নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

আমি বৃক্ষ হতে চাই, পরগাছা নই।

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪২


একজন লেখকের সম্পদ কী ? এমন প্রশ্ন যদি কোন লেখককে করা হয়, তিনি হয়তো বলবেন 'আমার লেখাগুলো' । তবে আমার কাছে মনে হয় একজন লেখকের সম্পদ হচ্ছে তাঁর লেখার সক্ষমতাটুকু । লেখার সক্ষমতা বলতে বোঝানো হয়েছে সাবলীল, ব্যতিক্রমী, প্রভাবক এবং অর্থ বিকিরণযোগ্য লেখা লিখতে পারা কে ।মৃত্যুর পর কেউ কোন পার্থিব সম্পদের মালিক থাকতে পারে না । লেখকের ক্ষেত্রেও তাই । যে লেখাগুলো তিনি লিখে যান সেগুলো তাঁর মৃত্যুর পর পৃথিবীর সম্পদ হয়ে যায়।যদিও বেঁচে থাকাকালীন তিনি হয়তো তাঁর লেখাগুলোর সুফল ভোগ করেন, এ ক্ষেত্রে তিনি লেখাগুলোকে তার সম্পত্তি বলতে পারেন।কিন্তু কখনো তা সম্পদ হতে পারে না । সম্পদ মানে তার মূল্য নিরূপণযোগ্য নয়, সে মূল্যের উর্ধে । তাই একজন লেখকের মস্তিষ্ক এবং মননে যতদিন আলো জ্বলবে এবং আলো ছড়াবে সেই অমূল্য বাল্বটাই তাঁর সম্পদ।

লেখা চুরি প্রসংগে :

যারা লেখা চুরি করতে প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকে বলবো, অন্যের সম্পত্তি চুরি না করে নিজের মধ্যে একটি সম্পদ রোপণ করুন, লেখার সক্ষমতা অর্জন করুন দেখবেন আপনিও অনেক সম্পত্তি গড়তে পারবেন । চেষ্টা, শ্রম, চর্চা এবং গভীর চিন্তাশীলতা দিয়ে খুবই সম্ভব অনেকগুলো সম্পত্তি জন্মদানকারী একটা সম্পদ নিজের মধ্যে গড়ে তোলা।আপনার মধ্যে কী লুকিয়ে আছে তা পৃথিবীর কেউ জানে না, হয়তো আপনিও পুরোপুরি জানেন না । তাই সেসব অজানাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন, নিজের মৌলকতা প্রতিষ্ঠা করুন । পরগাছা হয়ে শুধু আপনি বৃক্ষের গায়ে লেগে থাকতে পারবেন কিন্তু একটা পূর্ণাঙ্গ বৃক্ষ কখনোই হতে পারবেন না । পূর্ণাঙ্গ বৃক্ষ হওয়ার জন্য মৃত্তিকার সান্নিধ্যে যেতেই হবে, আর সেই মৃত্তিকা হলো আপনার চিন্তাশীলতা । চিন্তাশীলতার বুকে আপনি নিজেকে যত সমর্পণ করবেন তত আপনি বিস্তৃত হবেন, প্রশস্থ শাখা প্রশাখা নিয়ে আপনি বিশাল বৃক্ষ হয়ে উঠবেন। আর পরগাছা হয়ে বেঁচে থাকতে চাইলে কোন একসময় উপড়ে যেতে হবে । বৃক্ষ কাঠ হয়ে পৃথিবীর শৌভা বর্ধন করবে, আর আপনি নর্দমায় কীটের সাথে পড়ে থাকবেন, কোন একসময় আপনিও কীট হয়ে যাবেন।

সবার জন্য শুভ কামনা । শুভ ব্লগিং।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: লেখা চুরী খুবই সামান্য ঘটনা।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

কথাকথিকেথিকথন বলেছেন:




সেটা চোরের জন্য সামান্য কিন্তু যে লেখে তাঁর জন্য ব্যাপক ।

অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৩

ময়না বঙ্গাল বলেছেন: লেখার সক্ষমতা বলতে বোঝানো হয়েছে সাবলীল, ব্যতিক্রমী, প্রভাবক এবং অর্থ বিকিরণযোগ্য লেখা লিখতে পারা কে ।
খুবই অনুপ্রেরণাকর একটি লেখা ভাই । আপনান মননশীলতার বরকত হোক ।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

