নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম একজন অলস ব্লগারের খেরোখাতায়।

বঙ্গভূমির রঙ্গমেলায়

ভালবাসি বাংলাদেশকে।

বঙ্গভূমির রঙ্গমেলায় › বিস্তারিত পোস্টঃ

♣♣♣ সামহোয়ারইন ব্লগ এর বই পোস্ট সংকলণ!!-এপ্রিল ২০১৫ (বই বিষয়ক সংকলন পোস্ট)♣♣♣

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪২



সামহোয়ারইন ব্লগে অনেক বিষয়ের উপরে সংকলন হচ্ছে কিন্তু বই বিষয়ক কোন সংকলণ পোস্ট চোঁখে পড়েনি তাই ভাবলাম আমি এ কাজটি করিনা কেন। তাহলে যেসব ব্লগার বই বিষয়ে লিখে থাকেন তারা বই বিষয়ক পোস্ট দিতে আর আগ্রহী হবেন। যেই ভাবা সেই কাজ। ডিসেম্বরে বই সংকলন বিষয়ক প্রথম পোস্ট ♣♣♣ সামহোয়ারইন ব্লগ এর বই পোস্ট সমগ্র!! (বই বিষয়ক সংকলন পোস্ট)♣♣♣ এবং দ্বিতীয়টি ফেব্রুয়ারীতে ♣♣♣সামহোয়ারইনব্লগ বই পোস্ট সংকলণ । :) ( অমর একুশে বইমেলা ও ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারী)♣♣♣ দেই তাতে সহব্লগারদের আগ্রহ ও সাড়া পেয়ে সংকলনটি নিয়মিত চালিয়ে যাওয়ার মনস্থির করি। তারপর সংকলনের কাজ করতে গিয়ে লক্ষ্য করলাম সামহোয়ার ইন ব্লগে বই বিষয়ক পোস্টের সংখ্যা খুবই কম। এ্ই প্রথম মনে হল মানুষ আ্স্তে আস্তে বই থেকে দূরে চলে যাচ্ছে এবং আগ্রহ হারাচ্ছে বই পড়ায়। আর এ সংকলনটি যদি সহব্লগারদের বই বিষয়ক পোস্ট দিতে একটুও উৎসাহিত করে তবে মনে করব আমি সঠিক পথে আছি।





আবারও প্রিয় ব্লগার আরজুপনি আপু অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায় ব্লগারদের লেখা প্রকাশের সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। ব্লগারদের লেখা আহব্বান করে তার পোস্টটি প্রথমেই দিয়ে দিলাম সকলের দৃষ্টি আকর্ষণের জন্য।

♣২০১৬ এর জাতীয় গ্রন্থমেলায় সামহোয়্যারইন-এর ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে বই। আপনার লেখাটিও সেই বইটিকে অলঙ্কৃত করতে পারে। ♣ আরজুপনি



কিভাবে লিখবেন বই রিভিউ? জানতে হলে পড়তে পারেন আরজুপনি আপুর এই পোস্টটি।

♣কিভাবে করবেন বই রিভিউ ♣





****সংকলণ****



০১-০৩-২০১৫

বুক রিভিউ: ডেথ কামস অ্যাজ দি এন্ড দ্যা বান্দর



০২-০৩-২০১৫

শার্লক হোমসের হারিয়ে যাবে একদিন শোভভভননন

গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের গল্পে মানবিকতা(Humanism of Gabriel Garcia marquez's stories)) রায়ান নূর



০৩-০৩-২০১৫

পাঠ প্রতিক্রিয়াঃ সহব্লগার ও লেখক সুফিয়া’র ভ্রমণ কাহিনী ভিত্তিক বই ‘নেপাল টু সংযুক্ত আরব আমিরাত’ বিদ্রোহী বাঙালি



০৫-০৩-২০১৫

অমর একুশে বইমেলায় বইতো কিনলেন কিন্তু সংরক্ষণ করবেন কিভাবে? তবে জেনে নিন বই সংরক্ষণে করণীয় কী কী :D বঙ্গভূমির রঙ্গমেলায়



