নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

গিটারের ছেঁড়া তার

প্রথম প্রেম বলতে কিছু নেই,মানুষ যতবার প্রেমে পরে ততবারই তার কাছে প্রথম প্রেম মনে হয়,আর এই প্রেমে পরার মাঝে সে এক সময় তার সত্যি কারের ভালোবাসা খুজে পায় সত্যিকারের ভালোবাসা পাবার পর সে আর প্রেমে পরে না

গিটারের ছেঁড়া তার › বিস্তারিত পোস্টঃ

এইটাও ভালোবাসা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

--জানপাখি....শুনছো..!!
.
--হু কিহ..এতো সকালে ডাকছো কেনো.?
.
--অনেক বেলা হয়ে গেছে..উঠে ফ্রেস হয়ে অফিসে যাবানা.?
.
--নাহ আজ অফিস যাবোনা জান..
.
--কিন্তু কেনো...তোমার কি শরীর খারাপ করছে কলিজা...
.
--না..আজকে তোমার সাথে একটু থাকবো..
.
--আমার সাথে তো তুমি সবসময় ই থাকো...আমার দুনিয়া বলতে একমাত্র তুমিই সব...
.
--হুম জানি...তবুও আজ একটু অন্যরকম ভাবে থাকতে চাই..
.
--আচ্ছা ঠিক আছে... বুঝলাম কিন্তু অফিসের বস কে তুমি কি বলে ছুটি কাটাবে শুনি...?
.
--ওহ মাই গড...বস..
.
--কি হলো তোমার.?
.
--কিছু হয়নি..আচ্ছা কয়টা বাজে দেখতো..!!
.
--৯ টা বাজতে ২০ মিন বাকী...
.
--হায় হায় জলদি আমার টেবিলে নাস্তা দাও আমি ওয়াশ রুম থেকে আসতেছি।
.
--হুম...আচ্ছা তুমি ফ্রেশ হয়ে এসো..
.
টেবিলে নাস্তা দিতে গিয়ে মনে মনে হাসি..কারন সোহাগ মাঝে মাঝেই শিশুদের মত এমন আবদার করে বসে..কিন্তু অফিসের বসের কথা শোনা মাত্রই সে ভীতু হয়ে যায়..কারন শুনেছি ওর অফিসের বস নাকি অনেক রাগি..
.
--কি হলো মেঘলা টেবিলে নাস্তা দিয়েছো?
.
--হুম দিয়েছি...তুমি রেডি হয়ে আসো..
.
--আচ্ছা মেঘলা তুমি এতো রাত করে ঘুমিয়েও সকালে উঠো কিভাবে বলতো.?
.
--অভ্যাস হয়ে গেছে যে তাই..
.
--কিভাবে এমন অভ্যাস হলো তোমার.?
.
--বারে...বিয়ের আগে রাত জেগে বলা কথা গুলো এতো তাড়াতাড়ি ভুলে গেলা.?
.
--অহ... না জান ভুলবো কেনো..
.
"খাওয়া শেষ করে সোহাগ অফিসে চলে যাবে এমন সময়"-
.
--মেঘলা.... কোথায় গেলে.?
.
--আসতেছি ১ মিনিট- (বেডরুম থেকে)
.
--এই নাও তোমার পার্টস...আজও ফেলে যাচ্ছিলে..
.
--এই শুনো..!!
.
--আবার কি.?
.
--তোমার কপালের টিপটা না বাঁকা হয়ে গেছে।
.
--কই না-তো...ঠিকই তো আছে..!!
.
--ঠিক নাই..তুমি কপালটা এদিকে দাও তো..
.
হাত দিয়ে আস্তে করে টেনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে মুচকি হেসে চলে যায়..
.
আমি এক দৃষ্টিতে তার চলে যাওয়ার পথের দিকে চেয়ে থাকি...হঠাৎ খেয়াল করলাম চোখ থেকে কিছু লোনা অশ্রু গাল বেয়ে নামছে...চোখ টা না মুছেই ফিক করে একটা হেসে দিলাম...কারন এ অশ্রু কষ্টের নয় আমার সুখের অশ্রু।
.
অফিসে যাওয়ার ১ ঘন্টা পরেই ফোন দিয়ে-
.
--হ্যালো জান.. তুমি কি বাসায় আছো.?
.
--হুম আমি তো বাসাতেই..কি হয়েছে; কিছু বলবে..?
.
--শুনো...আমি না অফিসের হলুদ ফাইলটা ভুলে বাসায় ফেলে আসছি.?
.
--হায় হায় কি বলো..এখন কি হবে.?
.
--তেমন কিছুই হবেনা...আমি আসলে একটু সিওর না ফাইলটা বাসায় কিনা..তুমি একটু ওয়েড্রপটা খুলে দেখবা প্লিজ.?
.
--১ মিনিট লাইনে থাকো..আমি এক্ষনি দেখে জানাচ্ছি..
.
--হুম দেখো..
.
ওয়েড্রপ খুলে ভেতরে তাকিয়ে দেখি-
.
"হলুদ একটি কাগজের টুকরো পড়ে আছে আর তার ওপরে লাল টুটটুকে একটি গোলাপ"
.
দেখেই আনন্দে আত্নহারা হয়ে যায় আমার মন..আজকাল পাগলটা যে কি সব করেনা...
.
ফোনটা হাতে নিয়ে দেখি লাইনটাও কেটে দিয়েছে...
.
হলুদ কাগজের টুকরোটি হাতে নিয়ে দেখলাম কিছু একটা লেখা আছে-
.
ভালবাসি-ভালবাসি-ভালবাসি...
সকাল-বিকাল -সন্ধ্যে-সাঝে..
শুধুই তোমায় ভালবাসি...
_____________"মেঘলা"।
.
লেখাগুলো পড়ে ইচ্ছে করে চিৎকার দিয়ে বলি-আমিও তোমায় অনেক অনেক ভালোবাসি জান...!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.