নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

জমাটবাঁধা কালো মেঘ ।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:২৩


কীভাবে লিখলে তবে সেই গম্ভীর রাত্রির
সুনির্দিষ্ট ব্যথাগুলোকে ব্যাখ্যা করা যাবে?
রক্ত, বুলেট অথবা কলো রাত নিয়ে হয়ে গেছে শত ব্যবচ্ছেদ
অজস্র গল্প কবিতা, প্রবন্ধে জমাট বাঁধানো লাল হয়ে আছে তরতাজা!
রেখে আসা দিনগুলো ধরে এখনো....
বাংলার লাইব্রেরীগুলো পুড়ছে অক্লান্ত!
শুধু ভ্যাপসা রাত্রি উগরে উঠেছে বক্ষে বারংবার।

সেই ভোরে কী সূর্য যথেষ্ট লাল হয়ে উদয় হয়েছিলো?
তা আমার জানা নেই,
আমার জানা আছে শুধু একটি দীর্ঘকায় কালো সকাল।
কুকুরের মুখের লালা শুকিয়ে যাওয়া একটি সকাল
কলরবহীন শহুরে কাকের একটি সকাল
সৎকারের অপেক্ষায় থাকা একটি বিভ্রান্ত সকাল...

সেই সকল মানুষগুলোর রাত্রি জমানো ঘুমন্ত চোখে
আঁকা হয়েছিলো স্বাধীনতার প্রথম স্বপ্ন
ওরা আর দেখতে পায় নি লাল সবুজ
লাশের শহরে অভিশাপ রচিত হয়েছিলো
আলোহীন ভোরের দায়ভার বক্ষে নিয়ে
লাশের এলোমেলো রুলটানা খাতায় দস্তখত করেছিলো
যত চাষাভুষা, অশিক্ষিতের দল, শিক্ষিত, লেখক, কবি...

প্রেমের কবিতায় কবির আবেগের ঝড় বয়
প্রিয়তমার নিকট প্রেমিকের আকাশ ছোঁয়া অনুভূতি ঝরে পড়ে
কেউ কী জানে- আবেগের সর্বোত্তম সংজ্ঞা কী?
কেউ কী ধারণা রাখে- অনুভুতির সঠিক গভীরতা সম্পর্কে?
অস্ত্র ধরে হয় নি এই বাংলা স্বাধীন!
কেউ কী গভীরভাবে অনুভব করার ক্ষমতা রাখে -
মাথা উঁচু করে অবলীলায় দাঁড়িয়ে মৃত্যুকে বরণ করে নেয়ার শক্তি সম্পর্কে?
এই আবেগ, এই অনুভূতি, এই শক্তি -কী তার সংজ্ঞা?

না, হারিয়ে যায় নি এখনো সেই আবেগ, সেই অনুভূতি, সেই শক্তি ।
এখনো চোখের উত্তপ্ত জল ঝরানো বীর
এখনো গাঢ় দীর্ঘশ্বাস ফেলানোর বীর;
একটি স্বাধীন সূর্য বক্ষে নিয়ে নিভৃতে বেঁচে আছে
তাঁদের চোখে লেখা রয়েছে স্বাধীনতার সঠিক মূল্য
তাঁদের দীর্ঘঃশ্বাসে ঝরে পড়ে সেই পরাধীনতার গ্লানি
নির্মমতা, দাসত্বের পঁচনধরা ক্ষত বুকে এখনো অমলিন
সেই ক্ষতের তীব্র যন্ত্রণা তাঁদের দেয় নি ঘুমোতে ।

তোমাদের কী কোন ধারণা আছে এমন আত্মা সম্পর্কে?
যে আত্মায় সম্ভ্রমহানির কলঙ্ক স্বাধীনতা হয়ে গেঁথে থাকে
যে আত্মা স্বাধীনতার বিনিময়ে মৃত্যুলগ্নে জলের আপ্যায়ণ ফিরিয়ে দিয়েছে
আঁচলের কার্ণিশের নোনাজলে জমাটবাঁধা সন্তানের প্রিয়মুখ ।
অপেক্ষার নৃশংস কাঁটাতারে এমনি করে স্বাধীনতা ঝুলে ছিলো
দীর্ঘতর নয়মাস, ত্যাগ ভারী হয়েছিলো সেকেন্ড মেপে।

স্বাধীনতা নয় উড়ন্ত বিহঙের দিকে তাকিয়ে থাকার শিহরণ
স্বাধীনতা হচ্ছে সেই বিহঙের হৃদয় বিগত ইতিহাসে কতটুকু পুড়েছে তার তীব্র অনুভব...




