নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

গিটারের ছেঁড়া তার

প্রথম প্রেম বলতে কিছু নেই,মানুষ যতবার প্রেমে পরে ততবারই তার কাছে প্রথম প্রেম মনে হয়,আর এই প্রেমে পরার মাঝে সে এক সময় তার সত্যি কারের ভালোবাসা খুজে পায় সত্যিকারের ভালোবাসা পাবার পর সে আর প্রেমে পরে না

গিটারের ছেঁড়া তার › বিস্তারিত পোস্টঃ

ওল্ড স্কুল লাভ

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১



কিছুটা লাভ কিছুটা এট্ট্রাকশন কিংবা শুধু লাভ বা শুধু এট্ট্রাকশন,বলা যায় একটা কনফিউশন,
এতো কনফিউশনের মধ্যেও প্রতিদিন দেখতে না পেলে কোন কিছুতে যেন মন বসে না।
পেছন পেছন হাটতে হাটতে হঠাৎ পাশাপাশি হেটে স্কুল যাওয়া,
অন্য কারোর সাথে কথা বলতে দেখলে তিব্র জেলাসি,কেন কথা বলবে ওর সাথে তর্ক বিতর্ক।
অল্পতে অভিমান,
অভিমান করে দু-চারদিন কথা বন্ধ করে দেওয়া।
মুখভার করে ছলছল চোখে একে অপরের দিকে চেয়ে থাকা, চোখে চোখ পরলে অভিমানে চোখ ফিরিয়ে নেওয়া।
একসাথে সব প্রাইভেট পড়া, পড়ার টেবিলের নিচে একে অপরের পায়ে পা রেখে মুচকি হাসা,
সবার চোখ এড়িয়ে হাতটা ধরার চেষ্টা খাতা বা বই দেবার ছলে হাতটা ছুঁয়ে দেওয়া

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২

নাহিদ০৯ বলেছেন: এগুলা লাভ না লস তা সময়েই টের পাবে বাবু সোনা। আপাতত পড়াশোনায় মন দাও।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

গিটারের ছেঁড়া তার বলেছেন: সময়টা পার করেই এসেছি

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: ম্যাওপ্যাও।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

গিটারের ছেঁড়া তার বলেছেন: ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

ঢাবিয়ান বলেছেন: রাজীব নুর, আপনিতো ভালই লেখেন। তাহলে অকারনে অন্য আরেকজনকে অনুকরন করছেন কেন?

৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও

ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও ম্যাও-ম্যাও-ম্যাও প্যাও-প্যাও-প্যাও

৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: ঢাবিয়ান বলেছেন: রাজীব নুর, আপনিতো ভালই লেখেন। তাহলে অকারনে অন্য আরেকজনকে অনুকরন করছেন কেন?

উনাকে আমি ওস্তাদ মানি। ওস্তাদের টা অনুকরন করতেই পারি।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

ঢাবিয়ান বলেছেন: সরি, প্রভুভক্ত এক বোবা প্রানীর কথা মনে পড়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.