নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

চলুক মুক্ত আড্ডা ।। অংশ গ্রহনে *** বন্ধুগন যারে পাই তারে

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

চলুন আড্ডা দেই

**********

মন ভাল করার উপায় গুলু কি কি , জানতে মুঞ্চায় ।।

মন্তব্য ৮১ টি রেটিং +১/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন ভাল করার উপায় গুলু কি কি , জানতে মুঞ্চায় ।।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশ প্রেমিক বাঙ্গালী , মন ভাল করার উপায় এর মধ্য একটি হল বেশি করে আড্ডা দেওয়া । তা বাঙালি বন্ধু আরেকটি কি হবে শুনি ।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: মুহূর্তে ৭৪ জন ব্লগার ১০৪ জন ভিজিটর ৩৩ জন মোবাইল থেকে , দুর্ভাগ্য আড্ডাপোষ্ট ।। সবাই কি হরতাল জ্যামে আটক নাকি /:) /:)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: কি ভাবে মন ভাল হয়
ভাবুক জানতে চায়
হাসিখুশি যা ভাল তাই লয়ে চলো চলো
প্রান খুলে কথা বল যখন যেমন ইচ্ছা হয় ।।


খেলাধুলা আড্ডায়
বৃষ্টি ভেজা রাস্তায়
অথবা জলসায়
খেয়ালে থাকলেই মন ভাল হয়ে যায়

কাউকে হাসাতে
অথবা কাঁদাতে
লজ্জার চাঁদিতে
হেয়ালে ডুবলেই মন ভাল হয়ে যায় ।

আবিস্কারের নেশাতে
অথবা নিজ পেশাতে
বেশ উন্নতি দেখিতে
আনন্দে উৎফুল্লে মন ভাল হয়ে যায় ,।

কাউকে টকাতে
রসের বকাতে
অথবা কাউরে জালাতে
বুদ্ধির আড়ালে মন ভাল হয়ে যায় ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: বেশী করে হাসুন। কান্না পেলেও হাসুন। মন ভাল হয়ে যাবে।



আড্ডায় খাওয়ার আয়োজন কি কি? দুপুর হয়ে এলো।?

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: ইমতিয়াজ ১৩ আড্ডা পোস্টে স্বাগতম ,
হা হা হা হাসি মন ভাল হয়
আসে যদি কাশি মনে জাগে ভয়
কখন আবার বিষম খেয়ে
অকালে যাই চিত হয়ে ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

ডি মুন বলেছেন: হাসির মুভি দ্যাখেন মন ভালো হয়ে যাবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: স্বাগতম ডি মুন কে , হাসির মুভি সেটা আবার কি মুন , এটা খায় না মাথায় দেয় ।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

ইছামতির তী্রে বলেছেন: যার যার প্রিয় বিষয় বা বস্তু নিয়ে থাকলেই মন ভাল হয় বলে আমার ধারণা। দেখি অন্যরা কি বলেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা ইছামতির তীরে । বন্ধু বলল যার যেটা পছন্দ ,কিন্তু কার কি পছন্দ
মন ভাল হয়ার টপিক আমরা জানব কেমন করে ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: পেষ্টের পিকটা হেব্বি লাকতাছে

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি ইমতিয়াজ ,এটাও আমার মনে হয় মন ভাল হয়ার একটা ভাল উপায় ।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

ইমতিয়াজ ১৩ বলেছেন: ইছামতির তী্রে বলেছেন: যার যার প্রিয় বিষয় বা বস্তু নিয়ে থাকলেই মন ভাল হয় বলে আমার ধারণা। দেখি অন্যরা কি বলেন।



অফিসে প্রিয়বস্তুটি পাব কোথায় ???

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: ইছামতির তীরে <> ইমতিয়াজের উত্তর চাই

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগের আড্ডায়ও লোকজন হিসাব করে কমন্টে করে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০২

পরিবেশ বন্ধু বলেছেন: বুঝলাম না সেটা আবার কি

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: পোষ্টে সরাসরি লিখতে পারি না।
নতুন ব্লগ লিখুন পেজে এসে মন্তব্য করে তা পেষ্ট করতে হয়। এই সমস্যা করা কার আছে? সমাধানের উপায় কি?

