নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

গিটারের ছেঁড়া তার

প্রথম প্রেম বলতে কিছু নেই,মানুষ যতবার প্রেমে পরে ততবারই তার কাছে প্রথম প্রেম মনে হয়,আর এই প্রেমে পরার মাঝে সে এক সময় তার সত্যি কারের ভালোবাসা খুজে পায় সত্যিকারের ভালোবাসা পাবার পর সে আর প্রেমে পরে না

গিটারের ছেঁড়া তার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসো তো...!!!

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬






দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায়, স্তন থেকে দু ইঞ্চি গভীরে একটা হৃদপিন্ড আছে!
লবনাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোনদিন হয়তো জিজ্ঞেস ও করা হয়না
"তুমি ভালো আছো তো"?
রাস্তার মোড় থেকে কনডম কিনে ঘরে ফেরা স্বামীর মনে থাকে না,
একটা ছোট্ট কাজলের কৌটা নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়!
সংসার একটা উপভোগ করার জায়গা! অথচ, আমরা অনেকসময় শুধু ভোগ করাটাকেই সংসার ভাবতে থাকি!
ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনে একঘেয়ামী চলে আসে!
সংসার মানে আসলে নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা না, এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে!
সংসার একটা দায়িত্ববোধের ব্যপার!
শারিরিক আকর্ষনের উন্মাদনা শেষে উল্টা পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি টের পায়না, ভালোবাসায় কখন যে অনিহা চলে আসে!
বীর্য স্ফলনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়, তাহলে আপনি কামুক, এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি!
প্রেমিক হলে, মাথায় হাত বুলাতে বুলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয়!

একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষন ভাবে প্রত্যাশা করি!
আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষন প্রয়োজন হয়!

নগ্ন দেহের প্রতি কোন মুগ্ধতা নেই!
মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে!
প্রেম মানে "তোমার চোখের দিকে তাকিয়ে ২৫৬ বার মরে যাওয়া যায়"!
প্রেম মানে "তুমি ঘুমাও, আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে দেখি"!
ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না, তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করেন!
ভালোবাসায় শরীর আসবেই, তবে শরীরেও যাতে ভালোবাসা আসে!

শুধু স্তন নয়, স্তন থেকে দু ইঞ্চি গভিরে থাকা হৃদপিন্ড যে দেখতে পায়না, সে আর যাই হোক ভালোবাসতে শিখেনি!
আমরা যোনীর গভীরতা আবিস্কার করতে শিখেছি, অথচ হৃদপিন্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখিনি!

একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে, মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন!
দু চারটা সুখ-দুঃখের কথা শুনুন! বিপরীত মানুষটাকে একটু সময় দিন!
মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক!
মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃদপিন্ড একসময় আপনার লং টাইম ডিউরেশনাল যৌনতার প্রতিও আর আগ্রহবোধ করবে না!
যার প্রতি প্রেম থাকে না, তার জন্য কাম ও জাগে না!

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯

গিটারের ছেঁড়া তার বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩

কানিজ রিনা বলেছেন: লেখাটা সত্যই সুন্দর, কিন্তু ভাষাটা অসংলগ্ন,
সুন্দর ভাসা দিয়েও ফুটিয়ে তোলা যেত
অনায়াসে। সত্যইতো স্বামীরা যেন স্বামী না
হয়ে প্রেমীক হয়ে উঠে এটাই কামনা।
ভালবাসা অসীম,ও প্রেম চীর শ্বাসতো
প্রেমের অপর নাম পরম, ভালবাসার
অসীমতা দিয়ে প্রেম সারাজীবন টিকে
রাখার নাম পরম,আল্লাহর এক নাম পরম
পৃথিবীতে প্রেম না পেলে ব্যক্তিত্ববান মানুষ
ওই পরমেই প্রেম নিবেদনে নিষ্ঠাবান হয়ে
উঠে। বেশী বলে ফেল্লাম হয়ত তবুও ভাল
লাগল। ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১২

গিটারের ছেঁড়া তার বলেছেন: ধন্যবাদ আপু,
ভাষা অসংলগ্ন হলেও বাস্তবতা সাথে মিলে গেছে

৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২

রোকনুজ্জামান খান বলেছেন: অসাধারণ

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

গিটারের ছেঁড়া তার বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

রোকনুজ্জামান খান বলেছেন: সহমত তারিক ফাহিম

৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: ছবিটা যেমন সুন্দর লেখাটাও সুন্দর।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

গিটারের ছেঁড়া তার বলেছেন: ধন্যবাদ

৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি এটাকে কবিতা মনে করে পড়ে ফেলেছি।
কবিতাতো এমনই হৃদয়ের গভীরে ষ্পর্শ করে। এও করেছে।
ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

গিটারের ছেঁড়া তার বলেছেন: ধন্যবাদ

৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :P:P:P

কি ওপেন মাইন্ডের লেখা!!

আচ্ছা, মন কি হৃৎপিন্ডে থাকে না মাথায়??

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

গিটারের ছেঁড়া তার বলেছেন: ধন্যবাদ, হৃৎপিন্ড দিয়ে অনুভূতি বোঝানোর চেষ্টা করেছি,

৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

রানা সাহেব বলেছেন: অশ্লীল তবে বাস্তব

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

গিটারের ছেঁড়া তার বলেছেন: ধন্যবাদ,

৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

Taufik Alahi বলেছেন: সুন্দর ভাষা ব্যবহার করলে আরো সুন্দর হত।

স্পেনের রূপসী কন্যা

বইটি পড়তে পারেন শব্দের ব্যবহার অনেক ভালো কিন্তু উপন্যাটি যোউচার নিয়ে লেখা ।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

গিটারের ছেঁড়া তার বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৪

তারেক ফাহিম বলেছেন: আমারও একটি মন্তব্য ছিলো, খুঁজে পাচ্ছি না।


সামু ব্লগে ব্লগটি পূর্বে একবার পড়লাম কার নিক থেকে মনে করতে পারছি না।

আপনার নিক হলে রিভিউ দিলে শুদ্ধ হতো না?

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

গিটারের ছেঁড়া তার বলেছেন: ইউটিউব দেখেছেন সামুতে নয়।

https://www.youtube.com/watch?v=kEnNzFXCEKI&list=LL9JxYQNQrgbMOhsarphs7Lw&index=1&t=0s

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.