নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি জাগানিয়া প্রাণের শহর

২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪০



বেড়ে উঠেছিলাম ঢাকার আলো বাতাসে। বোধ-বুদ্ধি হওয়ার পর থেকেই ঢাকা ছিল আমার একান্ত আপন শহর। রাস্তার পাশে টং দোকানে উঠতি ছেলেদের ভিড়। ফুচকার গাড়ী। রিকশার টুং টাং শব্দ। ঝাল মুড়ি। রাস্তার মোড়ে ছোট্ট ঝুপড়িতে শীতের বিকেলে ধোঁয়া উঠা ভাপা পিঠা। কয়েক রকমের ঝাল ঝাল ভর্তার সাথে গরম চিতৈ পিঠা। এসবই ছিল একসময় দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে।

একদিন আটলান্টিক পাড়ি দিয়ে প্রাণের শহর ছেড়ে অনেক অনেক দূরের অচেনা একটি শহরে চলে আসলাম। প্রথম তুষার দেখার আনন্দ অথবা মাইনাস ডিগ্রিতে তিন/ চারটা সোয়েটার মুড়িয়ে নেয়ার মাঝে আবিষ্কার করলাম ঢাকার রাজপথে ঝমঝম বৃষ্টিতে হুড খোলা রিকশায় দামাল হাওয়ায় ভিজে একাকার হওয়াতে সে কি ভীষণ আনন্দ থাকতো!

ঢাকা ছিল আমার প্রাণের শহর । কখনও এই শহর ছেড়ে দূরে থাকতে পারবো এই ব্যাপারটা ছিল খুব আবছা। ঢাকার ধুলোমাখা পথ। রাস্তার টং, ফুচকা, ট্রাফিক জ্যাম জীবনে এমনভাবে জড়িয়ে ছিল যে কখনো ভাবিনি এই অনুভূতিটা আবার কেমন! ঠিক যেন অনেকটা মায়ের আদরের মতন!

আটলান্টিকের এপারে অনেকটা বছর কেটে যাওয়ার পর সেই অনুভূতি একটু একটু করে ফিকে হয়ে আসলেও প্রচণ্ড শীতে ভীষণ মনে পড়ে যায় আমার প্রাণের শহরটিকে।

ইতিমধ্যে পেরিয়ে গেছে অনেকগুলো বছর। পাল্টে গেলো পরিচয়। এখন আমার কাছে চেনা শহর হলো যেখানে আমার সংসার, আমার পরিবার। আমার ব্যস্ত জীবন। তবুও প্রিয় শহরটিকে ঘিরে মনের গভীরে হুটহাট কতো ছবি, কতো স্মৃতি মনে পড়ে যায়। টুকটাক স্মরণীয় হয়ে থাকা কেউকেউ মননে মগজে কড়া নাড়ে!

এখনো এতদূরে ব্যস্ততায়/ অবসরে ঢাকা শহরের মার্কেটে লাউড স্পিকারের শোনা কোন গান যখন কানে বাজে হৃদয়ের গহনে নীরবে নিভৃতে বয়ে চলা স্মৃতির গল্পগুলো কলকল শব্দ তুলে ছুটে বেড়ায় তুমুল বেগে!

ধূলায় ধূসরিত হয়ে আছে আমার প্রিয় শহর। ট্র্যাফিক জ্যাম আর ক্ষয়ে যাওয়া রাস্তায় জমে থাকা নোংরা পানি। তারপরেও প্রিয় শহরটিকে দেখবো বলে ছুটে যাই, ছুটে যেতে ইচ্ছে করে অবিরাম।

ঢাকাকে আমি ধারণ করেছি বুকের গভীরে।

মন্তব্য ৬৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩১

শাহ আজিজ বলেছেন: আমরা প্রকারান্তরে ভেগে যেতে চাই আমাদের প্রিয় শহর ঢাকা থেকে ।

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫২

রাবেয়া রাহীম বলেছেন: আমি অনেকটা ভেগেই এসেছিলাম । কিন্তু ওই যে শিকড়ের টান বলে না ? সেটাই রয়ে গেছে। শিকড় যখন টান দেয় মুলে ফিরে যেতেই হয় । তাই হয়ত বার বার ফিরে যাই নিজের শহরে । নিজের মাটি নিজের মানুষের মতন আপন আর কে আছে !