তারেক ফাহিম বলেছেন: হুম, ভালো বলছেন।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:


যদি বুদ্ধিমানরা হতাশায় ভোগেন, তাহলে দেশ-জাতি চলবে কিভাবে।এই সব চোর ধরার নতুন,নতুন কৌশাল বের করুন। সমস্যা আছে তার সমাধানও,নিশ্চয় কোথাও না,কোথাও লুকিয়ে আছে। এই সব কবিতা চোর বা লেখা চুরি এখন ব্লগে সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।সবাই মিলে এর বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতে,তাহলে সম্ভব। যেমন- আজকে একটা চোরকে ধরেছিলাম পরে সে ক্ষমা চেয়েছে! আশা করি, আস্তে,আস্তে সব চোর ভালো হয়ে যাবে।


ধন্যবাদ আপু।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:





এই লেখাটুকু ওদের বোধ উদয়ের উদ্দেশ্যেই লেখা । চোরকে ধরে শাস্তি দিলেই যে পরবর্তীতে সে চুরি করবে না তার গ্যারান্টি দেয়া যায় না । কিন্তু সে যদি নিজে থেকেই ভুল বুঝতে পারে তাহলে সে আর কখনো চুরি করবে না । আমিও সেটাই চাই ওরা নিজের অপরাধ উপলব্ধি করুক এবং শুধরিয়ে নিক ।

অনেক ধন্যবাদ । শুভ কামনা ।

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: যথাযথ বলিয়াছেন।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২০

মোস্তফা সোহেল বলেছেন: শাহরিয়ার ভাই চোরেরা ভাল হলে তো ভাল কথা।

আপু আপনার এই লেখটিও না জানি কোন চোরে চুরি করে!

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা । হলে হোক । সেও যদি এই লেখা তার ওয়ালে রেখে ভুল বুঝতে পারে তাহলে সেটাই সই !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৭| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫২

ফয়সাল রকি বলেছেন: লেখা চুরি করে সত্যিই কি কোনো লাভ হয়? ঐরকম দ্বিতীয় আরেকটা লেখা তো লিখতে পারে না সে !

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:





লেখা চুরি কোন ভাল অভ্যাস নয় । এটা নিজের ভেতরের লেখক সত্ত্বাকে নষ্ট করে দেয় ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৮| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫

আটলান্টিক বলেছেন: আপু এইসব বলে তুমি চুরি বন্ধ করতে পারবা না।চ্যালেঞ্জ!!!

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:





পৃথিবীতে কখনো অন্যায় বন্ধ হবে না । নিয়ন্ত্রণে রাখাটাই জরুরী । একটু চেষ্টায় কিছুটা কমলে মন্দ কী !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৯| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সকল চোরের মুখোশ উন্মোচন করা হোক।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:




চোরদের শুভ বুদ্ধি উদয় হোক ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১০| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:





ব্লগের লেখা যারা চুরি করে ফেবুতে সেলিব্রেটি হবার প্রচেষ্টা করছে তারা নিজের পায়ে নিজেই কুড়াল মারছে! আপনার লেখায় তাদের শুভবোধ জাগ্রত হোক সে কামনাই করি!

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:




তা তো অবশ্যই, তারা নিজের ভেতরের লেখক প্রতিভা নষ্ট করছে । হয়তো এর থেকে তারা আরো ভাল লেখতে পারে । কিন্তু তারা সেটা উপলব্দি করে না । তাদের শুভবোধ জাগ্রত হোক ।

অনেক ধন্যবাদ । শুভ কামনা ।

১১| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

শায়মা বলেছেন: হা হা আসলেই ভালো নাম পরগাছা!!!!! :)

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:




পরগাছা, আগাছা । আগে পিঁছে দেখে নিন, আগাছা পরগাছা আছে কিনা ! থাকলে উপড়ে ফেলুন !

১২| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

শায়মা বলেছেন: আমি তো এই কার্য্যে মহা দক্ষ!!!!!!