০৬-০৩-২০১৫

শায়মার ‌‌'হৃদয়ে বাংলাদেশ' বই রিভিউ সেলিম আনোয়ার



০৯-০৩-২০১৫

বুক রিভিউঃনীলিমা ইব্রাহিমের "আমি বীরাঙ্গনা বলছি" সন্ধ্যা প্রদীপ



১৫-০৩-২০১৫

-।। পাঠ পরিক্রমায় "মেমসাহেব" -।। সকাল রয়



১৬-০৩-২০১৫

অনুবাদ গল্পঃ কয়েদির কাপড় (নাগিব মাহফুজ) প্রোফেসর শঙ্কু



১৭-০৩-২০১৫

বইটার নাম- 'লৌহকপাট' রাজীব নুর



১৮-০৩-২০১৫

'হাসান শান্তনুর বই ৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন' হাসান শান্তনু

কিঙ্কর আহ্সানের বই কিঙ্কর আহ্সান



২০-০৩-২০১৫

কাব্য অনুসরণ ঘুমখোর

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (এক) রাজীব নুর



২১-০৩-২০১৫

সাহিত্যপাঠ : জহির রায়হানের 'শেষ বিকেলের মেয়ে' সালমান মাহফুজ

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (দুই রাজীব নুর

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (৩য়) রাজীব নুর



২২-০৩-২০১৫

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (চার) রাজীব নুর



২৪-০৩-২০১৫

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (পাঁচ) রাজীব নুর

১৯৭১ঃ ভেতরে বাইরে-- মুক্তিযুদ্ধের এক ভিন্ন ইতিহাস অন্ধের যষ্ঠী



২৮-০৩-২০১৫

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (ছয়) রাজীব নুর



৩০-০৩-২০১৫

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (সাত)



৩১-০৩-২০১৫

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (আট) রাজীব নুর

» বইমেলা-২০১৫ (যে বইগুলো কিনেছি)-৪ কাজী ফাতেমা

বই প্রকাশের গল্প: চক্র পারভেজ রানা



০১-০৪-২০১৫

যুসেকের মেমেন্টোঃ দ্যা বুক থিফ এনামুল রেজা



০২-০৪-২০১৫

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (নয়)



০৩-০৪-২০১৫

বাংলা সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (দশ) শেষ পর্ব রাজীব নুর



০৪-০৪-২০১৫

ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (এক) রাজীব নুর



০৫-০৪-২০১৫

ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (দুই) রাজীব নুর



একটা বিষয় খেয়াল করলাম দিন দিন সামু তার আকর্ষণ হারাচ্ছে। কেন এমন হচ্ছে জানিনা। যেকোনো পোস্টে ব্লগারদের মন্তব্য উল্লেখযোগ্য হারে কমে গেছে। ভাল পোস্টে মন্তব্য নেই। আবার মন্তব্য দিলেও দেখা যায় অনেকের মন্তব্যের প্রতি উত্তর দিতে অনীহা। এটা কোন ভাবেই কাম্য নয়। প্রতি উত্তর না দেয়াটা আমার দৃষ্টিতে অশোভন। অনেক ভাল ভাল ব্লগার সামু ছেড়ে চলে গেছে এখনও যাচ্ছে। মন্তব্ পূর্বে প্রিয় ব্লগার জাফরুল মবীন ভাই ব্লগ ছেড়ে দিলেন। কান্ডারি অথর্ব, অপূর্ণ রায়হান ভাইদের পোস্ট ড্রাফটে। মামুন রশিদ ভাইকে ব্লগে পাই না।



আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন। পুরনো ব্লগারদের ফিরিয়ে আনতে কোন পদক্ষেপ গ্রহণ করবেন। সবশেষে সহব্লগারদের কাছে অনুরোধ আপনারা মন্তব্য বা আপনার মূল্যবান মতামত দিয়ে ভাল পোস্টের জন্য উৎসাহ দিন এবং খারাপ পোস্ট হলে সমালোচনা করুন এবং দিকনির্দেশনা দিন।