অনেক ধন্যবাদ আপনাকে ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন:


আমারও শৈশব কৈশর কেটেছে ঢাকায়। খুব আনন্দের ছিলো সেই সব দিনগুলো কিন্তু এক সময় হঠাৎ করে মনে হলো আর এখানে ভালো লাগছে না বড্ড বেশি রকমের ঘিঞ্জি ,ধুলো বালি লোকজনের ভীড় । গ্রাম আমাকে বরাবর আকর্ষণ করতো । একপ্রকার নিজের ইচ্ছাতেই চলে গেলাম গ্রামে। দু এক বছর থেকে হাঁপিয়ে উঠলাম যেন প্রাণের শহরে ফিরে আসতে চাইলাম।
কিন্তু নানা জটিলতায় আর ফিরে আসা গেলো না। এখন আমি ঢাকাকে খুব মিস করি মিস করি হারানো ছেলেবেলা...


পোস্টে ভালো লাগা রেখে গেলাম আপু। শুভকামনা।

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৫

রাবেয়া রাহীম বলেছেন: " এক সময় হঠাৎ করে মনে হলো আর এখানে ভালো লাগছে না বড্ড বেশি রকমের ঘিঞ্জি ,ধুলো বালি লোকজনের ভীড় ।"

এসবের মাঝেই তো নিজের শহরকে খুঁজে পাওয়া । পরিছন্ন চকচকে শহরে থাকতে থাকতে এক সময় হাঁপ ধরে যায়। কাড়ন চকচকে যা কিছু তার ভেতর প্রাণের স্পন্দন কম থাকে যে।

আপনাকে অনেক ধন্যবাদ ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লাগল লেখাটি পাঠে ,
বলতে খুবই ইচ্ছে করে
কুয়াশা মোড়া শীতের ভোরে
ঢাকা তোমায় মনে পড়ে,
গরম গরম ভাপা পিঠা
লাগতো খেতে বড়ই মিঠা
ইচ্ছে করে আসবো ফিরে
আর যাবোনা দূরদেশেতে,
আদর করে রেখো কাছে
আগের মতোাই ভালবেসে
ট্রাফিক জাম নোংরা পানি
কিইবা তাতে যায় আসে
শিতের রাতে কত মানুষ
এখনো ঘুমায় ফুটপাতে ।
স্মৃতিময় প্রাণের ঢাকা শহড়
অনিন্দ সুন্দর হয়ে উঠুক
ছোট বড় সকলের তরে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল




২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

রাবেয়া রাহীম বলেছেন: সত্যিই তো শীতের রাতে কত মানুষ এখনো ঘুমায় ফুটপাতে । তাই হয়ত মন কেমন কেমন করে নিজের দেশের মানুষের জন্য ।
পৃথিবীর সকল মানুষ যদি এক রকম সুযোগ সুবিধা পেতো তবে আমাদের আর নিজের শহর ছেড়ে দূরের শহরকে আপন করার চেষ্টা করতে হত না ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার লেখা না পড়লে জানতে পারতাম না যে জনবহুল, নোংরা, দুষিত ঢাকা শহরকে ভালবাসার মানুষও আছে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১

রাবেয়া রাহীম বলেছেন: ঢাকা নোংরা , দুষিত হলেও ঢাকায় যে প্রাণ আছে এমন কোন শহরে খুঁজে পাই না । তিন ফুট বরফের নীচে যখন পুরো শহর ঢেকে থাকে তখন খুব ইচ্ছে করে রিকশার হুড খুলে পাতলা একটা শাল জড়িয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াই । তাই হয়ত নিজের প্রিয় শহরটিকে খুব মনে পড়ে , তাই ভালবাসি।

অনেক ধন্যবাদ আপনাকে ।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫০

মলাসইলমুইনা বলেছেন: এই শহর এখন সুখস্মৃতি জাগানিয়া নয় সব সময়, তবে এই শহর এখনো অনেক স্মৃতিময় !
লেখাটা ভালো লাগলো খুব তবে আরো বড় করে স্মৃতির কথা লিখতেই পারতেন মনে হয় ।তাহলেও কিন্তু খারাপ লাগতো না ।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

রাবেয়া রাহীম বলেছেন: সুখ স্মৃতি কি সবসময়ের জন্য হয় ! সুখস্মৃতি সামান্য কিছু পাওয়াটাও অনেক বড় ব্যাপার । ঢাকা নিয়ে অসংখ্য সুখ স্মৃতি হাতড়ে বেড়াই সব সময় ।

অপ্রাসঙ্গিক কথা দিয়ে বড় করে লিখতে ইচ্ছে করলো না । যে অনুভব মনে ধরা দিয়েছে সেটুকুই তুলে এনেছি মাত্র ।

