর কিছু কি নজরে পড়ছে? একটু ভাল করে খুজে দেখুনতো।



(৪) অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকেও যদি এই গাছের গুঁড়িতে কোন কিছুর দেখা না মেলে তবে কিন্তু বলা যাবে না আপনার চোখ খারাপ। তবু ছদ্মবেশী প্রাণীটির প্রশংসা করতেই হবে।



(৫) এই ছবিটিতে কিছু কি আদৌ দেখা যাচ্ছে? এখান থেকে কোন প্রাণী খুঁজে বের করা আসলেই দুষ্কর।



(৬) এই সুন্দর দুটি ফুলে কোন প্রাণী/ পোকা দেখতে পান কিনা? যদি দেখে থাকেন তবে বের কোথায় ?



(৭) শুকনো পাতা ভেবে যেন ভুল করবেন না। এই ছবিতেও লুকিয়ে আছে একটি প্রাণি। বলুন দেখি প্রাণিটি কি?



(৮) প্রায় ৬০% মানুষজন এই ছবিতে কোনো প্রাণি খুঁজে পান না। দেখুন তো আপনি পান কিনা। যদি পান তবে আপনার দৃষ্টি ৪০% মানুষের মতো তীক্ষ্ণ।



(৯) এই ছবিতে বালুর ওপর কি দেখা যাচ্ছে তা বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়।



(১০) কি সুন্দর একটি সবুজ একটি পাতা দেখা যাচ্ছে তাই নয় কি? কিন্তু ভালো করে লক্ষ্য করুন তো পাতাটি। কিছু কি দেখতে পাচ্ছেন?



আপনারা খুজে বের করে প্রাণীগুলোর নাম ও অবস্থান জানান। উত্তর দেয়া হবে তখন মিলিয়ে নিবেন। :)

মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

লেখোয়াড় বলেছেন:
সবগুলাই বুঝলাম।
ভাল পোস্ট, আগেও আপনার এমন একটি পোস্ট ছিল।
সেটা আরো জটিল ছিল।

অনেক ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রিয় লেখোয়াড় ভাই দেখি প্রথম হয়ে গেলেন।

আসলে অনেকদিন কাজের ব্যস্ততায় ব্লগ থেকে দূরে ছিলাম। সময় দিতে পারছিলাম না। তাই কোন রকমে এ পোস্টটি দাড় করালাম।

সু্ন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ লেখোয়াড় ভাই।

ভাল থাকুন নিরন্তর।

২| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

আসিফ করিম শিমুল বলেছেন: চিত্র ১: ব্যাং
চিত্র ২: গিরগিটি
চিত্র ৩: মাছ
চিত্র ৪: মাকড়সা
চিত্র ৭: ঘাস ফড়িং
চিত্র ৮: পাখি
চিত্র ৯: অক্টোপাস

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনার চোঁখ ও মেধার প্রশংসা করছি। :)
ভাল খাকুন নিরন্তর।

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: 1. ব্যাঙ
2. গিরগিটি
3. রূপচাঁদা
4. মাকড়শা
5. তেলাপোকা
6. ঘাসপোকা
7. ফড়িং
8. ঈগল
9. অক্টোপাস
10. বিচ্ছু/ক্যটারপিলার
:-B

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মাশআল্লাহ!!! আপনার চোখতো দেখি ভালই তীক্ষ্ণ!!!! :-B

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১

তূর্য হাসান বলেছেন: প্রকৃতি কত না রহস্যময়। সুন্দর পোস্ট। ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আসলেই প্রকৃতি অনেক রহস্যময়।

সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ তূর্য ভাই। :)

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মনিরুল হাসান বলেছেন: পোকাগুলোর স্বাস্থ্য দেখে হাসি আসছে। :)

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার হাসি পাইছিল।:)

৬| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

নীল ভোমরা বলেছেন: জটিল সব ক্যামোফ্ল্যাজ!

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: লাজুক ছেলে...... বলেছেন: আমার শইলডা যুদি এমুন করতে পাততাম.. বিনা টিকটে চাকিব কানের ছুবি দেকতাম।


মন্তব্যে ধন্যবাদ জানবেন।

৭| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৬

খাটাস বলেছেন: বাহ সবাই আমার মতই ভাল চোখের :!> :D
সব গুলোই বুঝছি। ভাল পোস্ট। +++ :)

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কেমন আছেন ভাই?

মন্তব্যে ধন্যবাদ জানাই।

শুভকামনা থাকল আপনার জন্য।

৮| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০০

হাসান মাহবুব বলেছেন: ৪, ৮ আর ১০ পারি নাই। চমৎকার পোস্ট।

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চেষ্টা করেন হাসান ভাই। :)

অনেক ধন্যবাদ ভাই।

৯| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!