ছবি : গুগল।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৮

শামছুল ইসলাম বলেছেন: ভাল এবং প্রশংসনীয় উদ্যোগ। শুভ কামনা রইল।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ ভাই।

ভাল থাকুন নিরন্তর।

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১

কলমের কালি শেষ বলেছেন: সংকলণ পোস্ট বরাবরই ভাল হয় । এক সাথে অনেকগুলো ভাল পোস্ট পাওয়া যায় । তাই নতুন করে চোখ ভুলিয়ে বাদ পড়াগুলো পড়া যায় । পোস্টে মন্তব্যের পাশাপাশি মন্তব্যের প্রতিউত্তরের কথাটিও বলে দিতেন । অনেকে মন্তব্যের প্রতিউত্তর দেয় না । এইটা পাঠকদের জন্য বিব্রতকর । কারণ অনেক পাঠক সৃজনশীল মন্তব্য করে তাই তারা প্রতিউত্তরের আশা করে । আর যেহেতো প্লাটফর্মটি পাঠক লেখকের মিলনস্থল সেহেতো মন্তব্যের প্রতিউত্তরটাও সমানভাবে জরুরী আমার মনে হয় আরও বেশি জরুরী ।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পোস্টটি উপহার দেয়ার জন্য ।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

প্রতিউত্তর দেয়া প্রত্যেক ব্লগারের নৈতিক দায়িত্ব। প্রতিউত্তর না দেয়াটা অশোভন মনে করি ।

ধন্যবাদ প্রিয় ব্লগার সুন্দর মন্তব্যের জন্য।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩০

ফ্রস্ট বাইট বলেছেন: হুম. ++

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

থ্যাংকস ভাই।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৯

আরজু পনি বলেছেন:

বইয়ের সঙ্কলন পোস্ট দেখে খুব ভালো লাগছে।
আশা করি এই সঙ্কলনের কাজটি যদি নিয়মিত চালিয়ে যান তবে ব্লগাররা বই নিয়ে আরো বেশি বেশি পোস্ট প্রকাশ করতে অনুপ্রাণিত হবে।

যারা বই রিভিউ করতে চান তারা এই পোস্টটাতে চোখ বুলিয়ে নিতে পারেন... ♣কিভাবে করবেন বই রিভিউ ♣

আর হ্যাঁ, এই সুযোগে এখানেও বলে রাখি অনুপ্রাণনের ত্রৈমাসিক পত্রিকা (মে-জুলাই ২০১৫)র জন্যে লেখা জমা নেয়া হবে ১৪ এপ্রিল পর্যন্ত।
...

পরবর্তীতে আগামী বইমেলা২০১৬-য় ব্লগারদের ব্লগপোস্ট থেকে পাওয়া লেখা থেকে সঙ্কলন বই প্রকাশের ভাবনা চলছে যার জন্যে লেখা চেয়ে পোস্ট দেয়া হবে শিগগীরই।

অনেক শুভকামনা সহ পোস্ট প্রিয়তে ।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চেষ্টা করছি আপু নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য।

আপনার পোস্টটি সংযুক্ত করে দিচ্ছি।

ভাল থাকবেন আপু।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: +++

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ হামা ভাই। :)

৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো উদ্যোগ।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ কাভা ভাই। উদ্যোগটি সফল করতে আপনাদের সহযোগীতা কামনা করি।

ভাল থাকুন নিরন্তর।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৭

সুফিয়া বলেছেন: খুব খুব ভাল লাগল। অনেক শ্রম দিয়ে একটা সংকলন তৈরি করেছেন। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল আপনার জন্য।

আমার একটি বই (ভ্রমণ কাহিনী--নেপাল টু সংযুক্ত আরব আমিরাত) নিয়ে লেখা বিদ্রোহী বাঙালীর একটি লেখা স্থান পেয়েছে আপনার সংকলনে। সেজন্য খুব ভাল লাগছে।