আপনাকে অসখ্য ধন্যবাদ

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৯

কামরুননাহার কলি বলেছেন: এই শহরে এখন আমরা যান্ত্রিক মানব হিসাবে বাস করি। এটা সত্যিযে আমরা যখন দূরে কোথাও চলে যাই তখনি মনে পড়ে যায় রেখে যাওয়া আমাদের প্রিয়জনদের কথা, সবুজ বাংলার গ্রামের কথা, আর প্রিয় শহরের কথা। যখন নতুন স্থানে আমরা কোন কিছুর অভাব বোধ করি ঠিক তখনি আমাদের মনে আবেগ ফুটে উঠ্। এটাই প্রকৃতির নিয়ম।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

রাবেয়া রাহীম বলেছেন: "যখন নতুন স্থানে আমরা কোন কিছুর অভাব বোধ করি ঠিক তখনি আমাদের মনে আবেগ ফুটে উঠ্। এটাই প্রকৃতির নিয়ম।"

ঠিক বলেছেন । এই অনুভব হয় যারা নিজের দেশ থেকে অনেক বছর দূরে থাকে ।

যে শহরে আছি এখন সে শহরটি বরফের নীচে ঢাকা । ঘরের বাহিরে বের হতে হলে এক গাদা জামা কাপড় , ভারি জুতা পায়ে দিয়ে বের হতে হয়। একেক সময় মনে হয় বাইরে বেরুচ্ছি না যেন যুদ্ধ করতে বের হচ্ছি। ঠিক তখনি ঢাকা খুব মনে পড়ে । আহারে আমার দেশ ! আমার শহর ! ঢাকায় একটি শাল গায়ে জড়িয়েই ঘর থেকে যখন মন চায় তখনি বের হয়ে যাওয়া যায় ।

অনেক ধন্যবাদ আপানাকে

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৪

রামিসা রোজা বলেছেন:

প্রাণের শহরে প্রতি আলাদা একটা টান আমিও অনুভব করি।
স্মৃতি জাগানিয়া চমৎকার লেখা পড়ে খুবই ভালো লাগলো।
ইনশাআল্লাহ আবারো আসবেন এই দোয়া রাখি ।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১

রাবেয়া রাহীম বলেছেন: গত বছর ঘুরে এলাম । এ বছর ইচ্ছা থাকলে যেতে পারলাম না ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১

পদ্মপুকুর বলেছেন:


আপনার জন্য প্রথমেই একটা গান-
এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।।
মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে
আমাকে করে যায় বড় বেশী এলোমেলো।।
মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর
তমুল উল্লাসে ভরা প্রিয় শহর।।
সেখানে হয়ত সবাই ব্যস্ত মেলে না সময়
তবু সেখানেই ফিরে যেতে চায় ফেরারী হৃদয়
এই একাকী জীবন ভাল লাগে না আমার
বিষন্ন দিনের শেষে বিষন্ন রাতের শেষে।।
মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে
প্রতিটি কষ্টমাখা দিনের ফাঁকে।
হয়ত বদলে গেছ,হয়ে গেছ অচেনা তুমি
তবু তোমাকেই ফিরে পেতে চায় দূরের আমি।।

দ্বিতীয়ত, বহুদিন পর ব্লগে আপনাকে দেখে খুব ভালো লাগলো। বিশেষত, কিছুদিন আগে কেউ একজন পোস্ট করেছিলো যে আপনি নেই, তারপর জানা গেলো যে না, আপনি আছেন, তবে খুবই অসুস্থ। সেসব দিন পার করে আবারও ব্লগে এসেছেন, স্বাগতম।

এই শহরের রুক্ষতার মধ্যেও এক ধরনের মায়াজাল বিছানো আছে বলে আমার মনে হয়। তাই যত দুরেই যাওয়া হোক না কেনো, এর মায়া ছিড়ে বের হওয়া সম্ভব নয়। আমরা যারা বাইরে থেকে এসে এই শহরের হয়েছি, তারাই বের হতে পারিনা, আর আপনি তো এই শহরেই বেড়ে ওঠা... যাই হোক, ভালো থাকবেন। শুভ ব্লগিং।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

রাবেয়া রাহীম বলেছেন: ঢাকা যতই দুষিত হোক , নোংরা হোক ঢাকা যে মায়ায় আমাকে জড়িয়েছে সে মায়া থেকে এ জীবনে বের হওয়া সম্ভব নয় । ঢাকাতেই তো আমার শিকড়। শিকড় উপড়ে কি বেঁচে থাকা যায় !