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:



হায় হায় কারে উপদেশ দেই । সে তো তার আগে চলে !! দেখবেন আবার উলটাপালটা উপড়াতে গিয়ে নিজে না জানি উপড়ে যান ! সাবধান । জাতি আপনাকে হারাতে চায় না ।

১৩| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

মলাসইলমুইনা বলেছেন: "তবে আমার কাছে মনে হয় একজন লেখকের সম্পদ হচ্ছে তাঁর লেখার সক্ষমতাটুকু ।" খুবই সত্যি কথা বলেছেন | এই সক্ষমতাটা বারাবার জন্য অনেকগুলো জিনিস দরকার - শুধু শিক্ষাই না, ন্যায় নীতিবোধ ধূর্যের আরো অনেক কিছু যেগুলো আমরা ঠিক স্কুলে, কলেজে শিখিনা |সেগুলো আসে সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে দিয়ে আর বাড়িতে আমরা কি শিখি সে সবের মধ্যে দিয়ে | আমাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো বাড়ছে কিন্তু অন্য শিক্ষাগুলো সাংঘাতিক ভাবে মনে হয় কমে যাচ্ছে |তাই যারা ব্লগ করছেন বা ফেসবুক ব্যবহার করছেন তারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়েও লেখা চুরি যে একটা নোংরা কাজ সেটা মনে করছেন না | অন্য কারো লেখা নিজের বলে দিব্বি চালিয়ে দিচ্ছেন | নিজেদের খারাপও লাগছে না | খুবই ভালো লাগলো আপনার চিন্তাগুলো |

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনার চিন্তাগুলো সুন্দর । প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে শিক্ষিত করে তোলে না । চিন্তাশক্তি, অনুভূতির ক্ষমতা, যথাযথ দায়িত্ববোধ মানুষকে শিক্ষিত করে তোলে ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৪| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সুমন কর বলেছেন: ছোট করেও যথার্থ বলেছেন।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৫| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬

শূন্যনীড় বলেছেন: লেখা চোরদের লজ্জা বা ব্যক্তিত্ব আছে বলে আমার মনে হয় না

সুন্দর বলেছেন, অল্পতেই ভদ্রভাবে জ্ঞানদান করেছেন,
ভালো লাগা রইল পোষ্ট, আলোচনায়

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন সবসময় ।

১৬| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

নীলপরি বলেছেন: আপনি খুব ভালো লিখেছেন । এখন তারা এই লেখার মর্মার্থ যদি বুঝতে পারে , তবে ভালো ।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




আশা করি বুঝবে । ওরা ভুল বুঝে নিজেদের সঠিক পথে নিয়ে আসুক ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৭| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮

আখেনাটেন বলেছেন: চিরন্তন সত্যকথা।

নিজের বাচ্চাকে দেখে যে ফিলিংস কাজ করে তা কি অন্যের বাচ্চাকে নিজের বলে চালিয়ে সে ফিলিংস আসবে।

যারা চোর এদের জন্য ধিক্কার।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:



যথার্থ বলেছেন । ওরা ভাল পথে ফিরে আসুক ।


অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩২

কালীদাস বলেছেন: আজকে একজন ব্লগারকে দেখলাম তিনজন চোরকে মার্ক করে পোস্ট করেছেন। দুইজন অলরেডি ব্যান হয়েছে। কিন্তু জিনিষটা খুবই দুঃখজনক। মেধাহীন কপিপেস্টার নিকসর্বস্ব ব্লগারের সংখ্যাই খালি বাড়াবে, অন্য কোন কাজে আসবে না।

অনেকদিন হয় লেখি না ব্লগে, সময়ের অভাবেই। আগের বেশিরভাগ লেখাই লিখতে অনেক সময় লাগত, এমনকি ১০দিন ধরে লেখা পোস্টও আছে আমার। এই চোরেরা যাদের লেখা চুরি করে নিজের নামে চালায়, তাদের কষ্টটা ফিল করতে পারি। এবং এই চোররা শোধরাবে না। মৌলিক লেখা কোনদিন লিখতে পারলে হয়ত শোধরাত।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:



আপনার কথাগুলো বেশ বাস্তব । যখন অনেকদিন ধরে অনেক কষ্ট করে একটা লেখা লিখে পোস্ট করা হয় এবং সেটা চুরি হয়ে যায় তখন খুব খারাপ লাগে । সেটা যারা চুরি করে তারা বুঝে না । আশা করি তারা সঠিক পথে আসবে । তারা মৌলিক লেখা লিখে এই খারাপ পথ থেকে সরে আসবে ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

