নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম একজন অলস ব্লগারের খেরোখাতায়।

বঙ্গভূমির রঙ্গমেলায়

ভালবাসি বাংলাদেশকে।

বঙ্গভূমির রঙ্গমেলায় › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে বইমেলায় বইতো কিনলেন কিন্তু সংরক্ষণ করবেন কিভাবে? তবে জেনে নিন বই সংরক্ষণে করণীয় কী কী :D

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:০০





মাত্রই শেষ হল অমর একুশে বইমেলা। আমরা অনেকেই মেলায় ঘুরে পছন্দের বই কিনেছি।বই কিনে আমরা অনেকেই পড়ার পর সেটা কাউকে দিয়ে দেই বা বিক্রি করে দেই। আবার অনেকেই যে ধরনের বইই হোক না কেন কখনো সেটা হাতছাড়া করি না। বছরের বছর জমাতে থাকি। এভাবে জমাতে জমাতে বইয়ের যে বিশাল সংগ্রহ তৈরি হয় সেটা সামলানো এক ঝক্কির ব্যাপার। আর বই কিনলেই কি সব শেষ হয়ে গেল বইয়ের যত্ন ও সংরক্ষন করাওতো চাই। বইয়ের ঠিকমতো যত্ন না নিলে বা সংরক্ষণ না করলে এত শখের/ মূল্যবান বই নস্ট হয়ে যেতে পারে অথবা পোঁকায় খেয়ে নিতে পারে।



দীর্ঘদিন পর তাক থেকে কোন বই নামিয়ে মন খারাপ হয়ে যেতে পারে। আমাদের দেশের আবহাওয়ায় বইয়ের প্রধান শত্রু পোকা।



ব্যক্তিগত বই ঠিকমত সংরক্ষণ করতে কিংবা ব্যক্তিগত পাঠাগার গড়ে তুলতে কিছু নিয়ম মেনে চললে ভালো।



স্থান নির্বাচন



ঘরের যে কোন জায়গায় বই রাখা গেলেও নিরিবিলি এবং শান্ত পরিবেশ রয়েছে এমন স্থান নির্বাচনের চেষ্টা করতে হবে। সবচেয়ে ভালো হয় পাঠাগারের জন্য আলাদা এটি কক্ষের ব্যবস্থা করতে পারলে। সেখানে যাতে বসে পড়ার ব্যবস্থা থাকে সেটাও নিশ্চিত করতে হবে।



বই রাখা



• বই রাখতে আলমারি বা বুক শেলফ তো লাগবেই। বড় তাকে ছোট বই রাখলে জায়গার অনেক অপচয় হয় তাই বইয়ের ধরন বুঝে প্রয়োজনীয় সংখ্যক বুক শেলফের ব্যবস্থা করতে হবে।

• সরাসরি সূর্যের আলো বা তীব্র আলো ব্লিচিং বা বিরঞ্জন ক্রিয়ার জন্য দায়ী। কাজেই বইয়ে সংগ্রহশালাটি উজ্জ্বল আলো থেকে দূরে রাখতে হবে।

• ধূলাবালি এড়ানোর জন্য বেশি খোলামেলা কক্ষ পরিহার করা দরকার। প্রয়োজনে আলো ও ধূলাবালি এড়ানোর জন্য জানালা বন্ধ রাখতে হবে।

• পোকামাকড় এড়ানোর জন্য নিমপাতা, ন্যাপথালিনসহ অন্য কীটনাশক ব্যবহার করা যেতে পারে। তবে সেক্ষেত্রে আঙ্গুলে লালা লাগিয়ে পাতা উল্টানো যাবে না।



বই সাজানো



বই পাগল পাঠকদের বই সাজাতে হয় না। বই যত বিশৃঙ্খলভাবেই থাকুক না কেন কোন বইটি কোথায় সেটা ঠিকমত জানা থাকে তার। তবু বই সাজিয়ে রাখলে ভালো। বিশেষ করে অন্যদের সুবিধা।



• বই বিষয়ভিত্তিকভাবে সাজানো যেতে পারে। আবার সংগ্রহের সময় বা লেখকের নামানুসারে সাজানো যেতে পারে।

• বইয়ে সংগ্রহটা বড় হয়ে গেলে ক্যাটালগিং পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। ক্যাটালগিং এর সফটওয়্যার ছাড়াও কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে এ ধরনের সেবা বিনে পয়সায় পাওয়া যায়। এরকরম কয়েকটি সাইট:http://www.librarything.com , http://www.shelfari.com ,http://www.reader2.com



তাপমাত্রা ও আর্দ্রতা

তাপমাত্রা ২১ ডিগ্রী সে. এর ওপরে এবং আর্দ্রতা ৬৫% এর বেশি হলে ছত্রাক আক্রমণের সম্ভাবনা বাড়ে। আবার আর্দ্রতা খুব কম হলে বইয়ের পাতা মচমচে হয়ে ভেঙ্গে যেতে পারে। যে কক্ষে বই রাখা হচ্ছে সে কক্ষের তাপমাত্রা ১৬-২১ ডিগ্রী সে. এর মধ্যে থাকা উচিত। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থাকলে ভালো।