আমার মৃত্যু সংবাদ আমি শুনেছিলাম। সংবাদ টি সত্য কি মিথ্যা ছিল সেটা এখন বুঝতেই পারছেন ।

যিনি এই সংবাদ প্রচার করেছিলেন তিনি খুব তাড়াহুড়ায় ছিলেন তাই সত্য সংবাদ সংগ্রহ করতে পারেন নি।

আপনার মন্তব্য খুব ভাল লাগলো । আমি এখনো কিছুটা অসুস্থ। আমার জন্য দোয়া করবেন ।

আপনি খুব ভাল থাকবেন ।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫১

নতুন নকিব বলেছেন:



ঢাকার সাথে জড়িয়ে আছে জীবনের উল্লেখযোগ্য সময়ের অনেক স্মৃতি।

পরিবার পরিজন নিয়ে আপনি কেমন আছেন?

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

রাবেয়া রাহীম বলেছেন: আলহামদুলিল্লাহ আমি বেশ ভাল আছি । তবে শারীরিক দিক দিয়ে কিছুটা অসুস্থ হয়ে পরেছি । আমার জন্য দোয়া করবেন ।

আপনাদের সার্বিক কল্যাণ কামনা করছি।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৫

ওমেরা বলেছেন: আমার জন্মও ঢাকা শহরেই , তবে খুববেশী ভালো লাগা, মন্দ লাগা স্মৃতি নেই তবু ভালোবাসা আছে এই শহরের জন্য।
আপু আপনার লিখাটা খুব সুন্দর হয়েছে ।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২১

রাবেয়া রাহীম বলেছেন: একবার ঢাকার প্রেমের মায়ায় জরিয়ে গেলে তা থেকে মুক্তি পাওয়া সহজ নয় ।

আমার পোস্টে তোমাকে পেয়ে খুব ভাল লাগলো ।
ইদানীং তুমি অনেক কম লিখছ। তোমার লেখা মিস করি । আবার নিয়মিত হও

ভালবাসা তোমার জন্য

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শাহ আজিজ বলেছেন: আমরা প্রকারান্তরে ভেগে যেতে চাই আমাদের প্রিয় শহর ঢাকা থেকে ।
আমারও একই কথা একই মনভাব, তবে কিছু অদৃশ্য টানের জন্য তা কখনোই সম্ভব হবে না।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

রাবেয়া রাহীম বলেছেন: "-----মরুভূমির জলদস্যু বলেছেন: শাহ আজিজ বলেছেন: আমরা প্রকারান্তরে ভেগে যেতে চাই আমাদের প্রিয় শহর ঢাকা থেকে ।
আমারও একই কথা একই মনভাব, তবে কিছু অদৃশ্য টানের জন্য তা কখনোই সম্ভব হবে না।""""


এটাই তো প্রাণের টান । প্রেমের মায়া । এই মায়া এই টান এক জীবনে ফুরিয়ে যায় না । তাই মন ঢাকার জন্য কাঁদে ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



ঢাকা শহরে বাংলাদেশের সব চোর, সব ডাকাত, সব লুটেরা, সব জালিয়াত, সব ভুমিদস্যু, সব মাদক ব্যবসায়ী, সব প্রতারক নিজেদের জন্য স্হান করে নিয়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: """"" ঢাকা শহরে বাংলাদেশের সব চোর, সব ডাকাত, সব লুটেরা, সব জালিয়াত, সব ভুমিদস্যু, সব মাদক ব্যবসায়ী, সব প্রতারক নিজেদের জন্য স্হান করে নিয়েছে।""""

যে যার যার জায়গা থেকেই নিজেদের স্থান করে নেয় । ঢাকা শহরে আমি যখন বাস করতাম আমি ছিলাম সহজ সরল নিরিবিলি একজন। আমার মতই আরও লাখো মানুষ ঢাকায় বাস করে। আমি সেই ঢাকা কেই মিস করি। ডাকু লুটেরা মাফিয়া ঢাকাতে আগেও ছিল । তবে তাদের সাথে কখনও পরিচয় ছিল না

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

রাবেয়া রাহীম বলেছেন: আপনার শহরে এখন শীত কেমন ? আমার এখানে গতকাল ছিল মাইনাস ৮ ডিগ্রী।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

মেহেদি_হাসান. বলেছেন: ঢাকায় ল্যম্পপোস্টের নিয়ন আলোতে রাস্তার পাশে ফুটপাতে হালকা শীতের মধ্যে একটা সিগারেট আর এক কাপ চা জগতের সব কষ্ট কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেয়

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫১

রাবেয়া রাহীম বলেছেন: আহা কতইনা মধুর সুখ স্মৃতি !