অনেক অনেক ভাল থাকুন আপনি।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ আপু সু্ন্দর মন্ত্যবের জন্য।

বই বিষয়ক যেকোনে লেখাই এ সংকলনে স্থান পাবে।

শুভকামনা জানবেন আপু।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন সংকলন।

শুভকামনা রইলো। :)

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আন্তরিক ধন্যবাদ জানবেন শতদ্রু একটি নদী।

ভাল থাকুন নিরন্তর।:)

৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০

ঢাকাবাসী বলেছেন: সংকলন খুব ভাল লাগছে। হ্যাঁ মন্তব্যের উত্তর না পেলে পরে আর মন্তব্য করতে ইচ্ছে করেনা। আর পাঠকসংখ্যা তো কমছেই, মন্তব্য করাও কমছে। লক্ষন শুভ নয় তাইনা? ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

লক্ষণ খুবই খারাপ ঢাকাবাসী ভাই।

ভাল লেগেছে জেনে আনন্দিত। ভাল থাকুন সেই শুভকামনায়... :)

১০| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: উদ্যোগটা খুবই ভালো...।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই উৎসাহ দেয়ার জন্য।:)

শুভকামনা জানবেন।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

আমি সাজিদ বলেছেন: এতদিন এই পোস্ট চোখে পড়ে নি !!!

সোজা প্রিয়তে নিয়ে গেলাম।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বলেন কি!!! :-B

মন্তব্য ও প্রিয়তে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

ভাল থাকুন নিরন্তর সাজিদ ভা্‌ই। :)

১২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সঙ্কলন পোস্টে ভালোলাগা রইল। +++

শ্রমসাধ্য পোস্টের জন্য আপনাকে জানাই সাধুবাদ।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন। :)

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

প্লাস ও সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ বোমা ভাই। :D

শুভেচ্ছা নিরন্তর।

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

দীপংকর চন্দ বলেছেন: এধরনের পরিশ্রমী কাজগুলো ভীষণ শ্রদ্ধার জন্ম দেয়।

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আন্তরিক ধন্যবাদ জানুন দীপংকর দা।

আপনিও অনেক ভাল থাকুন। আর আমাদের সুন্দর সুন্দর লিখা উপহার দিন।

শুভকামনা সতত।

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৯

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার সংকলন।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ভাই।

ভাল থাকুন নিরন্তন।:((

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: শ্রমসাধ্য পোস্টের জন্য ++

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন রাজপুত্র ভাই।

ভাল থাকুন নিরন্তর:((

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন খারাপের ইমু কেন ভাই!?

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

মজা করলাম ভাই। :D

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬

সুমন কর বলেছেন: কাজটি করে যাচ্ছেন, বলে খুশি হলাম।

অার শেষের বোল্ড করা কথাগুলো যথার্থ বলেছেন।

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ সুমন ভাই।

ভাল থাকুন নিরন্তর। :)

১৮| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০২

আরণ্যক রাখাল বলেছেন: একটা বিষয় খেয়াল করলাম দিন দিন সামু তার আকর্ষণ হারাচ্ছে। কেন এমন হচ্ছে জানিনা। যেকোনো পোস্টে ব্লগারদের মন্তব্য উল্লেখযোগ্য হারে কমে গেছে। ভাল পোস্টে মন্তব্য নেই। আবার মন্তব্য দিলেও দেখা যায় অনেকের মন্তব্যের প্রতি উত্তর দিতে অনীহা। এটা কোন ভাবেই কাম্য নয়। প্রতি উত্তর না দেয়াটা আমার দৃষ্টিতে অশোভন। একমত
রাজিব নুরের রিভিউ ভালো লাগে বেশি। দারুণ কাজ তার। আমিও কয়েকটা করেছি কিন্তু দিতে পারিনি কেন জানি। আরেকটু অভিজ্ঞতা হলেই দেব

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: রাজিব ভাইয়ের রিভিউ দারুণ হচ্ছে।


আপনিও রিভিউ লিখুন। রিভিউ দিলেই অভিজ্ঞতা হবে। :)

শুভকামনা সবসময়।

১৯| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৬

প্রামানিক বলেছেন: প্রশংসনীয় কাজ। খুব ভাল লাগল। ধন্যবাদ

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রশংসার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।

শুভকামনা জানবেন।

২০| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:



আমি ১৯৭১ সাল থেকে ১টি বই পড়ে চলেছি; আমার কি হবে?