বইয়ের যত্ন



• আমাদের অনেকেরই বইয়ের পাতা মোড়ানো বা ভাঁজ করার অভ্যাস আছে, এটা ক্ষতিকর। বাজারে আঠাযুক্ত বুকমার্ক কিনতে পাওয়া যায়, এগুলো কিংবা কাগজের টুকরো ব্যবহার করা যেতে পারে।

• বিছানায় শুয়ে বা আধা শোয়া অবস্থায় বই পড়লে যাতে বাঁধাই এর কোন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।



বই পড়া



• পুরো কক্ষে উজ্জ্বল আলোর ব্যবস্থা না করে কেবল টেবিলে টেবিল ল্যাম্পের ব্যবস্থা করলে বইয়ের ক্ষতি কম হবে।

• আরামদায়ক পাঠের জন্য চেয়ার-টেবিলের উচ্চতার অনুপাত গুরুত্বপূর্ণ। এজন্য উচ্চতা পরিবর্তন করা যায় এমন চেয়ার হলে ভালো।



পোকা আক্রান্ত হলে



• পোকা আক্রান্ত বই দ্রুত আলাদা করতে হবে যাতে অন্য বই আক্রান্ত না হয়।

• আক্রান্ত বইটি রোদে দিয়ে পোকামুক্ত করার চেষ্টা করতে হবে। প্লাস্টিক প্যাকেটে মুড়ে ডিপ ফ্রিজে রাখলেও পোকা মরে যায়।



তথ্যসূত্র : ইন্টারনেট ও বিভিন্ন ওয়েবসাইট।

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


আমার সহজ সংরক্ষণ পদ্ধতি, বইগুলো উপহার হিসেবে দিয়ে দিই।

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

হা.হা. মজার মন্তব্য করলেন ভাই। তবে এটাও একটা ভাল সংরক্ষন। নিজেকে কোন কষ্টই করতে হয় না। উপহার যে পায় তাকেই সংরক্ষন করতে হয়।

ভাল থাকবেন ভাই।

২| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট।

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ হাসান ভাই। :)

আপনার মন্তব্য আমার কাছে সবসময় প্রেরণা।

৩| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:১০

ব্যক্তিগত ফ্যান্টাসি বলেছেন: ভালা লিখচেন।

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

থ্যাংকু, থ্যাংকু। :)

৪| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট ধন্যবাদ

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ ও শুভেচ্ছা রইল প্রামানিক ভাই।

ভাল থাকুন সবসময়।

৫| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: চমৎকার একটা পোস্ট কোন সন্দেহ নাই। বই আসলেই সংরক্ষণ করা উচিৎ। পড়া যেমন গুরুত্বপূর্ণ, দীর্ঘ দিন বইয়ের সাহচর্য পেতে এর সংরক্ষণও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিৎ।
অনেক ভালো লাগলো পোস্টের বক্তব্য। ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ বিদ্রোহী বাঙালী ভাই চমৎকার মন্তব্যের জন্য এবং সবসময় পাশে থেকে অনুপ্রেরণার জন্য। :)

ভাল থাকবেন ভাই।

৬| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৪

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর একটি বিষয় নিয়ে লেখা।

ভালো থাকুক বই।

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুক বই। আপনিও ভাল থাকুন সবসময়।

৭| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৭

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!

অামার কাছে ১৯৬০ সালের বইও অাছে। বাবার বই। পরে অামরা (ভাই-বোন) মিলে সংগ্রহ করছি। কিছু বই নষ্ট হয়ে গেছে এবং কিছু হচ্ছে। বই নষ্ট হলে খুব খারাপ লাগে। স্থায়ী বাসা ছাড়া বই সংগ্রহ করাটা খুব ঝামেলার।

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:


ভাল লাগল আপনার বাবার মতো আপনারা বই সংগ্রহ করেন জেনে । এভাবে প্রত্যেকটা পরিবারেই যদি বই সংগ্রহের ধারা বা ছোট একটা ব্যক্তিগত লাইব্রেরী থাকত তাহলে আমাদের সমাজটা ও সমাজের মানুষগুলোর মনটাও আরও সুন্দর হত। আসলেই বই নষ্ট হওয়াটা খুব কষ্ট লাগে। তবু সাধ্যমতো চেষ্টা করেবেন বই ভাল রাখার।

ধন্যবাদ ও শুভেচ্ছা সুমন ভাই। ভাল থাকুন আপনার পরিবার সহ । সবসময়।

৮| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৭

চয়ন কুমার কুনডু বলেছেন: অনেক উপকারী ভালই লাগলো

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ ভাই।

আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম।

৯| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩১

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার পোস্ট

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই।

১০| ০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৫:১১

নাসরিন চৌধুরী বলেছেন: ভালই বলেছেন--আসলে কিন্তু আমরা সংরক্ষনের বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেইনা তবে অবশ্যই গুরুত্ব দেয়া প্রয়োজন।

ধন্যবাদ পোষ্টটির জন্য।
ভাল থাকবেন।

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আপনাকে অনেক ধন্যবাদ নাসরিন আপু অনুপ্রেরণামুলক মন্তব্যের জন্য।

আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন আপু।

১১| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৪

জাফরুল মবীন বলেছেন: গুরুত্বপূর্ণ ও কাজের পোস্ট!

