নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মত আমি

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা

মাহামুদ রোমেল

মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

মাহামুদ রোমেল › বিস্তারিত পোস্টঃ

সে শুধু ছুঁয়ে গেলো, ধরা দিলো না

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯

প্রেসক্লাবের সামনে ঘন্টাখানেক ধরে বসে আছি। বৃষ্টি আসছে। নবধারা জলে গা ভেজাবো। তার জন্য অপেক্ষা। কিন্তু কই বৃষ্টি! বাতাশে বৃষ্টির গন্ধ পাচ্ছি ঠিকই অথচ তার কোন খবরই নাই। শেষে বৃষ্টির দেখা না পেয়ে অভিমানে যেই বাসে উঠলাম দেখি টিপ টিপ পায়ে বৃষ্টি আসতে শুরু করেছে। ভাবলাম গাড়িতে যেহেতু উঠেই পড়েছি রমনায় গিয়ে সবুজ বৃষ্টি গায়ে মাখবো। সেই সাথে লেকের পানিতে বৃষ্টি পড়ার দৃশ্য দেখবো প্রানভরে। কিন্তু ততক্ষন কি আর এমনিই বসে থাকা যায়! বৃষ্টির ছোঁয়া তো নেয়া যায়। আমি হাত বাড়িয়ে বৃষ্টিকে স্পর্শ করলাম। আহ! কেমন নরম শীতল বৃষ্টি। তার এতটুকু আদুরে স্পর্শেই যেন আমার শত বর্ষের মরুময়তা কেটে গেলো। কিন্তু কে জানতো, শেষ পর্যন্ত এটূকূতেই আমাকে সান্তনা খুঁজতে হবে। ঠিক হলোও তাই। গাড়ি রমনায় আসতে আসতেই বৃষ্টি চলে গেলো। আর ছোট্ট অথচ অসামান্য স্পর্শ টুকু সান্তনা হয়ে এখনো আমার গায়ে লেগে রইলো...............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.