নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

ভাবনায় কবি...

০৭ ই জুন, ২০১৮ রাত ১১:৫৭


কবিতা লেখার মত যথেষ্ট পরিণত হাত আমার নেই, মস্তিষ্কও নেই । বিপরীত অর্থে, কবিতা না লিখলে ভাতে মরার ব্যাপারও নেই, অর্থনৈতিক সমৃদ্ধি রুখে যাওয়ার মত ঘটনাও ঘটে না । তবুও কবিতা লিখি, কবিতা লেখা হয়ে যায়, হয়তো কবিতার মত নয় ! কবিতার মধ্যে একপ্রকার যাদুবিদ্যা রয়েছে । কবিতা লিখতে বসলে হৃদয়ে এক ধরণের অলংক্রিয় অনুভব খেলা করে। কেউ কেউ এই অনুভবকে উপভোগ করার চেষ্টা করে, কেউ কেউ এড়িয়ে যায়। কাব্যিক মন সার্বজনীন । যারা অনুভব করে তাদের কিছু লিখতে ইচ্ছে করে, কিছু না লিখলে অস্বস্তি লাগে। মানুষের হৃদয় যতদিন আছে, কবিতাও ততদিন থাকবে । হৃদয়কে এড়িয়ে চলার ক্ষমতা মানুষের নেই । তবে শতকরা অনুপাতে সিংহভাগ মানুষ কবিতা এড়িয়ে চলে । কবিতাভিত্তিক হৃদয় মূলত বিরল, এমন হৃদয় মানুষকে নিঃস্ব করে দেয়ার মত ক্ষমতাবান !

কবিতা সন্ধানীরা স্বার্থান্বেসী হতে পারে না, খুব সম্ভবত এখানেই নিঃস্ব হওয়ার বীজ লুকিয়ে থাকে । কবিতা ধরতে ধরতে কবিরা নিজের অজান্তে উজাড় হয়ে যায় ! আত্মিক সম্পর্কে গভীরভাবে জড়িয়ে পড়ে । এখানেই মূলত আমার ভীষণ ভয়, এই জগত মারাক্তক ধরণের নেশাগ্রস্ত, গোগ্রাসে গিলে ফেলে মানুষের পুরো হৃদয়। স্বাভাবিক জীবনে হামলে পড়ে বেখেয়াল, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে বেখবরগুলো । কিঞ্চিৎ বিষয়গুলোয় গভীর অন্তর্ধান এ জন্য দায়ী । কিছু বিষয়ে দায়বদ্ধ হয়ে আঁটকে পড়ে কাব্যিক জীবনের এক গোলোক ধাঁধায় । এখন পর্যন্ত কেউ এ বিষয়ে উদ্ধারনীতি প্রণয়নের কোন পদক্ষেপ নেয় নি । কবিতাগ্রস্ততার দায় যেন শুধু উক্ত কবিই বহন করবে ! আত্মঘাতী বিষয়ে পৃথিবীর আগ্রহ যথেষ্ট পরিমাণে নেই । কবিদের হয়তো পৃথিবী ভাবে আত্মঘাতী সাবজেক্ট ! তাই কী হয় ! উজাড় করে দেয়ার সম্পর্ক তো মহৎ কাজের সাথে সম্পৃক্ত, তবে কেন কবি আত্মঘাতী ! নির্মমের সাথে তার বোঝাপড়া নেই তাই ? সে স্বচ্ছ দৃষ্টিতে অস্বচ্ছতাকে দেখতে চায় তাই ? পৃথিবী এ বিষয়ে কোন প্রকার জবাব সংরক্ষিত রাখে নি । হয়তো কবিদের বিষয়ে কোন জবাব থাকে না, প্রশ্ন দিয়ে হয়তো কবিদের খণ্ডন করা যায় না.....

ওরা দৃশ্যমান অদৃশ্য....
সম্ভাব্য কিছুতে নিমগ্ন ব্যাখাতীত কেউ একজন....
দরজাহীন ঘরে বসতকারী কোন আগুন্তুক...

হয়তো নিজেকে চিনে ফেলার ভয়ে কুঁকড়ে থাকা কোন ঘরকুনো....



ছবি বন্ধু- গুগল ইমেইজ !

