নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মত আমি

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা

মাহামুদ রোমেল

মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

মাহামুদ রোমেল › বিস্তারিত পোস্টঃ

শুব্রত শুভ নিখোঁজ.....কারন সে ব্লগার এন্ড অনলাইন এক্টিভিষ্টের সদস্য

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:২৭

ব্লগার এন্ড অনলাইন এক্টিভিষ্ট ''শুব্রত শুভ'' কে বাংলাদেশ সময় রাত ১১টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে তার হলের সামনে থেকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে গেছেন ৫/৬ জন অপরিচিত ব্যাক্তি। তারপর থেকে সুব্রত শুভর মোবাইল সংযোগ বন্ধ রয়েছে। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষন করছি।সুব্রত শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র। আমাদের একজন সহযোদ্ধা। সে শাহবাগ গণ জাগরণ আন্দোলনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত।



শুভ একদম গোড়া থেকেই জামাৎ-শিবিরবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। প্রগতিশীল এই ব্লগার সবসময়ই প্রতিক্রিয়াশীলতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলো সোচ্চার।



শাহবাগ আন্দোলনের এই কর্মীকে ধারণা করা হচ্ছে

হয় জামাৎ-শিবির তুলে নিয়ে গেছে

অথবা গোয়েন্দা সংস্থা।



এবার হয়তো সুব্রত শুভ খুন হয়ে যাবে। আমারদেশ পত্রিকা তাকে নিয়ে রসিয়ে রসিয়ে ফাঁদবে নাস্তিকতার 'স্ক্যান্ডাল'। তারপর, আরো একবার, একবার আমরা পাল্লা দিয়ে আস্তিক হয়ে উঠবো। ব্লগারদের তালিকা হবে, ব্লগ বন্ধ হবে, বাংলাদেশ হয়ে উঠবে কোন এক বিশেষ মতাদর্শের মানুষের অভয়ারণ্য। আর বাকিদের জন্য মৃত্যুকূপ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩০

দায়িত্ববান নাগরিক বলেছেন: Sushanta Das Gupta
Rasel Pervez ভাই রে ডিবি ধরে নিয়ে গেছে নিয়ে গেছে রাত ১১ টার দিকে। এইমাত্র ভাবী জানালো। আমার ধারনা Subrata Shuvo ও কে ডিবিই ধরে নিয়ে গেছে।

আমরা এই দুইজন এর আশু মুক্তি কামনা করছি।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩০

মুচি বলেছেন: কে এ????

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭

নয়ামুখ বলেছেন: সুব্রত শুভর পরিনতি ইলিয়াস আলী বা চৌধুরী আলমের মত হবেনা এটাই প্রত্যাশা করি

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

খায়ালামু বলেছেন: পাওয়া গেছে

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: Sushanta Das Gupta
Rasel Pervez ভাই রে ডিবি ধরে নিয়ে গেছে নিয়ে গেছে রাত ১১ টার দিকে। এইমাত্র ভাবী জানালো। আমার ধারনা Subrata Shuvo ও কে ডিবিই ধরে নিয়ে গেছে।
আমরা এই দুইজন এর আশু মুক্তি কামনা করছি।


দায়িত্ববান নাগরিকের মতই কথা বলছেন ভাই ।
এই ভাবে ভাবা উচিৎ, কুনো কিছু না জেনে কাউরে কিছু বলাটা ও দুসের।
জামাতের হুগায় বাঁশ দেন কুনো সমস্যা নাই, কিন্তু দাড়ি টুপি নিয়া কথা বলাটা কি ঠিক?

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২১

মাহামুদ রোমেল বলেছেন: এই পোস্টে দাড়ি টুপি নিয়া কোন কথা আছে ? বাংলা পড়তে পারলেতো এই সমস্যা হওয়ার কথা না ।

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৪

স্বাধীন শোয়েব বলেছেন: সরকার কি জামাতি হয়া গেলু নাকি? ডিবি অফিস দেখি জামাতিদের আখড়া হয়া গেলু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.