নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

সে দিয়েছে শূন্যতা তোমায়...

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

প্রণয় তোমার দীর্ঘ হলো
অনুভবে কেটেছে প্রহর
আকাশ দিয়েছে মেঘ
রাত্রি দিলো আঁধার
সে দিয়েছে এক বুক নিঃশ্বাস...

ঠিকানাহীন একগুচ্ছ চিঠি
পথিক হাঁটে থলেভর্তি কাঁধে
দৃষ্টিভরা তার মরুভূমি
শুকনো চোখে তীব্র সমুদ্র....

জানালায় উড়ে ফুলভর্তি ওড়না
দেয়াল ঘেঁষে উঠছে প্রহর
তোমার প্রণয় বাড়ছে ক্রমশ
চোখে রেখেছো উড়ন্ত মেঘদল
সে দিয়েছে বৃষ্টি তোমায়....

ব্যাগের বাঁধন খুলে পড়ে তার
চিঠিগুলো উড়াল দেয়
একঝাঁক বোনো হাঁসের মত...
পথিকের সকল চেনা পথ খসে পড়ে
মুছে যায় হৃদয়ের সকল মানচিত্র
যার প্রতিটি ম্যাপ- তোমার পদচিহ্ন....

যে গোপন সিন্দুক রয়েছে তোমার
যা দেখে নি কেউ!
যার খবর জানে না কেউ!
যার খবর রাখে না কেউ!
যেখানে জমিয়েছো অপঠিত চিঠিগুলো
খুলে দেখেছো কী কখনো সেই সিন্দুক?
দেখেছো কী চিঠিগুলো কেমন আছে?
তোমার মনে পড়ে রূপালি ফাগুন...
এলোমেলো সবকিছু
পড়ে থাকা খোলা সিন্দুক
সে দিয়েছে শুধু শূন্যতা তোমায়....




মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার মনে পড়ে রূপালি ফাগুন...
এলোমেলো সবকিছু
পড়ে থাকা খোলা সিন্দুক
সে দিয়েছে শুধু শূণ্যতা তোমায়....

.......................................................... জীবন থেকে ভালবাসা হারায়ে গেলে
চারিদিক শুণ্য শূণ্য ই মনে হয়

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যাঁ, শূণ্যতায় গড়ে উঠে হৃদয়ের কিছু অংশ। যা ভাবতে শেখায় না পাওয়া কিছুকে!

মন্তব্যে ভাল লাগলো।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

২| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে ভাললাগা রইলো

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০০

বিজন রয় বলেছেন: শিরোণাম ও শেষ লাইনে শূন্যতা বানান ঠিক করে দিন।

কেমন আছেন?

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:




বানান ঠিক করে দিয়েছি। অনেক ধন্যবাদ।

হ্যাঁ ভাল আছি। আপনি কেমন আছেন?

শুভ কামনা রইলো।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সুমন কর বলেছেন: থাক ! সেসব চিঠি ওভাবেই পড়ে থাক !!

ভালো হয়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আগে পড়িনি, শুধু দেখে গেছি; যখন প্রথম পাতার প্রথম সাড়িতে ছিল। অসাধারণ হয়েছে প্রথমাংশ।

প্লাস+++


তা আপনি কেমন আছেন!

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:





ভালো লাগলো সুন্দর মন্তব্যে।

আমি ভাল আছি। আপনি কেমন আছেন?

অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাল থাকুন।

আপনাদের এমন দু'আয় আমি কি আর খারাপ থাকতে পারি! আলহামদুলিল্লাহ আমি চমৎকার আছি।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:





ফিরতি মন্তব্যে অনেক ধন্যবাদ। ভাল আছেন জেনে ভাল লাগলো।

শুভ কামনা রইলো।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: চোখে রেখেছো উড়ন্ত মেঘদল
সে দিয়েছে বৃষ্টি তোমায়...
- খুব সুন্দর!
মায়াময় কবিতা, ভাল লেগেছে। + +

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ২:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:






মন্তব্যে ভাললাগা বেশ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.