মন্তব্য ৪০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ রাত ১২:০৪

কাইকর বলেছেন: বাহ

০৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।

২| ০৮ ই জুন, ২০১৮ রাত ১২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবি আর কবিত্ব সম্পর্কীয় দারুণ সব কথা বলেছেন ভাই, ভালো লাগলো কবি মন বিশেষণ।

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনার মন্তব্যে বেশ ভাল লাগলো ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৩| ০৮ ই জুন, ২০১৮ সকাল ৭:৫২

সোহানী বলেছেন: কঠিন কথাবার্তা। কবিতা লিখার যোগ্যতা নেই তাই তাদেরকে বোঝারও ক্ষমতা নেই.........

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:০৮

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা । কবিতা লিখতে না পারা একটা বড় যোগ্যতা ! কবিতা লিখে কী হবে !

মন্তব্যে ভাল লাগা ।

শুভ কামনা রইলো।

৪| ০৮ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৮

সুমন কর বলেছেন: কবিতা নিয়ে আপনার চিন্তাগুলো পড়ে ভালো লাগল। তাই তো বলে, "কবি যে কোন চুলোয় যাবে, কেউ জানে না..."
শুভ সকাল।

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা ! কথা সত্য । কবিরা যে কী ভেবে নিয়ে হাঁটে তা বোঝা বড় মুশকিল !

মন্তব্যে বেশ ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইল ।

৫| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:১৭

জুন বলেছেন: প্রথম দু লাইনেই আমার মনের কথাটি বলে ফেলেছেন কথাকেথি। তাই আমিও কবিতা লিখতে চেষ্টা করি না:( আপনার লেখেটি ছোট হলেও ভালোলাগলো অনেক ।
+

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:



ইবনে বতুতাদের কবিতা লিখতে হয় না । ওরা কবিতার মত যতসব দারুণ দারুণ জায়গা ঘুরে বেড়ায় !! কবিতা লিখতে হয় ঘরকুনোদের !!

সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ।

শুভ কামনা রইলো ।



৬| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:২১

জাহিদ অনিক বলেছেন: কবিতা যে কিভাবে হয়ে যায়-------- বুঝতেই পারি না

১০ ই জুন, ২০১৮ রাত ৮:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:





বুঝতে না পারাটাই বোধয় ভালো। এতে যোগ্যতাটা প্রাকৃতিক থাকে! কবিতার ক্ষেত্রে এটা জরুরী।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৭| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা লেখার প্রতিভা সবার থাকেনা।। :P


একারণে সারজীবন শুধু অকবিতা লিখে গেলাম ।। :(


১০ ই জুন, ২০১৮ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনি তো বেশ মনযোগী কবিতা লেখক। কবিতা না হয়ে যাবে কোথায়!


অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

৮| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৬

ঋতো আহমেদ বলেছেন: বেশ লিখেছেন। শুধু প্রথমে মস্তিষ্ক বিযয়ক কথা আর শেষ লাইন টা পছন্দ হয়নি।

১১ ই জুন, ২০১৮ দুপুর ২:০২

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ।

ভাল থাকুন ।

৯| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার বিশ্লেষণ খুব সহজ ও সুন্দর! পোস্টে প্লাস!

১১ ই জুন, ২০১৮ দুপুর ২:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১০| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

সিগন্যাস বলেছেন: আপনার শেষ কবিতা যেটা পড়েছিলাম সেটা মনে রাত্রি বা ওই টাইপের কিছু হবে।আজ অনেকদিন পরে আপনার লেখা পড়লাম।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৮

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ পড়ার জন্য।

শুভ কামনা রইলো ।

১১| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রবণতা অনেকের মধ্যে থাকে তবে প্রকাশ সবার দ্বারা হয় না। প্রকাশের স্তরেও ভেদ আছে।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যাঁ, তা তো অবশ্যই । কেউ ভাল ভাবতে পারে কিন্তু প্রকাশ করতে পারে না । কেউ ভাবতে পারে কম কিন্তু প্রকাশ করতে পারে বেশি । আবার সবারই আলাদা আলাদা প্রকাশ ভঙ্গিমা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১২| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: কবি এবং কবিতা দু'টাতেই আমার অনেক রাগ।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:




কবি এবং কবিতার উপর অনেকেরই রাগ রয়েছে । এটাকে যুক্তিসঙ্গত বলা যায় ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৩| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কতকথাকথিকথনে কবিকথার কথকতায় কবির কথ্যঅকথ্য কথন, কথাস্বত্তার কথন কাহন।
কতইনা মুগ্ধতা :)

কবির ভাবনা যে বোঝে এত গহনে
সেইতো বড় কবি :)

++++++

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা! এ কী করেছেন আমার নাম দিয়ে!