জাহিদ অনিক বলেছেন:


কালীদাস বলেছেন: মৌলিক লেখা কোনদিন লিখতে পারলে হয়ত শোধরাত। - কথাটির মাহাত্ম্য ও গাম্ভীর্যতা অনুধাবন করতে পেরে ভাল লাগছে এবং বুঝতে পারছি ওসব চোরেরা কোনদিন ভাল হবে না।

বরাবরের মতই, ভাল লাগল আপনার লেখনী।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:



তারপরও কামনা থাকলো ওরা ভালো হয়ে যাবে । মৌলিক লেখা লিখবে ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২০| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে তো অনেক কিছুই বলা যায় ! তবে মাঝে মাঝে না বলেও অনেক কিছু বোঝানো যায়!


আমি ও কিছু না বলেই চলে গেলাম! আশা করি আমার/ আমাদের ক্ষোভ/হতাশা বুঝে নিতে আপনার এতোটুকুনও কষ্ট হবেনা!

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:




সেই কষ্ট থেকেই তো এই লেখা লিখা । আমার লেখাগুলোর ক্ষেত্রেও তো তাই ।

চোরদের মস্তিষ্ক সঠিক পথে ধাবিত হোক সে আশাই করি ।


অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২১| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: চোর উৎখাতে যোগ দিন
সামু ব্লগের কবি পরিষদে ;)
https://www.facebook.com/groups/176951239538795/

একটা বিরক্তিকর উৎপাত। হায় ভালকথায় যদি চোরেরা ভাল হতো!!!!
পোষ্ট দেযার ২-৫ মিনিটে চুরি হয়ে যায়!!!!!!!!!!!!!!

সামু প্লিজ কপি পেষ্ট অপশনটা উঠিয়ে দিন। সব্বাই খূশি হবে চোর ছাড়া ;)

+++

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:




জানা গেছে কপি পেস্ট অপশন নিয়ে ওনারা কাজ করছে । আর চোর রা ভাল হয়ে উঠুক ।


অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২২| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালো বলেছেন! কিছু লেখা চুরি গেলে দিলে বহুত চোট লাগে! হরহামেশাই লেখা চুরি হয়, এফবি+ ব্লগ থেকে!! অথচ ওরা বোঝে না--

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন:




ওরা বোঝে না, ওরা বুঝুক সে আশাই করি ।


অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

প্রামানিক বলেছেন: লেখা চুরি করা যায় কিন্তু মেধা চুরি করা যায় না।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর বলেছে । তবে এতে মেধা নষ্ট হয় যারা করে চুরি তাদের।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪

মনিরা সুলতানা বলেছেন: পরগাছাদের শুভ বুদ্ধির উদয় হোক ।

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

কথাকথিকেথিকথন বলেছেন:




আমিও সেই আশাই করছি । সবাই ভাল হয়ে যাক ।


অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



ঈশপের গল্পের মতোই নীতিকথা । খুব ভালো যে, এমন সুন্দর করে লেখা চোরদের বুঝিয়ে বলতে পেরেছেন । যাদের যাদের লেখা চুরি হয়েছে তারা যে রেগে যান তা একেবারেই যৌক্তিক । লেখা চুরি ঠেকাতে যে যে পদক্ষেপ তারা নিচ্ছেন তাও একদম ঠিক ।
তবুও বলি -- দেয়ার ইজ অলওয়েজ এ্যান অল্টারনেটিভ । ‌আপনার লেখাটি এমন একটি অল্টারনেটিভ ।
লেখা চোরদের জন্যে আপনার বলা কথাই আবারও বলি - চেষ্টা, শ্রম, চর্চা এবং গভীর চিন্তাশীলতা দিয়ে খুবই সম্ভব অনেকগুলো সম্পত্তি জন্মদানকারী একটা সম্পদ নিজের মধ্যে গড়ে তোলা। আপনার মধ্যে কী লুকিয়ে আছে তা পৃথিবীর কেউ জানে না, হয়তো আপনিও পুরোপুরি জানেন না । তাই সেসব অজানাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন, নিজের মৌলকতা প্রতিষ্ঠা করুন ।

আশা করি লেখা চোরেরা এটা দেখবেন এবং যদি তাদের কোনও আত্মসম্মানবোধ থেকে থাকে তবে নিজেদের শোধরাবেন ।