ব্লগার বিদ্রোহী ভৃগুের চোখ বেশ ভাল।

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ভাই।

ভাল থাকুন নিরন্তর।

১০| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫২

প্রবাসী পাঠক বলেছেন: এবারের ছবির ধাঁধাঁ সহজ হয়ে গেছে। সব কয়টাই পেরেছি।

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আত্মপ্রসাদী হইয়েন না সামনে আরও কঠিন ধাঁধা অপেক্ষা করতাছে। :)

প্রস্তুত থাকেন।

শুভকামনা প্রবাসী ভাই। :)

১১| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার!

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

ভাল থাকবেন।

১২| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০১

সোহানী বলেছেন: আরে আমার চোখতো দেখি মাশাল্লাহ্ ভালো.... সবই তো খুজেঁ পেলাম ! কি বলেন... দারুন ছবির জন্য ++++++++++++

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পোস্টটা আপনার জন্যই দিলাম সোহানী আপু। :)

ধন্যবাদ সুন্দর মন্তব্য ও প্রেরণার জন্য।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৪

লাজুক ছেলে...... বলেছেন: আমার শইলডা যুদি এমুন করতে পাততাম.. বিনা টিকটে চাকিব কানের ছুবি দেকতাম

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আল্লাহ যেন আপানর নেক মকছুদ পূরণ করে। :P :P

১৪| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৮

জামান শেখ বলেছেন: ভালো লাগলো

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১

খাটাস বলেছেন: ভাল আছি ভাই। আপনি কেমন আছেন?
এবারের ধাঁধাঁ কিন্তু বেশ সহজ ছিল, সবাই পেরেছে।
আরও কঠিন কিছু দিয়েন পরের বার।
শুভ কামনা থাকল।

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আল্লাহর রহমতে আমিও বেশ ভাল আছি। :)
পরের বার অবশ্যই আরও কঠিন ধাঁধাঁ দেয়ার চেষ্টা করব।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২০

জাফরুল মবীন বলেছেন: বুদ্ধি আর বিনোদনের সমন্বিত এরকম পোস্ট মাঝে মাঝে আপনার নিকট থেকে আশা করছি।ধন্যবাদ আপনাকে।

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ মবীন ভাই আপনার অকৃত্তিম অনুপ্রেরণার জন্য্।

চেষ্টা করব ভাই মাঝে মাঝে এরকম পোস্ট দেয়ার।


শুভকামনা রইল আপনার জন্য। :)

১৭| ২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২২

মামুন রশিদ বলেছেন: বেশিরভাগই পারছি, ন্যাটজিও'র রেগুলার দর্শক :)

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই। :) :)

১৮| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩

ডি মুন বলেছেন: অনেকগুলো পারছি আর অনেকগুলো পারি নাই।

তবে ৮ নাম্বারটা যে পাখি সেটা বুঝতে পেরেছিলাম। কিন্তু ৪ নাম্বারে মাথা আউলা হয়ে গেছিল।

দারুণ পোস্ট । ++++

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ডি মুন ভাই। :)

ভাল থাকুন নিরন্তর।

১৯| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৯

বশর সিদ্দিকী বলেছেন: সবগুলাই পাইছি

২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মাশল্লাহ!!!! :) :) :)

২০| ২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: সবগুলো দেখতে পেয়েছি।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাহ!!! :) !

২১| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস কান্ডারি ভাই :)

২২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
আমার চোখের নজর তো দেখি ভালোই ;)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কেমনে বুজতাম কোন উত্তরইতো দেন নাই। :P

আগে উত্তর দেন। ফরে দেহুমনে। :-P

২৩| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও অসাধারণ। একটা কথাই মনে হচ্ছে , আল্লাহ্‌র কি কুদরত !

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ওয়াও অসাধারণ। একটা কথাই মনে হচ্ছে , আল্লাহ্‌র কি কুদরত !

২৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

একজন ঘূণপোকা বলেছেন:
এই লন উত্তর

1. ব্যাঙ
2. গিরগিটি
3. রূপচাঁদা
4. মাকড়শা
5. তেলাপোকা
6. ঘাসপোকা
7. ফড়িং
8. ঈগল
9. অক্টোপাস
10. বিচ্ছু

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :#> :P

২৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অনেক জটিলতা।


+++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পুরাই মাথা নস্ট B-)

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:) :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :) =p~

২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্‌ দারুন তো! উত্তরগুলা দেখে নিলাম...আগেই, তাই উত্তর দিচ্ছি না! অবশ্য সবগুলো পারতাম ও না!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্ত্যবের জন্য। :)

আমার ব্লগাবাড়িতে আপনাকে মাঝে মাঝে আসার আমন্ত্রন রইল।

শুভেচ্ছা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.