নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মত আমি

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা

মাহামুদ রোমেল

মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

মাহামুদ রোমেল › বিস্তারিত পোস্টঃ

অন্ন বস্ত্রের সংস্থান কিংবা আরাম আয়েশের জীবনেই যদি সার্থকতা হয়, তবে যুগে যুগে কেন এত আত্মবিসর্জন ? কেন এত রক্তদান ?

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

পৃথিবীতে কেউ কারো দায়িত্ব নিয়ে জম্মায় না।পারিবারিক সামাজিক রাষ্ট্রিয় কিংবা মানবিক মূল্যবোধ থেকে মানুষকে দায়িত্ব নিতে হয়। দায়িত্ব বিবেকবোধের ব্যাপার। এর মধ্যে স্বতস্ফুর্ততা থাকতে হয়। চাপিয়ে দেওয়া দায়িত্ব হচ্ছে এক ধরনের দাসত্বতা। আর দাসত্ব কখনোই কল্যান বয়ে আনতে পারে না।



জাতি হিসাবে আমাদের আছে বীরত্বগাঁথা ইতিহাস। যা আমাদের আত্মমর্যাদায় অধিষ্ঠিত করেছে। মাথা উঁচু করে বাঁচার প্রেরনা যুগিয়েছে বিশ্বের বুকে। অথচ ইতিহাসের দায় দীর্ঘশ্বাস ফেলছে আমাদের ঘাড়ে। যার ঋন শোধ করা হয়নি এখনো। অন্ন বস্ত্রের সংস্থান কিংবা আরাম আয়েশের জীবনেই যদি সার্থকতা হয়, তবে যুগে যুগে কেন এত আত্মবিসর্জন ? কেন এত রক্তদান ? আমরা কি সেই রক্তে ভেজা ইতিহাসের উওরসূরি নই ??



এখন সময় এসেছে। আমরা জানি আমাদের দায়িত্ব কি। বিবেক মাত্রই জানিয়ে দেয়, কি করতে হবে আমাদের। প্রয়োজন শুধু বিবেকের ভ্রুকুটির কাছে জিগ্গাসা। কি চাই আমি ?? কি করতে হবে আমার ? সময়ের স্রোতে গা ভাসানোর মধ্যে এক ধরনের আনন্দ থাকতে পারে। তবে কোন বাহাদুরি নাই। কারন স্রোত থেমে গেলেই নিজেকে অথৈ সমুদ্রে আবিষ্কার করতে হয়। যেখানে নিজের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। তাই প্রয়োজন আত্মজিগ্গাসা আর দায়িত্ববোধ।



আমরা প্রত্যেকে ভীন্ন ভীন্ন ভাবে হয়ত একেকটা বিন্দু। সম্মিলিতভাবে আমরাই আবার সিন্ধু হতে পারি। তখন হয়ত ইতিহাস অন্যভাবে লেখা হবে। আসুন আমরা ইতিহাস তৈরি করি। বিজয়ের সারথি হই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.