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: কি বোর্ডের ধরন বাংলায় অভ্র বা বিজয় ব্যাবহ্রিত হয় সমস্যা হয়ার কথা না
তবে অন্যক্ষেত্রে ঝামেলা আছে ।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০১

পরিবেশ বন্ধু বলেছেন: সবাই হারিয়ে গেলেন নাকি এই নেন পয়সা আপাতত চা খেয়ে আসেন ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

এম এ কাশেম বলেছেন: ন্যাংটো হয়ে নাচুন ,
মন ভাল হয়ে যাবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: ন্যাংটো হয়ে নাচুন ,
মন ভাল হয়ে যাবে। শুভেচ্ছা আড্ডা জগতে এম এ কাসেম কে । কাসেম নিজে নেচে প্রমান করে আমাদের জানাচ্ছে ভাল লাগে ,তাই না ।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: এম এ কাশেম বলেছেন: ন্যাংটো হয়ে নাচুন ,
মন ভাল হয়ে যাবে।


১৮++ কমেন্ট।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: আইছ নেংটা যাইবা নেংটা
নেংটা দেখি সবাই
কাপড় পড়লেও লাগে নেংটা
আসলে নেংটা কি বুঝাই ।।


B-)

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: যে কোন প্রকার মন্তব্য থেকে বিরত থাকুন

লেখাটি পড়ুন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১০

পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই সিমা লঙ্গনকারী বেসামাজিক ও বেসম্ভব আমরা তা থেকে বিরত থাকব ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: পড়লাম এবং মন্তব্য দিলাম ।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:

মনটারে খাওয়াও আলু (এরশাদের আলু নয় কিন্তুক ;) )
মন হয়ে যাবে ভালু ;)

মন ভাল করতে হলে আগে বলুন মনের সঙ্গা

মনটা কি মনটা কেমন
কেন করে এমন এমন
মন কেন হয় খারাপ
তবেই জানব ভালর স্বরুপ!!!
=p~ =p~ =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: স্বাগতম বিদ্রোহী ভৃগু , অসম্ভব মন ভাল হয়ার মন্ত্র জানানোর অভিপ্রায়ে ।
সাথে এরশাদ কাকারে কই পাইলেন তাইন অবশ্য বিদিশা বিদিশা বিনুদন
এখন আর দেন না , তাইলেই মন ভাল অই যাইত ।। =p~ =p~ =p~

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০

আলম দীপ্র বলেছেন: B-)) B-)) B-))

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: আলম দীপ্ত , ধন্যবাদ মন ভাল করা মেকি হাসির জন্য , তা পরিক্ষা কেমন হল বন্ধু ।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০

আলম দীপ্র বলেছেন: পরীক্ষা ভালো হইসে তাই তো হাস্তাসি !

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ =p~ =p~ =p~ তা দুএকটা কারন মন ভাল হয়ার জানতে মুঞ্চায় ।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

আলম দীপ্র বলেছেন: কারণ ছাড়াও কিন্তু মন ভালো হইতে পারে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: যদি মন ভাল হয়ার আবেশ তৈরি হয়
হয়ে যায় মন ভালো
চলো রে মন চলো , করব তারে জয় =p~ =p~ =p~

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

টুম্পা মনি বলেছেন: মন খারাপ হলে ভালো করার এক মাত্র উপায় হল যে কারণে মনটা খারাপ হয়েছে সে কারণটা রিমোভ করা। এতে কষ্টগুলোও দূর হয়ে যায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা টুম্পামনি আপু আসলে যুক্তি মানতেই হয় কিন্তু এক জনের সাথে আরেকজনের টা কেন জানি মিলেনা , আমি সেটারই তারতম্য খুজছি , মন্তব্য
অসংখ্য ধন্যবাদ , ভাল থাকুন সব সময় ।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

আলম দীপ্র বলেছেন: চাইলেই সুখে থাকা যায় !!!!! সত্যি ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: আবার চাইলেই যে সুখে থাকা যায়না সেটাও মিথ্যা নয় । জগত একটা গোলক ধাধা , আকাশের রং আর মানুষের মন সব সময় বদলায় ।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

রিফাত ২০১০ বলেছেন: ধন্যবাদ বন্ধু বিনুদনের ব্যবস্থা করার জন্য ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

পরিবেশ বন্ধু বলেছেন: স্বাগতম বন্ধু রিফাত ১০ , বিনুদন মনের খাদ্য । সেটা না থাকলে মানুষ আরও অধম এবং আয়ু কম হত ।

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

খাটাস বলেছেন: বন্ধু ভাল আছেন?

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই ভাল আছি বন্ধু , বেশ কদিন যাবৎ সাক্ষাৎ মিলেনা তা আবারও কি উড়াল পথে যাবার সখ জাগে নাকি মাঝে মধ্য ।

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অফিসে কাজ করছি --- এখন আড্ডা দেওনের সময় নাইক্যা -------

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: জি আপু অসময়ে ডিস্টার্ব করার জন্য যারপরনাই দুঃখিত । ভাল থাকেন
ধন্যবাদ ।

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

ইছামতির তী্রে বলেছেন: @ইমতিয়াজ ১৩:

আগে অফিসে থাকতে যদি কখনো আমার মন খারাপ থাকত তখন মোবাইলে আমি আমার প্রাণপ্রিয় মায়ের সাথে কথা বলতাম। মায়ের কথা শুনে যত কস্টই থাকুক মনে আমি সব ভুলে যেতাম। এখন আমার মা নেই। এখন কস্ট হলে একদম চুপচাপ থাকি। আর বলি, "হে আল্লাহ! আমাকে সাহায্য করো"।

আসলে মানুষের জীবনটাই কিছু আসাইনমেন্টে ভরপুর। এগুলো পুরণের জন্য আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যদি 'সবকিছুকে' জীবনের অংশ বলে বিশ্বাস করা যায় তাহলে দুঃখবোধ আর থাকে না। আমি আমার নিজের জীবন থেকে এর অনেক প্রমাণ পেয়েছি।

আরো অনেক কথা বলা যায়। কিন্তু বলতে পারছি না। মায়ের মুখটা বড় মনে পড়ছে!

