নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

অঙ্গনা, তুমি বড্ড ভারী, এই পৃথিবীর বুকে ।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩১




ঢের গড়িয়ে গেছে, চার দেয়ালের সকল দরজা জানালা রুদ্ধ করে দিয়েছি । আমার কোন ভয় নেই, শঙ্কা নেই। ওরা আমাকে কখনো দেখে নি, হয়তো আর কখনো দেখবে না, ওদের ভেতরের বিষাক্ত রক্ত টগবগিয়ে উঠবে না, সে সুযোগ তারা কখনো আর পাবে না। আমি ফিরবো না, লিখেছি হৃদয়ে এক অলিখিত পণ। দৈনন্দিন রৌদ এসে কড়া নেড়ে যায়, সন্ধ্যা ফিসফিসিয়ে কী যেন যায় বলে, জোনাক জ্বলা জোসনা নিরাশ হয়ে নীরবে করে প্রস্থান।

'ছুঁড়ে ফেলে দিলাম তোমাদের এইসব অহেতুক আবদার ! তোমাদের এতসব সৌন্দর্যে আমার কী আসে যায়, যেখানে আমি হই বিবর্জিত, নিষিদ্ধ নগরীতে নিক্ষিপ্ত ? এর থেকে ভালো, তোমাদের সৌন্দর্যে তোমরা একাকী ডুবে মরো, আত্মাহীন বিভ্রান্তিতে ।'

অথচ নীরবে আমি কাঁদি, দেয়ালের রঙে আঁকি ওদের প্রতিচ্ছবি, নানান ঢংয়ে। দেয়ালের রং খসে পড়ে । ওরা তা জানে না, ওদের আমি কতটুকু ভালোবাসি সমস্ত হৃদয় জুড়ে, আফসুসের নেশা খুন করে আমাকে প্রতিটি ক্ষণ। ইচ্ছে হয়, নিজেকে চিবিয়ে নিজে খেয়ে ফেলি- দেহের প্রতিটি ভাঁজ, জাগতিক আকর্ষর্নিয়া। এরপর সকল দরজা জানালা খুলে দেব, সঁপে দেব নিজেকে প্রকৃতির কাছে । সকল নিষেধাজ্ঞারোপ তুলে নেব, নির্দেশিকাহীন অযাচিত প্রবেশ ঘটুক ক্ষণে ক্ষণে। কিন্তু, অদেহ জুড়ে যে অচ্ছুৎ ঘৃণা? সে নিষ্পাপে বিশ্বাসী, নির্লজ্জ কখনো তাকে স্পর্শ করে নি, সে কখনো চায় না তার বিশুদ্ধ জলে কারো অবাধ্য ডুব । সে এতোটা অস্পর্শিয়া ! এই অদেহ ।

ওপারের প্রকৃতি সদা অভিমানে মরে, আঁধারে কেন আমার মিথ্যে আলো নিয়ে এতো মাখামাখি! আমার এই অবুঝ বুকে কতকাল আসে নি ধমকা হাওয়া, শীতল শিহরণ, কোমল হৃদয়ের প্রেম ! আমি তা বেমালুম ভুলে গেছি, এ বক্ষ পরাণে নিক্ষিপ্ত হয়েছে । আজ এই লাল পাথরে লিখি না আমি শুধু পৃথিবীর নাম, লিখি অন্যসব। কারণ ওরা দেয় না আমাকে বিস্বাদী কলঙ্ক, বস্তুত ওখানে মাংসল কোন কঙ্কাল নেই । আমি নির্দ্বিধায় পাখা মেলে উড়ে বেড়াই ওদের বুকে। আর ওদেরকে দীক্ষা দেই, তোমার বুকে মানুষ জন্ম দিও না, কারণ তুমি বুঝতেই পারবে না ওরা কখন যে অমানুষ হয়ে গেছে ! বিশ্বাস করো, ওপারের দরজা জানালা ঘূণে ধরার আপ্রাণ চেষ্টায় মগ্ন, ওপারের ঘূণও হয়েছে বিশ্বাসঘাতক, সন্ধ্যা হলেই কিলবিলিয়ে বের হয় দরজা ভাঙতে। আমি এখনোও লজ্জার সুরক্ষায় অপ্রতিরোধ্য, সর্বদা নীল হই, পুড়ি, জল তো সেই কবে শুকিয়ে গেছে।

