নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মত আমি

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা

মাহামুদ রোমেল

মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

মাহামুদ রোমেল › বিস্তারিত পোস্টঃ

ক্যাসাল থামাইয়া রাজপথে আহেন.......

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২

=>গত দুইদিন যাবৎ ফেসবুক এবং ব্লগসাইটগুলা দেইখা ব্যাপক মজা পাইতাসি। কিসু লোক যাদের পাসায় প্রজম্ম চত্ত্বরের ধুলা লাগে নাই কখনো, তেনারা আরাম কেদারায় বইস্যা কীবোর্ড চাপাইয়া ব্যাপক মজা লুটতাছেন। আন্দোলনের মূল মোটিভ ভুইলা কে হিরো আর কে ভিলেন তাহা উদ্ধার করিবার মহান গবেষায় রাতদিন কাটাইতাছেন। কতা শুইনা মনে অইতাসে জাগরনের ইজারা নিয়া নিসেন তেনারা। যেন যুদ্ধ শেষ......এখন রেজাল্ট নিয়া কাম্বাকাম্বি।



=>ভাইজানগরে কইতাসি..............ক্যাসাল থামাইয়া রাজপথে আহেন। এইডা জনতার আন্দোলন। আন্দোলনের ধরন ভিন্ন হইতে পারে। কিন্তু সকলের উদ্যেশ্যই এক এবং অভিন্ন। কাউকে ছোট বড় করে, নিজেরা কাদা ছোড়াছুড়ি করে চেতনার দাবিকে দুর্বল কইরেন না। ইতিহাস সাক্ষি দিবে কার কি অবদান। যেমন দিয়েছিল অতীতে।



=>বিজয় রাতারাতি আসে না..... পথ এখনো অনেক বাকি...... তারাদের মিছিলে সারথি হোন........ ভোরের সূর্যে সকলে একসাথে গা ভেজাবো....... ইনশআল্লাহ।



--আতিক মাহামুদ রোমেল

সদস্য, ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.