নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নখাম ।

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৭


হৃদয়ের সন্নিকটে বসত করে আকাঙ্ক্ষা
চক্ষে ভাসে ডুবুডুবু স্বপ্নতরী
হৃদয় দেখে একটি ভাবলেশহীন সমুদ্র...

ঘূর্ণায়মান জলরাশি
লেপটে থাকা ফেনা
কূলহারা গাংচিল
নিঃশ্বাসে সুবাতাস
একটি নীল আকাশ
অদৃশ্য এক পথ
চেয়ে থাকা পথিক...
বুক ধুরুধুরু, ভ্রূ কুঁচকানো ।


দূর্গম শাদা খাম...
ছিঁড়ে ফেলার পূর্বে
নোনা গন্ধে উচ্ছ্বাস!
বুকভরা দৃঢ়তা
ভীতু নিঃশ্বাস
থাকলো এবারও শুভকামনা...

চিঠিসিন্দুকে হলো জমা
আরেকটি রঙিন খাম
ছেঁড়া হয় নি আর....
স্বপ্ন ছিঁড়ে যেতে পারে বলে!


ছবিবন্ধুঃ গুগল ইমেইজ ।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: বেশ কয়েকটা বানান ভুল আছে। এডিট করে ঠিক করে নেন।

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:




আমি বানানে এতো অভিজ্ঞ নয় । বানানগুলো ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো ।

২| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

সিগন্যাস বলেছেন: কিছু বুঝলাম না /:) /:) /:)

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:



কেন ! কবিতা তো বেশ সহজ শব্দে লেখা !!

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৩| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

কাইকর বলেছেন: ভালোই

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৪| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সৈয়দ ইসলাম বলেছেন: কবিতা ভাল লাগলো প্রিয় কবি।
ভালো লাগা প্লাসগুলো সব আপনার জন্য+++++



পুরাতনরা দিনদিন হারিয়ে যাচ্ছেন, তাদের ফেরানর ব্যবস্থা করুন!

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:২২

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে ভাললাগা।

ব্যাস্ততা মানুষকে পুরনো করে দেয়। তারপরও বলি সবাই আবারো ফিরে আসুক।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৫| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: ছোট ছোট দীর্ঘশ্বাসের মতো লাইনগুলো......দারুণ লাগল।

২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:


মন্তব্যে ভাললাগা রইলো ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৬| ২৩ শে জুন, ২০১৮ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




জীবনের কিছু কঠিন রঙিন খাম, না ছেঁড়াই ভালো তাতে স্বপ্নেরাও ছিঁড়ে যেতে পারে !

ভালো হয়েছে ।

২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যা, সুপ্ত কিছু স্বপ্ন থেকে যাওয়া ভাল । জীবনকে উপভোগ্য করে তোলে ।

সুন্দর মন্তব্যে ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইল ।

৭| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: শিরোনামটাই পড়তে বাধ্য করে । খুব সুন্দর ।++++++

২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৮| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৫৩

সোহানী বলেছেন: অনেক কিছু একসাথে এসে পড়েছে। তারপরও একটা ছন্দ আছে...........

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৮

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগা বেশ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৯| ২৩ শে জুন, ২০১৮ রাত ১১:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: স্বপ্ন ছেঁড়া ঠিক না কবি ! ;)

কবিতা পড়ে মন খারপ হয়ে গেল।

কবিতা ভালো লিখেছেন।।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা ! তাই তো ছিঁড়ি নাই !

মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১০| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আমি বানানে এতো অভিজ্ঞ নয় । বানানগুলো ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো ।

না আমি পারবো না।
আপনি খুঁজে নিন।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:




ধন্যবাদ আপনাকে ।

ভাল থাকুন ।

১১| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৮

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লেগেছে +

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১২| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চিঠি কিংবা রঙিন খাম না ছিড়ে থাকা যায়না।

++

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

কথাকথিকেথিকথন বলেছেন:


হ্যা, তা তো নিশ্চয় ! চিঠির মধ্যে কী আছে এই ভাবনায় ঘুম আসে না চোখে !!

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৩| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৮

নতুন নকিব বলেছেন:



আকাঙ্খা
দুরুদুরু
সাদা

একনজরে যা পেলাম, আপাতত: কষ্ট করে এই ক'টা একটু ঠিক করে নিলে কৃতজ্ঞ হব। রাজীব নূর বানান সচেতন। তাকে ধন্যবাদ।

কবিতা সুন্দর হয়েছে। প্লাস দেয়া হল।

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

কথাকথিকেথিকথন বলেছেন:




আকাঙ্ক্ষা বানানটা আমার ভুল হয়েছে ঠিক করেছি । আকাঙ্ক্ষা বাননাটা 'ক্ষ' দিয়ে হবে ।
ধুরুধুরু শব্দের ব্যবহারও রয়েছে।