এই ঘরে কোন আকাশ নেই, কোন পাখি নেই, মেঘ নেই, বৃষ্টি নেই, বৃক্ষ নেই, চন্দ্র নেই, প্রেম নেই, আবেগ নেই, যন্ত্রণা নেই- সুখ নেই। এই যৌবন ভরা দেহে ঘামহীন লোমকূপ, পরিচ্ছন্ন ইতিহাস, ছায়াহীন অবয়ব। হৃদয় নামে এক সন্ধ্যা আছে, যেখানে সূর্যাস্তের কোন প্রমাণ মেলে না । মায়াবী দু'চোখ আছে, দৃষ্টিতে দৃষ্টিহীন । অদৃশ্য একজোড়া ওষ্ঠ আছে, শ্রুতিহীন অনুভব । সমস্ত দেহ অধরা এক অদ্ভুত কিংবদন্তী!

এমনি এক আবাস আমার। তবুও প্রকৃতিকে আমি হৃদয় দিয়ে বলেছি, আমি ফিরবো, যদি তুমি হতে পারো সোচ্চার, যদি তুমি করতে পার কলঙ্কমাখা সমস্ত সজ্জার বিনাশ । আবারও কথা দিলাম, তুমি জাগ্রত হলে আমি বিশ্বাসী হবো, আমি ফিরবো, এমনি আমার মতো, ঠিক যেন আমি অজস্র নির্ঘুম অপেক্ষায়.....


অঙ্গনা- নারী ।


লেখাটার অন্তর্নিহিত আলাপনঃ
[এই লেখাটা সমসাময়িক সামাজিক অবস্থানের উপর লেখা । প্রতিদিন পত্রিকা বা নিউজ চ্যানেল খুললেই নারী নির্যাতন, ধর্ষন, এভনরমাল এবিউজ এসবের খবর পাওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার । যেন এগুলো ঘটাই স্বাভাবিক । কিন্তু তা নয়, তাই এই লেখায় একজন নারী পৃথিবী থেকে নিজেকে আলাদা করে বন্দি করে নিয়েছে, তার ভেতরের বেদনার কথা বলেছে, সে পৃথিবীর প্রকৃতি থেকে নিজেকে দূরে রেখেছে মানুষনামক অমানুষগুলোর জন্য। শেষে সে ফিরে আসার কথাও বলেছে, যদি প্রকৃতি নিজস্ব শক্তিতে এসব অমানুষদের শেষ করে দেয়ার ক্ষমতা রাখে তবেই সে ফিরে আসবে, তার মত আরো অনেক নারী ফিরে আসবে । সে পৃথিবীর মানুষদের তৈরী ন্যায় নীতির উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে । তাই সে নিরুপায়, তাই সে প্রকৃতির সাহায্য কামনা করে । এটি একটি কাল্পনিক দৃশ্যপট । ]

ছবি বন্ধু- নেট ।

মন্তব্য ৫২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:



আমি সোচ্চার, আমি জাগ্রত.......


তুমি ফিরে এসো এই বুনো রাতের হাঁস.....

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৯

ওমেরা বলেছেন: কমেন্ট করব কি ভাবে পড়তে পড়তে শেষে এসে দেখি আগে কি পড়লাম কিছু মনে নাই !!!!

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:



পুরো লেখা একজন নারীর অন্তর্লাপ । আনমনে চায় না সে এই পৃথিবী হোক তার আবাস ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অপূর্ব লিখনী। বেশ ভাল লাগল।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩০

অর্ক বলেছেন: বোধহয় কিছুটা তাড়াহুড়ো করে লিখেছেন! যাই হোক, আজকের নারীরা অনেকটাই পরাধীনতার শিকল ছিঁড়ে বেড়িয়ে এসেছে। অনাগত দিনে নিশ্চয়ই তারা আরও অগ্রসর হবে, আলোকিত হবে। ভালো লাগলো। শুভেচ্ছা নিন।

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:



না, কোন তাড়াহুড়ো ছিলো না । তাছাড়া আমি তাড়াহুড়ো করে কোন লেখা লিখি না ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৫| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ২:০৯

মি. বিকেল বলেছেন: আমার কাছে একটু গভীর লেগেছে।

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, লেখাটা এমনই লেখার চেষ্টা করেছি ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৬| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫

বিজন রয় বলেছেন: আপনি খুব বেশি পোস্ট দিচ্ছেন।
কেন বললাম আশাকরি আপনাকে বোঝাতে হবে না।

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

কথাকথিকেথিকথন বলেছেন:


আমার তো তা মনে হচ্ছে না । অনেক আগে যখন নিয়মিত ছিলাম আপনাদের সাথে তখনো তো এমন বিরতিতেই পোস্ট করতাম ।


৭| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চিন্তাধারায় গাম্ভীর্য প্রতিফলিত হয়েছ।

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৮| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: নারী, তুমি বড্ড ভারী, এই পৃথিবীর বুকে ।

শিরোনাম পড়ে মনে হল ; লেখক কি ২০১৭ সালে না, তারও আগে আছে ?পৃথিবী সৌন্দর্য করার পিছনে অর্ধেক নারীর ভূমিকা আছে... !তবে লেখার কথাগুলোর গভীরতা অনেক !


১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:




লেখার ভেতরের অর্থ লেখাটির নিচে যোগ করে দিলাম । সময় হলে পড়ার অনুরোধ রইলো ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা ।

৯| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫

বিজন রয় বলেছেন: আমি মনে করি সপ্তাহে একটি পোস্টই যথেষ্ট।

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:


কনসেপ্ট মাথায় আসা এবং তা নিয়ে লিখতে যতটুকু সময় ব্যয় হয় তার উপর নির্ভর করে পোস্ট দেয়া। আমার আবার লেখা জমিয়ে রাখার অভ্যাস নেই । সবই তরতাজা, এই যেমন আগামীতে কী পোস্ট দেব তা অজানা । হতে পারে অনেকদিনও লাগতে পারে, হতে পারে এই সপ্তাহের শেষেও দিয়ে দিতে পারি । মূলত প্রত্যেকটা লেখা নিয়ে আমি সিরিয়াস থাকি, যতক্ষণ পর্যন্ত লেখাটা আমাকে স্যাটিসফাই না করবে ততক্ষণ পর্যন্ত আমি পরিমার্জন চালাই । যখন মনে হয় ইটস ওকে, তখন পোস্ট দেই। বিগত লেখা কবে পোস্ট দিয়েছি তখন তা মাথায় থাকে না ।

হয়তো আমার এ অভ্যেস লেখক হিসেবে ভাল দিক না ।

১০| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৯

বিজন রয় বলেছেন: আপনি ভাল লেখেন, ভাল মন্তব্য করেন, ভাল প্রতিউত্তর করেন, এজন্য আপনার লেখাগুলো মিস করতে চাই না। এত বেশি পোস্ট করলে প্রতিটি লেখায় মন্তব্য করাটা সবসময় হয়ে ওঠে না।

এই জন্য আমি ওকথা বলেছি।

হয়তো আমার এ অভ্যেস লেখক হিসেবে ভাল দিক না ।
লেখকের স্থানে ব্লগার হবে।

হে হে হে .....

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা হা । তা বটে । ব্লগার মানেই তো লেখক, কবি, সব্যসাচী । লেখালেখির একটা ফুল প্যাকেজ !

১১| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

আখেনাটেন বলেছেন: সহজ কথা যায় না বলা সহজে, তাইতো কঠিনেরে ভালোবাসিলাম। কঠিন হলেও ভালো। তবে লেখালেখির অন্যতম উদ্দেশ্য যদি হয় নিজের ভাবনাগুলোকে অন্যদের জানানো, তাহলে তা সহজেই জানানো উচিত বলে মনে করি। ভিন্নমত থাকতে পারে।

ভালো লেগেছে লেখা। দুষ্টু পুরুষেরা এখন বুঝলেই হয়।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১২

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার বিস্তারিত মন্তব্য ভাল লেগেছে।

অনেক ধন্যবাদ।
শুভ কামনা।

১২| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন। আসলেই আজকাল পত্রিকা খুললে বা অন লাইনে এলেই যতসব নোংরা খবরের খবর পাই। আগে কখনো এতো ধর্ষণের খবর হতো না। আমরা বুঝি পশু হতে আর বাকি নেই !!