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বইটা আগে পড়ে শেষ করেন। তা নাহলে আপনারও কিছু হবে না পাশাপাশি এ্রই দেশটার জন্যও কিছু করতে পারবেন না। :)

শুভকামনা নিরন্তর চাঁদগাজী ভাই।

২১| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩

আমি তুমি আমরা বলেছেন: চমতকার উদ্যোগ।আশা করছি নিয়মিত চালিয়ে যাবেন :)

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ ভাই।:)

চেষ্টা করব নিয়মিত চালিয়ে যাবার জন্য।

২২| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৪

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

শুভেচ্ছা এহসান ভাই। :)

২৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৬

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আপনাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা।

ভাল থাকুন সবসময়।

২৪| ০৮ ই মে, ২০১৫ রাত ১:৪৪

তুষার কাব্য বলেছেন: দারুন সংকলন। দেরীতে আসলাম তাই আর কিছু বললাম না :)

০৮ ই মে, ২০১৫ সকাল ৯:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

কথা যত কম বলা যায় ততই ভাল। :P

২৫| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:২৭

টুম্পা মনি বলেছেন: অসাধারণ ্কাজ!!!!!!!

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুণ।

শুভেচ্ছা রইল। :)

২৬| ১৯ শে মে, ২০১৫ সকাল ৯:৪৪

জুন বলেছেন: অনেক বিষয় নিয়ে লিখেছি কিন্ত বই নিয়ে আজ পর্যন্ত কিছু লেখা হয়নি :(
আর এদিকে আমি কিনা বই পড়তে অসম্ভব ভালোবাসি ।
সুন্দর সংকলন পোষ্ট বংগভুমি :)
+

২৫ শে মে, ২০১৫ সকাল ৮:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আপনার লেখার অনেক ভক্ত আমি। আপু বই সংকলনে আপনার বই বিষয়ক লেখা দিতে পারলে নিজেকে ধন্য মনে করব। এবং সংলকলনটিও সমৃদ্ধ হবে।

সুন্দর মন্তব্যে অনুপ্রেরণায় আন্তরিক ধন্যবাদ। শুভেচ্ছা সতত।

২৭| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৯

রোদেলা বলেছেন: ্কোথাও যাই নি কিন্তু,সামুতেই আছি।সময়ের অভাবে লিখতে না পা্রলেও,পড়ছি।আর ভালো একটা সংকলন হোক এটা আমার পুরোন স্বপ্ন,ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

২৫ শে মে, ২০১৫ সকাল ৮:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ রোদেলা আপু। সুন্দর মন্তব্যের জন্য।

সামুতেই থাকুন। সময় বের করতে পারলে লিখুন।

ভাল থাকুন সবসময়। শুভেচ্ছা নিরন্তর।

২৮| ৩০ শে মে, ২০১৫ সকাল ১০:২৩

মাহমুদ০০৭ বলেছেন: বাহ ! চমৎকার পোস্ট ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন বঙ্গভুমি ভাই :)
প্রিয়তে নিলাম ।

০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:২০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।

আপনার প্রতি রইল ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৯| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:১৩

শাশ্বত স্বপন বলেছেন: বইয়ের সঙ্কলন পোস্ট দেখে খুব ভালো লাগছে।
আশা করি এই সঙ্কলনের কাজটি যদি নিয়মিত চালিয়ে যান তবে ব্লগাররা বই নিয়ে আরো বেশি বেশি পোস্ট প্রকাশ করতে অনুপ্রাণিত হবে

০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ ভাই আপনার অনুপ্রেরণাদায়ী মন্তব্যের জন্য।
চেষ্টা করছি নিয়মিত চালিয়ে যাবার কিন্তু ব্যস্ততার জন্য হয়ে উঠে না।