ছবি বন্ধু- গুগল ইমেইজ ।

মন্তব্য ৫৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৮

ওমেরা বলেছেন: আজকে কালো রাত্রি ! কালো রাতের পরেই আলোকিত ভোর হয়।

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যাঁ, সেই ভোর স্বাধীনতা । সেই ভোর লাল সবুজের বিজয়উল্লাস ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৪

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: মুগ্ধ হলাম....

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:৫০

মলাসইলমুইনা বলেছেন: স্বাধীনতার কবিতায় একরাশ ভালো লাগা ....

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৪| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১২

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

আপনার জন্যও শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

৫| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় আমাদের স্বাধীনতার রক্তাক্ত ইতিহাস আছে!

আছে মন আর্দ্র করে দেয়া ভয়াল সে রাত, সাকাল, দিনের বর্ণন।


ভালো লেগেছে! :)

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

৬| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় ভালোলাগা ও ভালোবাসা।।

২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

৭| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২১

জাহিদ অনিক বলেছেন:


কিভাবে যেন একটা স্বাধীনতা পেয়ে গেছি, স্বাধীনতা পেয়েই যে যেভাবে পেরেছি ছুটে গেছি বিজয় উল্লাস করতে।
একটা স্বাধীনতা হয়ত পেলাম কিন্তু একতা পেলাম না।

স্বাধীনতার রূপ বিশ্লেষণ করেছেন বেশ চমৎকার ভাবে।
স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।

২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০২

কথাকথিকেথিকথন বলেছেন:




হুম, স্বাধীনতায় এখনো দীর্ঘশ্বাস লেগে আছে । দৈনন্দিন জীবনযাপনে আমরা অনেক ক্ষেত্রেই হেরে যাই ।

সুন্দর মন্তব্যে ভাললাগা রইলো ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভেচ্ছা ।

ভাল থাকুন ।

৮| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লিখেছেন । কবির আবেগ সুচারু ভাবে ধারণ করে কবিতা প্রচেষ্টা।সুন্দর হয়েছে । :)

২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

৯| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সুমন কর বলেছেন: বেশি সুন্দর লিখে ফেলেছেন। অসাধারণ হয়েছে।

২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা ! মন্তব্যে ভাললাগা ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন সবসময় ।

১০| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: হৃদয়ের আবেগ ঢেলে চমৎকার একটি কবিতা লিখেছেন। খুব ভাল হয়েছে, খুব ভাল লেগেছে। + +
"কলরবহীন শহুরে কাকের একটি সকাল - চমৎকার একটি অভিব্যক্তি!

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ । আপনার খুব ভাল লেগেছে জেনে আরো বেশি ভাললাগলো ।

অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইল ।

১১| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৯

তারেক ফাহিম বলেছেন: স্বাধীনতা শুধুই বই পুস্তুকের পাতা :((

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:



শুধু পুস্তকে রেখে দিলে হবে না । মনেও গেঁথে নিতে হবে ....

অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা ।

১২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একটা বিষয়ে কতটা জানলে এরকম আবেগময় কথা বেরোয় বা সম্ভব সেটাই ভাবছি।
কবিতা কতটা ভালো লেগেছে তা কিকরে প্রকাশ করবো!

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবার জন্য

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর মন্তব্যে ভাললাগলো বেশ ।

আপনার জন্যও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৫

ধ্রুবক আলো বলেছেন: অনুভূতি গুলি হারিয়ে যায়নি। শক্তি ও সংজ্ঞা হারিয়ে গেছে মানুষের আজকাল।

কবিতা খুব সুন্দর লাগলো ।

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:



অনুভুতিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শক্তি এবং সংজ্ঞা নিয়ে এগিয়ে যেতে হবে....

মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

১৪| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইল ।

১৫| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১

শায়মা বলেছেন: অনেক অনেক কষ্টের পর অর্জিত স্বাধীনতা.....

তবুও আজ গৌরবের ও আনন্দের ......

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক কষ্টের অর্জনগুলিই তো গৌরব । সেই গৌরবকে সঠিকভাবে অনভব করে এগিয়ে যেতে হবে....

সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক ।

স্বাধীনতার শুভেচ্ছা রইলো ।

শুভ কামনা রইলো ।

১৬| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৯

সোহানী বলেছেন: অনেক অনেক ভালো লাগলো প্রিয় কবি......... ব্লগের আরেক কবি রত্ন ;)

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা হা ! ব্লগের কবি রত্ন !

অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

১৭| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪১

নীলপরি বলেছেন: অসাধারণ প্রকাশ । +++++

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ।

স্বাধীনতার শুভেচ্ছা।

শুভ কামনা রইলো।

১৮| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



একদিন সকল আত্মার মুক্তি হবে! মুক্তির প্রকৃত স্বাদ সেদিন বাংলার বুকে নেমে আসবে!