ভাল থাকবেন ।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২২

নেওয়াজ আলি বলেছেন: বিদেশে থাকলে দেশের টান বাড়ে দেশপ্রেমিক সত্যিই । আর দেশে যারা আছে তারা দেশ ত্যাগ করতে পারলেই বাঁচে

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

রাবেয়া রাহীম বলেছেন: এই বোধ নিয়ে জারাই দেশ ত্যাগ করে তাড়াই আবার দেশে ফেরার জন্য গুমরে কাঁদে ।

আপনাকে অনেক ধন্যবাদ ।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুবু কবে আসবা। দুইজনে খুব করে ঘুরবো অফিস থেকে ছুটি নিয়ে

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: এ বছর যাওয়া হোল না রে ছবি।

তোমার অফিসের ক্যান্টিনের চা আর প্যাটিস কিন্তু অসাধারণ ছিল। এখনো স্বাদ মুখে লেগে আছে ।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: সেই ঢাকা শহর আর নাই বোন।
এর চেয়ে জঙ্গল ভালো।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

রাবেয়া রাহীম বলেছেন: হ্যাঁ ঢাকা আগের চেয়ে অনেক বেশী বদলে গেছে । ঢাকায় এত বেশী বিকডিং উঠেছে মনে হয় ইট পাথরের স্তূপ ।
তারপরেও নিজের শহর বলে কথা।

ঢাকার আসে পাশের সব জংগলই তো পরিষ্কার করে বাড়ি উঠে গেছে মনে হয় ।

জংগলও পাওয়া যাবেনা ।

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৮

ঢুকিচেপা বলেছেন: নিজের শহর, প্রিয় শহর বিষয়টাতেই রয়েছে আলাদা অনুভূতি।
আপনার লেখা ও বর্ণনায় বোঝা যাচ্ছে কতোটা মিস করেন।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

রাবেয়া রাহীম বলেছেন: সত্যি অনেক কিস করি । ঢাকা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরের অনুভব বলে বুঝানো যাবেনা।
এই অনুভব কেবলই ফিল করা যায়।

অনেক ধন্যবাদ আপনাকে ।

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০

পদাতিক চৌধুরি বলেছেন:
চমৎকার স্মৃতিচারণ। আমার তো মনে হয় শেষ বয়সে সবাই অন্তত একবার প্রিয় জন্মস্থানে ফিরতে চায়। সুন্দর ঢাকা শহর আজীবন আপনার সুখস্মৃতিতে অম্লান থাকুক।
শুভকামনা জানবেন।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩০

রাবেয়া রাহীম বলেছেন: মানুষের বয়স কি আর শেষ হয় ! বরং বয়স কমে । প্রতি শ্বাসে বয়স কমতেই থাকে। আর আমরা পরিণতির দিকে চলতে থাকি । মানুষের জীবনের যে কোন সময়ে বয়স শেষ হতে পারে ।

শিকড়ের কাছে ফিরে যাওয়ার জন্য সব প্রাণেই থাকে তাড়া। কেউ ফিরে যেতে পারে কেউ বা অনন্ত আফসোস বুকে নিয়েই দুনিয়া ছেড়ে চলে যায়।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

@ জনাব চাদ্গাজী সাহেবকেও অসংখ্য ধন্যবাদ

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আপনার শহরে এখন শীত কেমন ? আমার এখানে গতকাল ছিল মাইনাস ৮ ডিগ্রী। "

-ধন্যবাদ, আমি ভালো আছি; শীত আমার জন্য সমস্যা নয়, গরম ভয়ংকর সমস্যা হয়ে গেছে আজকাল; শরীরে কোন একটা সমস্যার ফলে, ঠান্ডা ও গরমের ব্যাপারটা উল্টা হয়ে গেছে।

আপনাকে ও ব্লগার ইফতেখার হোসেনকে ব্লগে দেখি ও নিউইয়র্কের ব্লগারদের ব্যাপারে নিশ্চিন্ত থাকি!