মন্তব্যে ভাললাগা বেশ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৪| ০৮ ই জুন, ২০১৮ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



সুন্দর লেখা । কবি ও কবিতার ব্যবচ্ছেদ ।
আমার তো মনে হয় কবিতাকে ভয় পাওয়ার কিছু নেই । কবিতা আসে জীবন থেকেই , নিজের চারিধার থেকেই । এর জন্যে মুনি-ঋষিদের মতো পাহাড়ে-পর্বতে , বনে-জঙ্গলে কিম্বা নির্জন কোথাও যাবার দরকার নেই । নিজের চারপাশে চোখ বোলালেই কবিতার রসদ মিলে যাবে আপনার ।
কবিতা কবিকে নিঃস্ব করেনা বরং ঋদ্ধ করে । তবে কবিতা লিখতে গিয়ে দেবদাস হলে অবশ্য ভিন্ন কথা । আকাশ যেমন উদার হতে শিক্ষা দেয় , তেমনি আপনার চারধারও আপনাকে কবি হতে শিক্ষা দেয় ।

তাই ভাবাভাবির কিছু নেই , কবিতায় থাকুন অম্লান বদনে .......................

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনার মন্তব্য বেশ লাগলো । হ্যা, কবিতা স্বাভাবিক জীবনেও আসে । স্বাভাবিকভাবেও লেখা যায় , শুধু চিন্তা ভাবনাকে উচ্চতায় রাখতে হয় ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৫| ০৮ ই জুন, ২০১৮ রাত ৯:১৬

বিজন রয় বলেছেন: +++

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৬| ০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৩১

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর করে মনের ভাব প্রকাশ করেছেন!

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৭| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৯

আখেনাটেন বলেছেন: কঠিন কঠিন কথা। কবিরা উঁচু শ্রেণির বাসিন্দা এটা মানি। একবার আমিও উঁচুতে উঠার জন্য চেষ্টা করে পা হড়কে কোমর ভাঙার দশা। :P

তখনই বুঝেছিলুম এত মেধাবী আমি নই। তারচেয়ে যা আছে তাই নিয়ে থাকি...। :D

আপনাকে আর আগের মতো দেখা যায় না ব্লগার কথাকথি...।

১৬ ই জুন, ২০১৮ রাত ৮:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা! এখন কবিতার আর সেই জৌলুস নেই!

আগের মত আসা হয় না। মাঝে মাঝে আসি।

মন্তব্যে ভাললাগা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৮| ১৩ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৭

নীলপরি বলেছেন: আপনার লেখা আমায় বিমুগ্ধ করলো আমায় । আমিও কবিতা লিখতে পারিনা । মনের কিছু কথা শেয়ার করতে চাই । তাও ঠিক পারি না!
শুভকামনা

১৮ ই জুন, ২০১৮ রাত ৯:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনি ভাল লিখেন। মনের ভাবের প্রকাশভঙ্গী সুন্দর।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৯| ১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৫১

সৈয়দ ইসলাম বলেছেন: না না না, কবিদের নিয়ে বিশ্লেষণ করতে যাব না।

আপনার চিন্তা ভাল লাগলো ভায়া :-B

১৮ ই জুন, ২০১৮ রাত ৯:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা!

মন্তব্যে ভাললাগা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

২০| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: কবি ও কবিতা নিয়ে আপনার সুন্দর সুন্দর কথাগুলো এখানে শেয়ার করার জন্য ধন্যবাদ। কবিতা হয়তো সবাই লিখতে পারেনা, তবে বোধকরি সবার জীবনেই কোন না কোন সময় কবিতা লিখতে না পারলেও কবিতা পড়ার এবং শোনার আগ্রহ জাগে। একসময় তিনিও হয়তো বসে যান কবিতা লিখতে। সাহসীরা তা অন্যকে দেখায়, প্রকাশ করে; অন্যরা হয়তো বা ডায়েরীতে কিংবা কম্পিউটারের নোটসে জমিয়ে রাখে।
জুন, দিশেহারা রাজপুত্র, আহমেদ জী এস এবং নীলপরি - এদের মন্তব্যগুলো ভাল লেগেছে। তবে জুন এর কথাটা পুরোপুরি সত্য নয়। আমি ওনার বেশ কয়েকটা উন্নত মানের কবিতা পড়েছি। :)

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:




কবি না হয়েও মনে হয় কবিদের নিয়ে আমার টেনশান বেশি!!

বেশ সুন্দর মন্তব্য। ভাল লেগেছে অনেক।

হ্যা, জুন ভাল কবিতা লেখেন কিন্তু স্বীকার করেন না!

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.