ভাল থাকুন নিরন্তর।

৩০| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:২৪

রিকি বলেছেন: ভাই অনুপ্রাণন পত্রিকায় এর মধ্যে এনামুল ভাইয়ের ০১-০৪-২০১৫
যুসেকের মেমেন্টোঃ দ্যা বুক থিফ এটা প্রকাশিত হয়েছে দেখলাম। :) :)

১৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ রিকি তথ্যটি দিয়ে পোস্টটি সমৃদ্ধ করার জন্য।

অভিনন্দন এনামুল ভাইকে।

ভাল থাকবেন । ঈদ মোবারক। উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

৩১| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:৫৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: সহব্লগার রিকি এর কল্যানে দেরী হলেও এই পোস্টের কথা জানতে পারলাম। সংকলন পোস্ট করা বরাবরই কষ্টসাধ্য কাজ এবং ফলাফলটাও মধুর। নিদেন পক্ষে একই জাতীয় পোস্টগুলো একসাথে পাওয়া যায়।


ভাল থাকুন নিরন্তন।

১৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাই । :)

ঈদ মোবারক।

৩২| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:৫০

রিকি বলেছেন: @ ইমতিয়াজ ১৩ ভাই ঃ এই যে ভাই অনুপ্রাণনের পেজে এইটা দেখেছিলাম ---




১৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আবার ধন্যবাদ রিকি ভাই। :)

৩৩| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার কাজ।

১৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। :)

ভাল থাকুন নিরন্তর। ঈদ মোবারক। !:#P

৩৪| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

২০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ এহসান ভাই। :)

আপনার প্রতি রইল ঈদের শুভেচ্ছা।

শুভকামনা নিরন্তর।

৩৫| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২২

আহমেদ জী এস বলেছেন:
বঙ্গভূমির রঙ্গমেলায় ,


বড় দেরী করে ফেলেছি বোধহয় লেখাটি দেখতে । ভালো ও প্রশংসার যোগ্য তো বটেই , সাথে ------
একটা বিষয় খেয়াল করলাম দিন দিন সামু তার আকর্ষণ হারাচ্ছে। কেন এমন হচ্ছে জানিনা। যেকোনো পোস্টে ব্লগারদের মন্তব্য উল্লেখযোগ্য হারে কমে গেছে। ভাল পোস্টে মন্তব্য নেই। আবার মন্তব্য দিলেও দেখা যায় অনেকের মন্তব্যের প্রতি উত্তর দিতে অনীহা। এটা কোন ভাবেই কাম্য নয়। প্রতি উত্তর না দেয়াটা আমার দৃষ্টিতে অশোভন। অনেক ভাল ভাল ব্লগার সামু ছেড়ে চলে গেছে এখনও যাচ্ছে।
এইটুকু আসলেই সত্য এবং এক অশনি সংকেত মনে হয় ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জী এস ভাই আমি আন্তরিক ভাবে দু:খিত মন্তব্যের উত্তর দিতে করলাম।

অনেক ব্যস্ত আছি ভাই। ব্লগে সময় দিতে পারছি না।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য । আামি আপনার সাথে একমত। কিন্তু এখন ব্লগে এসে জমজমাট দেখছি। আশাপ্রদ।

কেমন আছেন আপনি?

৩৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ পোস্ট
+++++++++++++++++++++

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই। :)

ভাল থাকুন।

৩৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

মুসাফির পথিক বলেছেন: Thanks for it.
Pls upload some kisor thiler book.
(Kisor, Robin & Musar goyenda kahini)


Thanks
Musafir Pothik

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনার অনুরোধ রক্ষা করার চেষ্টা করব।

ভাল থাকুন নিরন্তর।

৩৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সংগ্রহে রাখার মত পোষ্ট।
অনেক অনেক ধন্যবাদ।

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

আমার ব্লগাবাড়িতে আপনাকে স্বাগত জানাই।

ভাল থাকুন। শুভকামনা নিরন্তর। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.