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: নিউ ইয়র্কে করোনার তাণ্ডব অনেক কম এখন। মার্চ এপ্রিলের দিকে যে ভয়াবহ অবস্থা হয়েছিল সেটা সেকেন্ড ওয়েভে তেমন করে ফিরে আসেনি নিউইয়র্ক সিটির স্ট্রিক্ট ল এর কারণে। গত জুন থেকে আমি অফিস করে যাচ্ছি । রোজ বাসে ট্রেনে যাতায়াত করতে হচ্ছে। সবাই খুবই সাবধান ।

আমার আবার শীতে সমস্যা হয়। শীতে আমার টনসিল ফুলে যায় ।

আপনার সুস্থতা কামনা করছি ।

২০| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



@পদাতিক চৌধুরি,
আপনি বলেছেন, "চমৎকার স্মৃতিচারণ। আমার তো মনে হয় শেষ বয়সে সবাই অন্তত একবার প্রিয় জন্মস্থানে ফিরতে চায়। সুন্দর ঢাকা শহর আজীবন আপনার সুখস্মৃতিতে অম্লান থাকুক। "

-কিসব আবোল তাবোল বলেন, শেষ বয়স মানে কি? মানুষের কোন শেষ বয়স থাকে না, মানুষের বয়স বাড়ে! কি লিখছেন, সেটার মানে কি দাঁড়াচ্ছে, তা বুঝার চেষ্টা করবেন!

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: মানুষের বয়স বাড়ে কোথায় ! আমার ত মনে হয় মানুষের বয়স কমতে থাকে। প্রতিটা নিশ্বাসের সাথে দম ফুরাতে থাকে ।

একটা গান আছেনা ওই যে , সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে ।।েই মাটির ঘরটা খাইলো ঘুণে প্রতি দমে দমে

২১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে সব সূখ আমার বিশ্বাস....
ভাইস ভার্সায় অনুভবের খেলা মেলা
আপেক্ষিকতায় সূখ দু:খের দোলা!!

বুবু তোমার স্মৃতির সূখ, আমাদের নিত্যদিনের যাতনাময় বেঁচে থাকা!
২০ মিনিটের পথ দু ঘন্টায় পারি দেবার ধকল!
তবে হ্যা, আউটিংয়ে গেলেই বোঝা যায়- শেকড়ের আপনা পন। অথবা অভ্যাসের শুন্যতা!
সেদিন মাওয়া পদ্মাপারে ঘুরতে গিয়ে বেশ অনু্ব হলো।

স্মৃতিকাতরায় ভাল লাগা।

ফিরে এসো আপন নীড়ে
স্মৃতির টানে স্মৃতিভরে।। :)

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: আর কয়েকটা দিন সবুর করো ভাইজান । মেট্রো রেল হয়ে গেলে ১০ মিনিটেই পৌঁছে যাবে ।

মাওয়া পদ্মাপাড়ের বাতাসের সাথে ভাসে ভাজা ইলিশ মাছের সুঘ্রাণ ! এমন মায়াময় দেশ তুমি আর কোথাও একটি খুঁজে পাবেনা ।
বাংলাদেশ থেকে যেসব ইলিশ মাছ আসে কত চড়া দামে কিনতে হয় । কিন্তু দুধের স্বাদ কি আর ঘোল দিয়ে মিটে ?

২২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৪

সোহানী বলেছেন: স্মৃতিচারনে ভালোলাগা।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসা সহানী ।

তোমাদের ওখানে ঠাণ্ডায় কাহিল অবস্থা । তোমরা কেমন আছো ? আমার মতন তোমারও নিশ্চয় ইচ্ছে করছে েই ঠাণ্ডার দেশ ছেড়ে পালিয়ে নিজের দেশে চলে যাই ।

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৮

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লাগলো পড়ে। বয়স যত বাড়ছে তত বেশি করে বাড়ছে জন্মভুমির টান

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪২

রাবেয়া রাহীম বলেছেন: আসলে সবই বয়সী ভাবনা। দুর্দান্ত যৌবন কালে মানুষ ঘর ছেড়ে দুনিয়া দেখার নেশায় মেতে উঠে । বিচিত্র সব অভিজ্ঞতা অর্জন করতে যেয়ে এক সময় মানুষ ক্লান্ত হয়ে আবার সেই আপন ভূমিতেই ফিরে যেতে চায়। কেউ পারে আবার কারোর পক্ষে সম্ভব হয় না শত ইচ্ছে থাকা সত্ত্বেও। আমি কোন ডলে এখনো বুঝতে পারছি না । বয়স আরও একটু কমলেই বুঝতে পারবো ।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২২

মিরোরডডল বলেছেন:



হা হা হা ...... ১২ নং কমেন্ট পড়ে এই রাত দুপুরেও খুব হাসলাম :)