১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:




লেখাচুরি খুব বিরক্তিকর ব্যাপার । লেখকদের রেগে যাওয়াটা খুব স্বভাবিক । মস্তিষ্কের শ্রম দিয়ে লেখা লেখাটা যদি কেউ চুরি করে তা একজন লেখকের জন্য খুব কষ্টদায়ক । আপনিও নিশ্চয় তা অনুভব করতে পারেন । শেষে আপনার মত বলতে চাই, যদি তাদের কোনও আত্মসম্মানবোধ থেকে থাকে তবে নিজেদের শোধরাবেন ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: আইডেন্টিটি ক্রাইসিসের ব্যাপার থাকে হয়ত, কী করে নিজেকে পরিচয় দিবে, তাই হয়ত চুরি চোট্টামি! লেখা নিয়ে এবং নাম নিয়ে, উভয় দিকেই!
পোস্টে ভালো লাগা রইলো

১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

কথাকথিকেথিকথন বলেছেন:



কোন অযুহাতেই লেখা চুরি কাম্য নয়। কারণ লেখা চুরির সাথে পেট পূজার কোন সম্পর্ক নেই যে বলবে পেটের দায়ে চুরি করি ! তাই তারা ফিরে আসুক সঙ্কীর্ণ পথ থেকে।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৮

উম্মে সায়মা বলেছেন: যারা লেখা চুরি করে তাদের অনেকের প্রোফাইলে দেখেছি উচ্চ শিক্ষিত এবং বেশ স্মার্ট। অবাক লাগে।
তাদের শুভবুদ্ধির উদয় হোক।

১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:




এটাও চুরি করেই লেখা !

সবার শুভবুদ্ধির উদয় হোক ।

২৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪

শরীফুর রায়হান বলেছেন: লেখা চোরদের শুভবুদ্ধির উদয় হোক এছাড়া আর কিছুই বলার নাই

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০০

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যাঁ, সবার শুভবুদ্ধির উদয় হোক ।

অনেক ধন্যবাদ ।


শুভ কামনা ।

২৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: একজন লেখকের সম্পদ হচ্ছে তাঁর লেখার সক্ষমতাটুকু - জ্বী এতাই লেখকের সম্পদ। সাথে চিন্তার সক্ষমতাটুকুও যোগ করা যেতে পারে।
একজন লেখকের মস্তিষ্ক এবং মননে যতদিন আলো জ্বলবে এবং আলো ছড়াবে সেই অমূল্য বাল্বটাই তাঁর সম্পদ - চমৎকার বলেছেন।
পরগাছা হয়ে বেঁচে থাকতে চাইলে কোন একসময় উপড়ে যেতে হবে । বৃক্ষ কাঠ হয়ে পৃথিবীর শৌভা বর্ধন করবে, আর আপনি নর্দমায় কীটের সাথে পড়ে থাকবেন, কোন একসময় আপনিও কীট হয়ে যাবেন - আশাকরি, কুম্ভীলকগণ আপনার এ কথাগুলোর গুরুত্ব অনুধাবন করতে পারবে।

১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:



লেখার সক্ষমতাই তো চিন্তার সক্ষমতাকে প্রকাশ করে । তাই আর অভাবে বলি নি । আপনার বিশ্লেষণ ভাল লেগেছে । লেখার বেশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কোট করেছেন । অনেক ভাল লাগা ।

সবাই সঠিক পথে ফিরে আসুক ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৩০| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪২

অনিক_আহমেদ বলেছেন: লেখা চোরদের কারনেই অনেক প্রতিভা বিকশিত হতে পারে না।
আপনার লেখাটা অনেক 'বিখ্যাত' চোরদের সাবধান করবে। ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:




তখনি এই লেখাটা সার্থক হবে । সবাই চুরি ছেড়ে মৌলিকতায় ফিরে আসুক ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৩১| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮

পার্থ তালুকদার বলেছেন: কয়েকটা শব্দের মধ্যে তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ মেসেজ !

হ্যাপি ব্লগিং।

২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

আপনার জন্যও শুভ কামনা ।

৩২| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৫

শামচুল হক বলেছেন: চমৎকার লেখা

২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৩৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সোনার বরণ পরগাছা স্বর্ণলতাও বস্তুত মূল্যহীন।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.