'শাদা' শব্দেরও ব্যবহার আছে । কবিতার ক্ষেত্রে এই শব্দটা ভাল মানায় বলে আমার মনে হয় তাই ইচ্ছে করে এই বানানটা দিয়েছি । ধপধপে সাদা বুঝাতে 'শাদা' শব্দটি ব্যবহার করেছে অনেক লেখক।

রাজীব নুর ভাইয়ের বানান সচেতনতা অত্যন্ত ভালো একটা গুণ ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ বানান নিয়ে এই পর্যালোচনার জন্য । বেশ ভাল লাগলো ।

শুভ কামনা থাকলো ।

১৪| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকুন ।

আপনিও ভালো থাকুন।

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০

কথাকথিকেথিকথন বলেছেন:




ফিরতি মন্তব্যে আপনাকেও অনেক ধন্যবাদ ।

আপনার জন্য থাকলো শুভ কামনা ।

১৫| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৬| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:০২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনামে সুন্দর কবিতা, ভাল লেগেছে। + +
স্বপ্ন ছিঁড়ে যেতে পারে বলে অপঠিত রঙিন চিঠিটি (খামটি) চিঠিসিন্দুকে জমা হলো - ভাবনাটা ভাল লাগলো।

২৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:






সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক।

অসংখ্য ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৭| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় সমুদ্র প্রেম খুঁজে পেলুম! শুভেচ্ছা কবি! এমন কবিতা আরো চাই!

২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:





চমৎকার মন্তব্যে অনেক ভাললাগা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৮| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৩

জুন বলেছেন: টিনের রঙ চঙ্গে বাক্সের ডালা ওল্টালে হয়তো কিছু হলুদ অথবা নীল রঙের এরোগ্রাম বের হয়ে আসবে কথাকেথি । তবে এখন নৈব নৈব চ । এখন সব কিছু ই-মেইল বা ভাইবার হোয়াটস এপে। কে আর কালি কলম নিয়ে বসে, পোষ্ট করার আগে তাতে ঢেলে দেয় একফোটা স্বল্পদামী সুবাস ।
অপঠিত চিঠিটি অপঠিতই থাক । কবিতাটি সুন্দর লাগলো কবি।

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:





স্বপ্নখামো কী ডিজিটাল হয়ে গেছে! যা হৃদয়ের গহীনে বাক্সে রাখা থাকে!

চমৎকার মন্তব্য। খুব ভাল লাগলো। যেন কবিতার মত....

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৯| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৫১

আখেনাটেন বলেছেন: আপনার কবিতা পড়ার আগে ভাবছিলুম এবারও বুঝি দাঁত ভাঙার দশা হবে। কিন্তু এ যে দেখছি মসৃন পথে ঝর্ণাধারার বহমান গীত।

গীতল কবিতা। ভালো লাগে নি বললে পাপ হবে। :D

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:







হা হা! মজার মন্তব্যে ভাললাগা অসংখ্য।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো ।

২০| ৩০ শে জুন, ২০১৮ রাত ১০:৪১

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা কবিতায় ++++
শুভ কামনা আপনার জন্য।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ।

আপনার জন্যও শুভ কামনা অশেষ।

২১| ৩০ শে জুন, ২০১৮ রাত ১০:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা! সুখপাঠ্য!

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

২২| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:১১

জাহিদ অনিক বলেছেন:
আসছে খবর হবে খিদের অবসান
চিঠি পৌছে যাবে সবুজ গ্রামে


কবিতা সুন্দর হয়েছে

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যা, সবুজ গ্রামে... শ্যামল মাঠে প্রান্তরে.....


অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।

২৩| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫

তামান্না তাবাসসুম বলেছেন: মুগ্ধতা !

অনেক দিন নতুন লেখা দেন না। আবারো লিখুন।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:





লেখা আসছে না তাই লেখা হচ্ছে না। মূলত ভাবনার সময় পাচ্ছি না! আবার ভাবনায় আসলেও লেখার সময় পাচ্ছি না!

মন্তব্যে ভাললাগা বেশ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

২৪| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: বুক ধুরু ধুরু করে না দুরু দুরু করে......



স্বপ্ন ছিড়ে যাবার ভয়ে খামই খুলো না!!!!! #:-S

এটা কেমন কথা!!!

জীবনে নো রিস্ক নো গেইন ......



১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:




ওটা ইচ্ছেপ্রনোদিত ভুল। গম্ভীর ধুরুধুরু!

কিছু স্বপ্নখাম খুলতে নেই। রেখে দিতে হয় সযত্নে হৃদয়ে, ওদের ভালবেসে।

অনেক ধন্যবাদ।

অনেকদিন পর আসলেন।

ভাল লাগছে দেখে।

শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.