নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মত আমি

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা

মাহামুদ রোমেল

মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

মাহামুদ রোমেল › বিস্তারিত পোস্টঃ

পুলিশের হাত থেকে মুক্তি পাওয়ার লোমহর্ষক কাহিনী

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৬

দুই পিস বই (নগদ টাকায় কেনা), তিন পিস মালবরো সিগারেট আর একটা ভাঙা দিয়াশলাই নিয়া অবশেষে ধরা খাইলাম পুলিশের হাতে।



রাত সাড়ে এগারটা। হেঁটে বাসায় যাচ্ছি। ল্যাবএইড মোড়ে পুলিশের ভ্রাম্যমান চেকপোষ্টের সামনে পড়লাম। দেশ ও জাতির সেবায় নিবেদিত প্রান একজন মহান পুলিশ সদস্য আমার গতিরোধ করে সামনে দাঁড়ালেন। থানার হাবিলদার টাইপ কেউ হবেন। শরীর স্বাস্থ্য মাশআল্লাহ ব্যাপক। চোখে মুখে সন্দেহের চাপ। বললেন, এতো রাইতে কই যান? আমি কইলাম, বাসায় যাই।

বাসা কই?

-এইতো, সামনে।

হাতে কি?

-বই।

পকেট ফুলা ফুলা লাগতাছে, পকেটে কি?

-সিগারেটের প্যাকেট আর দিয়াশলাই।

দেখি, বাইর করেন......

আমি পকেট থেকে সিগারেট আর দিয়াশলাই বাইর কইরা দিলাম। হাবিলদার সাহেব সন্দেহজনক দৃষ্টিতে খুটিয়ে খুটিয়ে সিগারেটের প্যাকেট দেখলেন, নাকের কাছে নিয়া গন্ধ শুকলেন, ম্যাচ দেখলেন। তারপর বই দুটি হাতে নিয়া পাতা উল্টাইয়া দেখলেন। তিনি মনে হয় আশানুরুপ কিছু পান নাই (বেচারার চোখে মূখে হতাশার চাপ)। বললেন, কিসের বই এগুলা? আমি কইলাম, কাভার পেজে নাম লেখা আছে। (জওহরলাল নেহেরুর লেখা “পৃথিবীর ইতিহাস” অন্যটি বাট্রান্ড রাসেলের “রোডস টু ফ্রিডম”)

হাবিলদার সাহেব বই দুইটা আবার উল্টাইয়া পাল্টায়া দেখলেন। কি যেনো ভাবলেন। তারপর আবার ইন্টারভিউ,

এতো রাইতে বাইরে ঘুরেন কেন?

-ঘুরতাছি না, বাসায় যাচ্ছি।

এতক্ষন কই ছিলেন, কই থিকা আইসলেন?

-শাহাবাগ থেকে।

সেখানে কি?

-আড্ডা দিছি।

এতো রাইত পর্যন্ত আড্ডা দেয়া কি ঠিক! এখন রাস্তাঘাট ফাঁকা, যদি কোন অকারেন্স হয়?

-আপনারা আছেন বলেই তো সাহস পাই (এইটা ১০০% পাম)। আমাদের নিরাপত্তার জন্য রাত জেগে ডিউটি করতাছেন। কতো কষ্ট আপনাদের।

মুখে মৃদু হাসি দিয়ে- এইডাই আমাদের ডিউটি। কষ্ট তো হৈবৈ। বেশি রাইত বাইরে থাইকেন না। সময় ভালো না। যান বাসায় যান।

আমি মিষ্টি হাসি দিয়ে- আচ্ছা, ঠিক আছে। বেশি রাত থাকবো না। যাই, আসসালামুয়ালাইকুম।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১:০২

খেয়া ঘাট বলেছেন: আপনারা আছেন বলেই তো সাহস পাই (এইটা ১০০% পাম)। আমাদের নিরাপত্তার জন্য রাত জেগে ডিউটি করতাছেন। কতো কষ্ট আপনাদের।
=p~ =p~ =p~ =p~

২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১:৫২

মুসাফির... বলেছেন: আপনারা আছেন বলেই তো সাহস পাই (এইটা ১০০% পাম)। আমাদের নিরাপত্তার জন্য রাত জেগে ডিউটি করতাছেন। কতো কষ্ট আপনাদের।

৩| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৭

নেবুলাস_স্কাই বলেছেন: আপনি পাম দিয়ে যা বলেছেন,সেটাই সত্যি।
কারন,উনারা কষ্ট করে পরিবার রেখে আমাদের নিরাপত্তার জন্যেই সারা রাত জেগে ডিউটি করেন।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:১০

মাহামুদ রোমেল বলেছেন: হুম, ঠিক বলেছেন আপনি

৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:০৭

রাজিব বলেছেন: না ভাই এটা পাম না। সবার ছুটি আছে কিন্তু পুলিশের ছুটি নেই। আমরা যতটুকু শান্তিতে আছি তার পেছনে তাদের অবদান অনেক। ঢাকার মত কোটি লোকের শহরে আর ৫ হাজার পুলিশ বাড়াতে পারলে আমাদের রাতের নিরাপত্তা অনেক বৃদ্ধি পেত।
একজন ট্র্যাফিক পুলিশের কথা চিন্তা করুন। অনেকটা আমার দেশের চাষা কবিতার মতই। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আর শীতে কেঁপে তাদের কাজ করতে হয়।
সাধারণ পুলিশকে জীবনের মায়া ছেড়ে চোর ডাকাতদের মুখোমুখি হতে হয়। মরে গেলে সরকারের পক্ষ থেকে সামান্য ২-৩ লাখ টাকা এবং এরপর তার পরিবার অসহায়। প্রতিটি পুলিশ সদস্যের জন্য জীবন বিমা করা হোক এবং বিমার টাকা সরকার দিক।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:১৪