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:



কবিরা সবসময় আশাবাদী । একদিন মুক্ত হবে সকলের হৃদয়...

অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

১৯| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:২১

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ।
কথা গুলো বেশ ভালো লাগলো

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

২০| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




গভীর অনুভব নিয়ে ফেলে আসা এক একটি সকালের জন্ম দেখলুম । তেমন আবেগ নিয়ে আজও এক একটি সকাল দেখা দেয় , সে সকালের আলোয় আমরা জমাট বাঁধা কালো মেঘগুলোকে ঢেকে দিতে চাই ।

খুব ভালো হয়েছে কবিতাটি , অন্য রকম স্বাদের ।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যা, কালো মেঘগুলো ঢেকে যাক হৃদয়ের আলোয়.... প্রতিটি ঘরের সকালগুলো হোক স্বাধীন ।

সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা ।

অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

২১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৩

আখেনাটেন বলেছেন: সেই কালো রাত্রী নিয়ে বিশদ আকারের একটি চলচ্চিত্র বানানো সরকারের নিজ উদ্যোগে দরকার। জাতির যুদ্ধোত্তর প্রজন্মকে জানানো দরকার কি বিভীষীকাময় ছিল সেই কালো রাত।

কবিতা পাঠে শিহরিত হলাম।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:



আপনার সাথে আমিও একমত । কিন্তু ব্যাপারটা বেশ কঠিন হবে । কারণ এর মধ্যে রাজনীতি জড়িত আছে । তাই কেউ হয়তো সাহস করতে চাচ্ছে না ।

সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ ।

অনেক ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা রইলো ।

শুভ কামনা রইলো ।

২২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৩:১৯

আমি মাধবীলতা বলেছেন: গভীর অনুভূতিগুলো প্রকাশ করা সহজ নয় । সে কাজটিই করে ফেললেন ।
শুভকামনা ।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা।

স্বাধীনতার শুভেচ্ছা।

অনেক ধন্যবাদ।

আপনার জন্যও শুভ কামনা রইলো।

২৩| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: গতানুগতিকতার বাইরে
হৃদয়ের গভীর ব্যাথা নিয়ে পিছূ ফিরে তাকানো
সে সময়ের যাতনাকে বক্ষে ধারন করে আঁকা এক অমর চিত্রকর্ম কাব্য :)

মুগ্ধ কবি। শুভেচ্ছা রইল

++++++++

অট:
শেষ প‌্যারায় একটা টাইপো চোখ লাগল- যে আত্মায় সম্ভ্রমহানীর কলংক টা কি কলঙ্গ হয়েছে! না কলঙ্গ কোন বিশেষ অর্থে লিখেছেন?

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

কথাকথিকেথিকথন বলেছেন:




টাইপো ঠিক করে দিয়েছি। কৃতজ্ঞতা রইলো।

সুন্দর মন্তব্যে বেশ ভাল লাগলো।

অনেক ধন্যবাদ।

স্বাধীনতার শুভেচ্ছা।

শুভ কামনা রইলো।

২৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চমৎকার কবিতা

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ।

স্বাধীনতার শুভেচ্ছা।

শুভ কামনা রইলো।

২৫| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮

ভূত গোয়েন্দা বলেছেন: ভালো ছিলো ধন্যবাদ লেখা লেখির জন্য নতুন একটি ব্লগ খোলা হয়েছে যারা লিখতে পছন্দ করেন কন্ট্রিবিউট করবেন সবাই হরর গল্প আর অনন্য বাংলা গল্প

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনাকে ধন্যবাদ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাল লাগার কবিতাটি প্রিয়তে নিয়ে গেলাম ।
পরে সময় করে আবার আসব ।
শুভেচ্ছা রইল

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:


সুন্দর মন্তব্যে এবং প্রিয়তে নিয়েছেন জেনে ভাললাগা অনেক ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন সবসময় ।

২৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগেই পড়ে গেছি, কমেন্ট করা হয় নি। অসাধারণ। কপিপেস্ট অপশন নাই বলে পছন্দের অংশ কোট করা গেলো না।

শুভেচ্ছা।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:





আমি তো মাঝে মাঝে চরণ স্তবক গুণে গুণে দিয়ে কোট এর কাজ সারি!!

সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ ।

স্বাধীনতার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৪

খায়রুল আহসান বলেছেন: আমি তো মাঝে মাঝে চরণ স্তবক গুণে গুণে দিয়ে কোট এর কাজ সারি!! - আমিও মাঝে মাঝে তাই করি! :)

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:





উপায় নেই তাই কী আর করা !

ফিরতি মন্তব্যে অনেক ভাললাগা ।

শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.