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:
এমন নোংরা পরিস্থিতি অতীতে আর কখনো হয় নি । সমাজ পঁচে গেছে কিছু হিংস্র জানোয়ারের কারণে ।

অনেক ধন্যবাদ বিস্তারিত মন্তব্যে ।

ভাল থাকুন ।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: নারী না থাকলে এই পৃথিবী সৌন্দর্য্যহীন হয়ে যেত!

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২১

কথাকথিকেথিকথন বলেছেন:

নর আধেক হ্যা তো নারী ভি আধেক হ্যায় । নারী সৌন্দর্য্যের প্রতিমা ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৪| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৮

জাহিদ অনিক বলেছেন: নারী পুরুষ সমান সমান
আছে যে তার অনেক প্রমাণ,


লেখাটার লাইনগুলো অনেকটা কবিতার লাইনের মত মনে হচ্ছিলো ।

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতার ধাঁচেই তো লেখা। তাই তো কবিতার মত । তাই তো শেষে ভেতরের অর্থ দিয়ে দিয়েছি ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:২০

সচেতনহ্যাপী বলেছেন: প্রতিবাদের নূতনধারা এবং রূপই দেখলাম বোধহয়।। আমার আমিকে ঘৃনা করার সময় বোধহয় ঘনিয়ে এসেছে।।

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:


যত যাতনায় আসুক নিজেকেই ভালবেসে, অন্যকে ভালবেসে সমাজকে সুন্দর করার চেষ্টা করে যাওয়া উচিত নিজস্ব চিন্তা দিয়ে, নিজস্ব কর্মকান্ড দিয়ে, নিজস্ব মানসিকতা দিয়ে ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দৃশ্যপটটি কাল্পনিক কেন হবে, অতি বাস্তব চিত্র আমাদের সমাজের। প্রতিদিন যা ঘটছে নারীদের জীবনে, খুব নিপুণভাবে তা তুলে ধরেছেন। এই নির্মমতা কখনো শেষ হবে কিনা, নাকি একদিন এটা আমাদের গা সওয়া হয়ে যাবে, তা জানি না। অবস্থাদৃষ্টে এমন কোনো সুদিনের ইংগিত আমরা কোথাও পাচ্ছি না। তবু বিশ্বাস রাখি, এর শেষ একদিন হবেই।

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:



নারীদের হৃদয়ে এমন ভাবনা জেগে উঠতে পারে, সে সবকিছু থেকে মুখ ফিরিয়ে সকল দরজা জানালা বন্ধ করে নিজেকে একাকী করে দিতে পারে পৃথিবীর এই হিংস্র আচরণের মাত্রা উপলব্দি করে। তাই বলেছি কাল্পনিক দৃশ্যপট । কিন্তু সচরাচর ঘটে যাওয়া যন্ত্রণাময় দৃশ্যপটগুলো বেশ বাস্তব, তার চেয়েও হিংস্র বাস্তব- এ ব্যাপারগুলো যেন খুব স্বাভাবিক। আইন বিকলাঙ্গ ঠিক ওইসব জন্তুদের বিকৃত মস্তিষ্কের মত ।

আপনার মত আমিও সবসময় সাহস করে আশা এবং বিশ্বাস ধারণ করি একদিন এসব কিছু বিনাশ হবে । একটি সুন্দর সমৃদ্ধ সমাজ হবে আমাদের । হয়ত্ আমরা থাকবো না, থাকবে ভবিষ্যত প্রজন্ম । তাদের জন্য শুভ কামনা ।

বিস্তারিত সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

শুভ কামনা ।

১৭| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরে জন্য ধন্যবাদ !

প্রতিদিন পত্রিকা বা নিউজ চ্যানেল খুললেই নারী নির্যাতন, ধর্ষন, এভনরমাল এবিউজ এসবের খবর পাওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার । যেন এগুলো ঘটাই স্বাভাবিক ।


নারী কখনো মা,
নারী কখনো বোন,
নারী কখনো বা প্রেয়সী
এই নারীর যে কত রূপ তা বোঝা বড় দায় !
সবচেয়ে বড় কথা হল নারীর সন্মান দিতে যে জানে না, সে আসলে মানুষ না ! যেমন, সব পশুর মাংস খাওয়া হালাল না, তেমনি সবমানুষ মানুষ না।

