নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মত আমি

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা

মাহামুদ রোমেল

মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

মাহামুদ রোমেল › বিস্তারিত পোস্টঃ

জাতীয় ঐক্য : একটি অন্ধকার বাস্তবতা

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

আমাদের প্রিয় স্বদেশ আজ বড় ক্রান্তি কাল অতিক্রম করছে। এই ক্রান্তি লগ্ন যেখানে আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন সেখানে তা না হয়ে আজ দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তরুন প্রজম্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ব হয়ে মানবতা বিরোধী যুদ্ধাপরাধী রাজাকারদের বিচারের দাবিতে রাজপথে নির্ঘুম রাত কাটাচ্ছে । অন্যদিকে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত-শিবির সেই যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে হরতাল জ্বালাও পোড়ও ভাংচুর বোমাহামলা খুন সংখ্যালঘু নির্যাতন সহ দেশব্যাপি ধ্বংসাত্বক তান্ডব চালাচ্ছে।



আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবী করে শত ব্যার্থতা সত্বেও তরুন প্রজম্ম সহ দেশের সিংহভাগ মানুষের প্রানের দাবীর সাথে একাত্ব হয়ে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারে প্রতিজ্ঘাবদ্ধ। অন্যদিকে নির্দলীয় তত্ত্বাবোধায়ক সরকারের দাবির মত নিজেদের ন্যায্য দাবিকে পেছনে ফেলে বিএনপি স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী রাজাকারদের মুক্তির দাবিতে আন্দোলনরত জামাত-শিবিরকে সমর্থন দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে রাজপথে নেমেছে।



তাই আমাদের কাছে এটা এখন স্পষ্ট যে দেশ আজ দুই ভাগে বিভক্ত। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং বিপক্ষে।



এমন পরিস্থিতিতে দেশের সাধারন মানুষ আজ উদ্বিগ্ন। উদ্বিগ্ন সুশীলসমাজ। সবার আশা বড় দুদল সংলাপে বসবে। আলোচনা করবে। দেশের স্বার্থে ঐক্যমতের মাধ্যমে আহুত সংকটের সমাধান করবে।



এখন প্রশ্ন হলো, ঐক্যমত কিভাবে হবে ? কে কাকে ছাড় দিবে ?

বিএনপি কি পারবে জামাত কে ছেড়ে মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে এসে দাঁড়াতে ?

নাকি আওয়ামী লীগ পারবে যুদ্ধাপরাধী প্রশ্নে বিএনপি কে তুষ্ট করতে ?

যদি নাই পারে তাহলে ঐক্যমত কিভাবে সম্ভব ?

আর ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির স্বার্থে গনবিরোধী কোন আপোস কি দেশের সাধারন মানুষ মেনে নিবে ?



আমরা এই প্রাজম্ম সংলাপ চাই। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দুই নেত্রীর ঐক্য চাই। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে ঐক্য চাই। স্বাধীনতা বিরোধী দল জামাত শিবির নিষিদ্ধের প্রশ্নে ঐক্য চাই। সুশাসন প্রতিষ্ঠার প্রশ্নে ঐক্য চাই। প্রতিহিংসা স্বার্থবাদী ধ্বংসাত্বক রাজনীতি পরিহারে ঐক্য চাই।



যুদ্ধাপরাধী এবং তাদের দল জামাত-শিবির প্রশ্নে বিন্দুমাত্র ছাড় জাতি বরদাশত করবো না। দুই লক্ষ মা বোনের ইজ্জৎ আর ত্রিশ লক্ষ শহীদের রক্তে রাঙ্গানো বাংলার পবিত্র মাটিতে স্বাধীনতা বিরোধীদের ছাড় দেয়ার প্রশ্নে কোন আপোস হতে পারে না।



জামাত শিবির দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়ে এই সোনার দেশকে পাকিস্থানের মত ব্যার্থ রাষ্ট্র বানাতে চায় । ধর্মের নামে মিথ্যা বলে ৭১ হায়ানাদের বাংলার মাটিতে পুঃন প্রতিষ্ঠিত করতে চায়। তারা দেশ বিরোধী শক্তি।৪২ বছর পরও তাদের চিন্তা চেতনার কোন পরিবর্তন হয় নি ।



৭১ পরাজয়ের প্রতিশোধ নিতে তারা বাঙ্গালীর ভাষা সাংকৃতির ঐতিয্য শহীদ মিনার ভেঙ্গেছে , জাতীয় পতাকায় আগুন দিয়াছে, ধর্মের নামে মসজিদে আগুন দিয়াছে , মন্দির ভেঙ্গেছে , কোরআন শরীফে আগুন দিয়েছে, হিন্দুদের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়াছে , পুলিশ হত্যা করেছে , হরতালের নামে চলন্ত গাড়িতে পেট্টল বোমা মেরে মানুষ হত্যার পরিকল্পনা করেছে , বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে , কৃষকের ক্ষেতের ফসল বিনষ্ট হরেছে , রেল লাইনের পাত উপড়ে ফেলে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেছে ।



আপোস তাদের সাথে ? না তাদের সাথে কোন আপোস হতে পারে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.