নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মত আমি

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা

মাহামুদ রোমেল

মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

মাহামুদ রোমেল › বিস্তারিত পোস্টঃ

তুমি যাবে ভাই, যাবে মোর সাথে........... আমাদের ছোট গাঁয়.......

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

তুমি যাবে ভাই,যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়

গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়।



পল্লীকবি জসিম উদ্দিন এভাবেই আমাদের আহবান করেছিলেন যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে ছায়াসুনিবিড় শান্তির নীড় গ্রামে ফেরার। গ্রাম হচ্ছে আমাদের শেকড়। হাজার বছরের বাংলার ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি গড়ে উঠেছে গ্রামকে কেন্দ্র করে। গ্রাম মানেই বিস্তৃর্ন জুড়ে সবুজের সমারোহ। গ্রাম মানেই সোনালী ধানের ক্ষেত, শিশির ভেজা দুর্বা ঘাসের মেঠো পথ, পাখিদের কলরব, বাউলের কন্ঠে গান।



গ্রাম মানেই বৈশাখী ঝড়ে আম কুঁড়াতে যাওয়া, জৈষ্ঠের খররোদে একমুঠো বীটপির ছায়া, বর্ষার থৈ থৈ জল, শরতের মাঠে কৃষকের মুখে ফসলের হাসি। গ্রাম মানেই হেমন্তের সোনালী ধানের নবান্ন, মায়ের হাতে শীতের পিঠাপুলি, বসন্ত প্রকৃতির নবযৌবন। গ্রাম মানেই কলসী কাখে আলতা পায়ে গাঁয়ের বধুর জলকেলি খেলা।



গ্রাম কখনো ছন্দ হয়ে উঠে এসেছে কবির কবিতায়, কখনো জল রঙের খেলায় মেতে উঠা শিল্পির ক্যানভাসে। কখনো বা গল্পের উপজীব্য হয়ে লেখকের খাতায় আবার কখনো সুর হয়ে গানের পাতায়। এভাবেই গ্রাম আমাদের শিল্প সাহিত্যকে করেছে সমৃদ্ধ, এনেছে সাংষ্কৃতিক উৎকর্ষতা।



আমাদের জাতীয় অর্থনীতিতে গ্রামের র‌য়েছে বিশাল অবদান। দেশের ষোল কোটি মানুষের প্রায় শতভাগ খাদ্যের জোগান আসে গ্রাম থেকে। গ্রাম থেকে আহরিত কাঁচামালে ঘুরে শিল্পের চাকা। সর্বোপরি গ্রামীন জনগোষ্ঠির ঘামঝরা শ্রমেই বিনির্মিত হচ্ছে সম্ভাবনার এক নতুন বাংলাদেশ।



দেশের মোট জনগোষ্ঠির সিংহভাগ এখনো গ্রামে বাস করে। এই বিশাল জনগোষ্ঠির ভাগ্যোন্নয়নের উপর নির্ভর করছে আমাদের জাতীয় উন্নয়ন। তাই একটি সূখি সমৃদ্ধশালী ও আধুনিক বাংলাদেশ গড়তে গ্রামকে আমরা কোন ভাবেই উপেক্ষা করতে পারি না।





মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

বোকামন বলেছেন:
সর্বোপরি গ্রামীন জনগোষ্ঠির ঘামঝরা শ্রমেই বিনির্মিত হচ্ছে সম্ভাবনার এক নতুন বাংলাদেশ।

হূম ..... ভাই গ্রামে যেতে ইচ্ছে করে। খুব সুন্দর করে লিখেছেন।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.