(আর আমি উপরে মন্তব্যের ঘরে একটু অপমানসূচক কথা বলেছি।এই কারণে যে, আজ আমাদের সবকিছুর উন্নতি হলেও আমাদের ছেলে-মেয়েদের মানষিক উন্নতি এখনো হয়নি । আর মেয়েরা তাদেরকে এখনো অসহায় ভেবে পিছনে রয়েই যাচ্ছে)


ভালো থাকুন ।


১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:



আপনার বিস্তারিত মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।

আশা রাখি অমানুষগুলো মানুষ হবে ।

শুভ কামনা ।

১৮| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩২

শরীফুর রায়হান বলেছেন: খুব ভালো লিখনি, ভালো থাকবেন

১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনিও ভাল থাকবেন । শুভ কামনা ।

১৯| ১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: অন্তর্নিহিত আলাপনটুকুর জন্য ধন্যবাদ।
নারী বিষয়ক ভারী ভাবনাগুলো ভাল লেগেছে। + +

১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২০| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭

মানিজার বলেছেন: নারী সৌন্দর্যের দেবী । হালের নারী সংক্রান্ত সমস্যার পেছনে অশিক্ষার মতো ব্যাপার বেশি দায়ী । সরকার ও প্রভাব সৃষ্টিকারী মতামত দিয়ে একই সাথে অশিক্ষা ও নারী সমস্যাগুলোর মোকাবেলা করা সম্ভব । তবে এখন বেশি দরকার বন্যা মোকাবেলার কার্যকরী প্রক্রিয়া গ্রহণ । যেখানে ষোড়শ সংশোধনী আর শোক দিবস নিয়া জাতি বিজি ।

১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:


আপনার মন্তব্যের সাথে আমিও একমত । যখন যেটা বেশি জরুরী সেটা নিয়ে মাথা ঘামানো উচিত সরকার এবং নির্বিশেষে সবার।

অনেক ধন্যবাদ।

ভাল থাকুন ।

২১| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: গদ্য এবং পদ্য দুটোই আপনি ভাল লিখেন কোন সন্দেহ নয় । অনুভূতিতে সূক্ষ নাড়া দিয়ে গেল আপনার লিখনী। তবে নারী ছাড়া পৃথিবী অসুন্দর ।

১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:

ভাল লিখি না খারাপ লিখি তা বলতে পারবো না। তবে মনের ক্যানভাসে যা খেলা করে তা ফুটিয়ে তোলার চেষ্টা করি।

সুন্দর মন্তব্য শ্রবণে ভাল লেগেছে বেশ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২২| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০১

নীলপরি বলেছেন: খুবই সুগঠিত লেখা । ভালো লাগলো । +++++

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৩| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩

লেখোয়াড়. বলেছেন: কথা-কথি-কেথি-কথন।

যথা-যথি-যেথি-যথন।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা হা । ভেঙ্গেচুরে একাকার করে ফেলেছেন দেখছি !!

অনেক দিন পর আপনাকে দেখছি । কেমন আছেন ? দীর্ঘকাল কেমন ছিলেন ?

২৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১২

সোহানী বলেছেন: অসাধারন। হ্রদয় নিংড়ানো কিছু কথা.........................

ভালোলাগা টু দা পাওয়ার ইনফিনিটি............

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা । টু দি পাওয়ার, আবার ইনফিনিটি !!! বেশ ভাল লাগলো আপনার মন্তব্যের ধরণ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৫| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: অসাধারণ। ধন্যবাদ

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৬| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




এই ঘরে কোন আকাশ নেই, কোন পাখি নেই, মেঘ নেই, বৃষ্টি নেই, বৃক্ষ নেই, চন্দ্র নেই, প্রেম নেই, আবেগ নেই, যন্ত্রণা নেই- সুখ নেই। ............
এই পৃথিবীতে কিছুই নেই দেয়ার মতো । আছে শুধু নেয়া ।
তবে অঙ্গনারা ভারী নয় এই পৃথিবীর বুকে বরং এই পৃথিবীটাই ভারী অঙ্গনাদের জন্যে ।

" বস্তুত ওখানে মাংসল কোন কঙ্কাল নেই । " সুন্দর দৃশ্যকল্প ।

১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২২

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যাঁ, পৃথিবীটাই ভারী অঙ্গনাদের জন্য, নাকী ভারী পৃথিবীর বুকে বিচরণকারী মাংসলে কঙ্গাল ।

বিস্তারিত মন্তব্য ভাল লেগেছে ।

অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.