নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মত আমি

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা

মাহামুদ রোমেল

মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

মাহামুদ রোমেল › বিস্তারিত পোস্টঃ

মেঘ উড়ে যাবে, আঁধার কেটে যাবে রাত পোহালেই আসবে ভোর ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪

তোমরা ভাবছ সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কালো মেঘে ঢেকে গেছে আকাশ, এখুনি নামবে আধাঁর। ভাবছ আমরা পশ্চিম আকাশে শেষ বিকালের আলোর মত মিলিয়ে যাবো গোধুলীতে। হারিয়ে যাব মধ্যরাতের তারাদের মিছিলে। কিন্তু তোমরা জানো না, মেঘ উড়ে যাবে, আঁধার কেটে যাবে। রাত পোহালেই আসবে ভোর । আসবে রবির কর, সোনালী আলোয় ভরে উঠবে ভুবন, হাসবে পৃথিবী। তখন আবার আমরা হাসবো, তোমরাও হাসবে। আমরা এবং তোমরা মিলে স্বপ্ন বুনবো। নতুন করে সাজাবো আমাদের পৃথিবী। এই পৃথিবীতে সেই বেজম্মারা থাকবে না। কারন এই পৃথিবী তাদের নয়। তারা এর অস্তিস্ত কখনো স্বীকার করে নি। তারা এর জম্ম চায় নি। আমাদের পূর্বপুরুষদের রক্তে তাদের হাত রঞ্জিত। তাদের হিংস্র থাবার কালো দাগ এখনো বাংলার প্রতিটি পারতে পারতে অগ্নি শিখা হয়ে প্রজ্জলিত। সেই অনল কখনই নিভে যাবে না। সেই অনল নেভানোর সাধ্যি আমাদের কিংবা তোমাদের নেই। প্রজম্ম থেকে প্রজম্ম তা জ্বলবেই আর সেই অনলে পুড়ে কূঁড়ে কুঁড়ে তারা ধবংস হবে। তারপর আমরা এক হবো। তখন শুরু হবে নতুন পথ চলা.........

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৮

আতা2010 বলেছেন: যেসব হিন্দু জমিদাররা মুসলিম রাজা-বাদশাহদের ক্যাশিয়ার কিংবা ট্যাক্স আদায়কারী কর্মচারী ছিলো তারাই ছিলো পলাশী ষড়যন্ত্রের হোতা।

Click This Link

২| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯

আরজু পনি বলেছেন:

নতুন পথ চলার আশায় ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.