রাবুপাকে ব্লগে দেখে ভালো লাগলো । চমৎকার অনুভূতির প্রকাশ ।

সেইম হিয়ার । দেখতে দেখতে দেড় যুগ চলে গেলো । অস্ট্রেলিয়া সিডনি আমার সুইট হোম । কিন্তু এখনও সময় পেলেই চলে যাই প্রিয় শহর ঢাকায় । জন্মভুমির প্রতি একটা নাড়ীর টান থাকবেই নো ম্যাটার যত দুরেই থাকি । কতো মেমরিজ শৈশব কৈশোর । বাট ফ্যাক্ট হচ্ছে একসময় ওই শহরের ওপর প্রচণ্ড বিরক্ত হয়েই চলে এসেছিলাম । কিন্তু প্রিয় মুখ কাছের মানুষগুলো সব ওখানেই থাকে । এমনই এক মায়ার বাঁধনে আটকে আছি যে প্রিয় মুখগুলোর টানেই বার বার ফিরে ফিরে যাই । কিন্তু এ বছর ব্যতিক্রম । আই উইশ নতুন বছর যেনো ভালো কিছু নিয়ে আসে সবার জন্য । আপনি আমি যারা অপেক্ষায় আছি, যেনো প্রিয় শহরে ঘুরে আসতে পারি ।

মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সেই ভালোবাসার মানুষটার দোষগুলো চোখে পড়েনা বা পড়লেও খুব সহজেই ইগ্নর করা যায় । ঠিক সেরকম ঢাকার যত সমস্যাই থাক, তারপরও বাংলাদেশ মানেই আমার কাছে ঢাকা, আমার প্রিয় জন্মস্থান । এটা ঢাকার ব্যর্থতা আমাকে ভালোবেসে বুকের মাঝে ধরে রাখতে পারেনি কিন্তু আমিতো তাকে ঠিকই ভালোবাসি, তাই বার বার গিয়ে তার বুকের মাঝে নক করি এবং করবো ।


২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৭

রাবেয়া রাহীম বলেছেন: মানুষ যখন কাউকে ভালবাসে অবশ্যই তার কিছু গুনের প্রতি আকৃষ্ট হয়েই ভালবেসে থাকে। তারপর একসময় ভালোবাসা প্রত্যাখ্যান করে । কিন্তু ভালোবাসার মানুষের সেই গুন গুলো ম্লান হয় না কখনও । সেটাই রয়ে যায় মনের গহীনে । তাই তো ভালোবাসার মানুষ , স্থান কখনওই ভুলে যাও হয় না। স্মৃতিগুলো মনে জেগে উঠে মনে করিয়ে দেয় ।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ ঢাকা আগের চেয়ে অনেক বেশী বদলে গেছে । ঢাকায় এত বেশী বিকডিং উঠেছে মনে হয় ইট পাথরের স্তূপ ।
তারপরেও নিজের শহর বলে কথা।
ঢাকার আসে পাশের সব জংগলই তো পরিষ্কার করে বাড়ি উঠে গেছে মনে হয় ।
জংগলও পাওয়া যাবেনা ।

ঢাকায় বন জঙ্গল না থাকলেও আমাদের সুন্দরবন আছে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: হ্যাঁ আমি গর্বিত সুন্দরবনের কারণে।

আমার ছোট বেলায় ঢাকা থেকে ময়মন্সিঙ যাওয়ার পথে ঢাকা ময়মন্সিং হাইওয়ের ডুই পাশে গজারি বন ছিল। এবার ময়মন্সিং গেলাম কিন্তু সেই বন এখন প্রায় আবছা স্মৃতি হয়ে যাচ্ছে।

সুন্দর বন কেও রক্ষা করতে হবে । নইলে আমরা আমাদের গৌরবের ধন হারিয়ে ফেলবো।

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৮

এইচ তালুকদার বলেছেন: আমার জন্ম বেড়ে ওঠা সবই ঢাকায় ,মাঝে কয়েকবছর পড়াশোনার জন্য ঢাকার বাইরে ছিলাম এখন আবার ঢাকায়।আসলে ঢাকা কে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারি না

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৪

রাবেয়া রাহীম বলেছেন: এক সময় আমিও পারতাম না। ঢাকা ছেড়ে কোথাও গেলে ঢাকা ফিরে আসার জন্য ছটফট করতাম।