ধন্যবাদ ভাই আপনাকে উপস্থাপনের জন্য।

অফুরন্ত শুভকামনা জানবেন। :)

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার সবসময় পাশে থাকার জন্য।

ভাল থাকুন নিরন্তর। :)

১২| ০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

এনামুল রেজা বলেছেন: একটা হেল্পফুল পোস্ট। প্লাস.. ++ :)

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

১৩| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। অনেক উপকারী পোস্ট। আমরা অনেকে সঠিকভাবে বই সংরক্ষন করতে পারি না। আমারো কিছু বই নষ্ট হয়ে গেছে।

০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ রাজপুত্র সবসময় পাশে থাকার জন্য।

আপনি ঠিকই বলেছেন আমরা সঠিকভাবে বই সংরক্ষণ করতে পারি না। তা্‌ই বই নষ্ট হয়ে যায়্। আবার আমাদের অনেকেরই বইয়ের প্রতি ভালবাসা নেই। তাই সংরক্ষনে তেমন কোন গুরুত্ব দেয়া হয় না্। ফলে বই নষ্ট হয়।

শুভেচ্ছা জানবেন ভাই।

১৪| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

বিয়ের দ্বিতীয় বছরে বই রাখার জন্যে একটি আলমারি উপহার পেয়েছিলাম। তারপর থেকে আমি নিজেই কিনে চলছি আলমারি...ইচ্ছে আছে দেশের বাড়িতে একটি পাঠাগার করার । দেখা যাক কী হয়...

পোস্টটা অসাধারণ লাগলো ।
প্রিয়তে...

০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৮:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দেশের বাড়িতে পাঠাগার করার স্বপ্ন সফল হোক। আপনাকে অনেক ধন্যবাদ আপু একটি সুন্দর সিদ্ধান্তের জন্য। শহরের মতো গ্রামে পাঠাগার নেই বললেই চলে। ফলে গ্রামের শিক্ষিত,স্বল্প শিক্ষিত মানুষদের বই পড়ার সুযোগ নেই বললেই চলে। তারা বইয়ের জ্ঞান আস্বাদন থেকে বঞ্চিত।

আপু আপনার মতোই আমিও আমার গ্রামে একটি পাঠাগার স্থাপনের জন্য সংগ্রাম করে যাচ্ছি। বঞ্চিত মানুষদের জ্ঞান আস্বাদনের সুযোগ দিতে। যাতে তারা নিজেদের জন্য জ্ঞান আহরনের পাশাপাশি দেশের জন্য কিছু অবদান রাখতে পারে। এখন ৮৪৭টি বই নিয়ে যাত্রা শুরু করেছে আমার পাঠাগার।

ভাল থাকবেন আপু ।

১৫| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ২:২৮

মহান অতন্দ্র বলেছেন: ভালো পোস্ট।

০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

১৬| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৭

বৃতি বলেছেন: উপকারী পোস্ট :) ভাল লেগেছে।

০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

আপনাদের একটুও যদি উপকারে লাগে তাহলে নিজেকে ধন্য মনে করব।

ভাল থাকুন নিরন্তর।

১৭| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২০

এহসান সাবির বলেছেন: কাজের পোস্ট।

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার কাজে লাগলে আমারও ভাল লাগবে সাবির ভা্‌ই। :)

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

১৮| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫০

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ার ইচ্ছা বহুদিন ধরে...............আপনার পোস্টটি একটু হলেও উৎসাহ দিল।

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার সুন্দর ইচ্ছাকে সালাম জানাই।

ইচ্ছা পূরণে এগিয়ে যান দৃপ্তপায়ে।

শুভেচ্ছা জানবেন।

১৯| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


অনেক দরিদ্র পাঠক আছেন, যাদের ঘুমানোর জায়গাটাও বেশ ছোট।

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :(

২০| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৭

কলমের কালি শেষ বলেছেন: খুব প্রয়জনীয় পোস্ট ।

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা সতত।

২১| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৭:১২

প্লাবন২০০৩ বলেছেন: সত্যিই অনেক গুরুত্বপূর্ণ ও কাজের পোস্ট, দেরীতে পড়া হোল এজন্য খারাপ লাগছে ।

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ ভাই।

ভাল থাকুন নিরন্তর।

২২| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আমার সহজ সংরক্ষণ পদ্ধতি, বইগুলো উপহার হিসেবে দিয়ে দিই।

গ্রেট।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হা হা উনার মন্তব্য গ্রেটই হয়।

ভাল থাকুন নিরন্তর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.