মাহামুদ রোমেল বলেছেন: হুম, সহমত। আমরা যতটুকু নিরাপদে আছি তা পুলিশ আছে বলেই।

৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:২৭

নূর আদনান বলেছেন: ১০০% পামটা ভালই দেছেন........
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৭

রসায়ন হরর বলেছেন: ভাই আপনি ত এক হাতের মধ্যেই উত্তর মেরু আর দক্ষিন মেরু নিয়া হাটতে ছিলেন !

৭| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৬

বাংলাদেশী দালাল বলেছেন: রসায়ন হরর বলেছেন: ভাই আপনি ত এক হাতের মধ্যেই উত্তর মেরু আর দক্ষিন মেরু নিয়া হাটতে ছিলেন !

=p~ =p~ =p~

ব্যাপারটা হাবিলদার সাহেব বুঝতে পারলে খবর ছিল।

৮| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৩৯

ভিটামিন সি বলেছেন: আমার বউয়ের আব্বা ও ঈদের আগের রাতে এসে ঈদের পরের দিন ভোরে চলে যায় কর্মক্ষেত্রে। শালার শ্বশুররে বেড়াইতে আসতে কইলে আসে না, থানাতেই মনে হয় ঘর-সংসার পাইত্যা লইছে।

৯| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫০

ঢাকাবাসী বলেছেন: কপাল ভাল আপনার, লকআপে হান্দায়া দিলে মিনিমাম বিশ হাজার টাকা! দুনিয়াতে সবচাইতে অসৎ অশিক্ষিত অকর্মন্য মহা দুর্ণীতিবাজ অদক্ষ পু.. হল বাংলাদেশের পুলি..।

১০| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৮

সুমন নিনাদ বলেছেন: আমরা বেশিরভাগ সময়ই তাদেরকে ঘুষখোর, ধান্দাবাজ আর অলস মাংসের দোকান ভাবি। কিন্তু মাঝে মাঝে অন্য দিকটি ও ভেবে দেখা দরকার। যেটাকে ১০০% পাম বলছেন সেটা কিন্তু সত্যি। একবার ভেবে দেখুন তো, আপনি যখন পরিবার নিয়ে বা বন্ধু নিয়ে ঈদ উদযাপনে বা আড্ডা দিতে ব্যস্ত, বেচারারা তখন তাদের দশা কি? পাহারা যেটুকুই দিক, চেক যেটুকুই করুক, আপনার আমার আরামের ঘুম নিশ্চিত করার দায়িত্ব কিন্তু তাদেরই। কেউ তাদের কে ছাড় দেয়না। না তাদের উপরমহল, না মিডিয়া, না আমজনতা।

১১| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: রাজিব বলেছেন: না ভাই এটা পাম না। সবার ছুটি আছে কিন্তু পুলিশের ছুটি নেই। আমরা যতটুকু শান্তিতে আছি তার পেছনে তাদের অবদান অনেক। ঢাকার মত কোটি লোকের শহরে আর ৫ হাজার পুলিশ বাড়াতে পারলে আমাদের রাতের নিরাপত্তা অনেক বৃদ্ধি পেত।
একজন ট্র্যাফিক পুলিশের কথা চিন্তা করুন। অনেকটা আমার দেশের চাষা কবিতার মতই। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আর শীতে কেঁপে তাদের কাজ করতে হয়।
সাধারণ পুলিশকে জীবনের মায়া ছেড়ে চোর ডাকাতদের মুখোমুখি হতে হয়। মরে গেলে সরকারের পক্ষ থেকে সামান্য ২-৩ লাখ টাকা এবং এরপর তার পরিবার অসহায়। প্রতিটি পুলিশ সদস্যের জন্য জীবন বিমা করা হোক এবং বিমার টাকা সরকার দিক।

১২| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: :) :)

১৩| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮

মুদ্‌দাকির বলেছেন: তাইতো এত রাইতে বাসায় যান ক্যান ?? :P :P

১৪| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

মহামহোপাধ্যায় বলেছেন: শিখে রাখলাম, ভবিষ্যতে কাজে দিতে পারে B-)

১৫| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮

শেখ মফিজ বলেছেন: প্রতিটি পুলিশ সদস্যের জন্য জীবন বিমা করা হোক এবং বিমার টাকা সরকার দিক।
আমি জানিনা,তাদের বিমা করা আছে কি না,
তবে চাই তদের ও বিমা করা থাক ।
সহমত !

১৬| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৪

মকসুদ মনি বলেছেন: আড্ডা মাইরা রাইত ১১টায় বাসায় ফেরা না নিরাপত্তা দেয়ার জন্য পুলিশের টহল মারা আসলেই কোনটা যে বেশী স্মার্ট তাই বুঝতাছি না।

১৭| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.