এখন অনেক কিছুর সাথে এই ছটফট অনুভবও মানিয়ে নিতে হয়েছে।

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৮

শহুরে আগন্তুক বলেছেন: ঢাকাকে আমার মনে হয় নিতান্তই প্রয়োজনের শহর।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৪

সোহানী বলেছেন: আমরা ঠান্ডা বা স্নো এনজয় করি। স্নো শুরু হলেই আমার মেয়ে ব্যাকইয়ার্ডে স্নো ফাইট শুরু করে। আসলে ঠান্ডাতো তেমন করে গায়ে লাগে না। রাস্তার অংশটুকু ছাড়া সবখানে হিটিং। যখন স্নো পড়ে তখন জানালার পাশে বসে গান শুনি আর কড়া এক কফি নিয়ে বসি,খুব ভালো লাগে তা। বরং সামারে যখন গরম শুরু হয় তখন অস্থির লাগে। মাঝে মাঝে এখানে ৪০ ডিগ্রি পর্যন্ত গরম হয়।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৮

রাবেয়া রাহীম বলেছেন: তোমাদের কে সাবওয়ে ট্রেন বা বাস নিতে হয় না? আমার অফিস ম্যানহাটন ।আমাকে দিনে দুবার বাস ট্রেনে চড়তে হয়।

মাইনাস ঠান্ডায় স্নো বুট পায়ে একগাদা জামা কাপড়ের ভেতর নিজেকে বড্ড অসহায় লাগে। তখন মনে হয় ধুৎ ছাই কি কারনে এমন দেশে পরে আছি। ফিরে যেতে ইচছে করে খুব প্রিয় শহরটি তে ।

তোমার মেয়ের জন্য ভালোবাসা।

ভালো থেকো সবসময়

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্মৃতিতে যে শহর ভেসে উঠছে হোকনা তা মলিন, ধূসর কিন্তু স্মৃতিতো রঙিন।

প্রত্যাহিক জীবনে যে শহরে প্রতিনিয়ত যুদ্ধ করে টিনেক থাকতে হয় ছেড়ে গেলে সেই শহরই প্রাণের গহীনে অব্স্থান নেয়।

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৭

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১০

ডাব্বা বলেছেন: জন্মস্থানের ব্যাপারটাই অন্যরকম। মায়া ধরানো।

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৮

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর অনুভব প্রকাশ করার জন্য

৩১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



এবার করোনার কারণে যাওয়া হয়নি। আমি প্রতি বছর দূর্গাপূজাতে ঢাকেশ্বরী মন্দিরের মেলাতে যাই। সেখানে এতো মজাদার মজাদার আচার আর মিষ্টান্ন আসে যা সারা বছর ঢাকা খোঁজে পাওয়া সম্ভব না। ঢাকাকে মনে রাখার মতো ঢাকাতে অনেক কিছুই আছে। মৌচাক মার্কেটে কলিজা সিঙ্গারা করে খুব সম্ভব ঢাকাতে এর চেয়ে ভালো সিঙ্গারা আর নেই।

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:০৮

রাবেয়া রাহীম বলেছেন: ঢাকেশ্বরী মন্দিরের মেলাতে একবার গিয়েছিলাম অনেক বছর আগে। প্রাণের স্পন্দন খুঁযে পাওয়া যায় ওসব জায়গায় । মউচাক মার্কেটের লাচ্ছি আর মোগলাই পরোটা খুব পছন্দ করতাম ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

৩২| ১৫ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অনেকদিন হয়ে গেলো, আসছে না কোন ব্লগ আপনার! আছেন কেমন?
করোনা কালীন এই কঠিন সময় কিভাবে পাড় করছেন?
আপনার নতুন ব্লগ পোস্ট না দেখে বড় দুশ্চিন্তা হচ্ছে!



ঢাকা আসলেই যে কারো স্মৃতিতে থাকার মতো শহর! যে আসবে নতুন সে আলাদা অনুভূতি লালন করে ভেতরে আর যার বেড়ে উঠা তার আলাদা। যারা লকাল বাসে অফিস যাওয়া আসা করে তাদের জন্য তা ফেলে আসা অভিশাপ কারো জন্য সুখবিলাশ!


সবশেষে চাওয়া, প্রকৃতার্থেই পুরো ঢাকা হয়ে উঠুক সবার জন্য বসবাসের যথেষ্ট উপযোগী।

আপনার জন্য শুভকামনা নিরন্তর।

২৮ শে মে, ২০২১ সকাল ৭:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: আমি ভালো আছি। নতুন লেখা দিলাম । পড়ার আমন্ত্রণ রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.