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: আসলে মানুষের জীবনটাই কিছু আসাইনমেন্টে ভরপুর , ধন্যবাদ বন্ধু জীবন সংগ্রামে যারা জয়ী হতে জানে তারাই সফলকাম ।

খালাম্মার আত্মা জান্নাত বাসী হোক ।

এস বাস্তব মোকাবেলায়
যা কিছু ঘটে খোদার দয়ায় ।।

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

মামুন রশিদ বলেছেন: দুপুর বেলা আড্ডা থুইয়া ভাতঘুমে ঝাপাইয়া পড়েন, মন আফসে ভালু হইয়া যাবু 8-|

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: অভিবাধন মামুন রশিদ স্বাগতম ভাদ্রের তালপড়া নিভৃত নিরব লগন ভর দুপুরের আড্ডায় ।

যুক্তি হয়নি মন্দ
ঘুমেই আনন্দ
থাকবেনা কথা
লাগবেনা ব্যাথা 8-| কমেন্টে ধন্যবাদ বন্ধুজন

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: আড্ডা কি শেষ ???

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: ইছামতির তীরে @ ইমতিয়াজ ১৩ , উত্তর হোক ।

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু আয়োজনে মন ভাল হলো । এমন আড্ডার আয়োজনে মন ভাল হওয়া স্বাভাবিক । :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: এইমাত্র আড্ডা স্থলে যোগ দিলেন আমাদের বিশিষ্ট প্রবাসী বাংলা লেখক ব্লগার সেলিম আনোয়ার । একটা করতালি লাগান জুড়ে , কি বুঝলেন মন ভাল হল আবার তালিয়া :):)

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: @ইছামতির তী্রে আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া। বিষয়টি এতোটা গভিরে চলে ডাবে বুঝতে পারিনি। যতটুক ব্যাথা পেয়েছেন তারচ্রে কয়েকগুন বেশী সরি।


ভাল থাকবেন সবসময়। মায়ের জন্য আবার শ্রদ্ধা ও ভালবাসা এবং দোয়া।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: প্রাপ্তি শিকারে ধন্যবাদ ইমতিয়াজ ।

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: হাসি নিয়ে এতো হাসাহাসির কি আছে !! আজব !!


২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: তাই তো , এত কিছু রাখি হাসি লয়ে কাশি
বন্ধু গো মন যে খারাপ ভীষণ সর্বনাশী

তাই চাই সমাধান
হাসাহাসি
মন ভাল হবে তো
এযে দেখি বিড়ালের মাসি :)

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ইশ !! কি সুইট একটা কবিতা । রবীন্দ্রপরবর্তী যুগে এমন কবি এ ধরণীতে আর আসেনি ।

বন্ধু, আপনে একটা বিউটিফুল । =p~ B-))

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: ইশ !! কি সুইট একটা কবিতা । রবীন্দ্রপরবর্তী যুগে এমন কবি এ ধরণীতে আর আসেনি ।

বন্ধু, আপনে একটা বিউটিফুল । =p~ B-)) আন্নে ইতা কিতা কইন

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

আমি ময়ূরাক্ষী বলেছেন: আড্ডা কি শেষ?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: আমি ময়ূরাক্ষী বলেছেন: আড্ডা কি শেষ? স্বাগতম আপু , উপরে লিখা আছে
চলবে , আচ্ছা আপু আবারও একই প্রশ্ন যদি কোন কারনে মন খারাপ হয় তাহলে কি উপায় বেচে নেন মন ভাল থাকার ----------

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন আমারও ভাল থাকে না। ফেইসবুকিং করলে মন ভাল হয়ে যায় অথবা লেখালেখি করলে

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ,
ভাল কাজে ভাল মন
তাইতো সুখের লগন
ভাল হবে তাই আমলনামা ।।

৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

ইমতিয়াজ ১৩ বলেছেন: চলমান আড্ডা এখন গতিহীন।


অবশ্য খাই দাই ব্যাপার না থাকলে যা হয়। হুদাই আপনার ব্লগে আড্ডা দিমু ক্যান।


আর কি কোন কাম নাই নি?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২১

পরিবেশ বন্ধু বলেছেন: যখন কাম থাকেনা চইলা আইসেন
বইসা মারমু মশা
যা ইচ্ছা তাই কমু
খাইয়া কিছু নেশা ।।

৩৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাই নেশা করলে আমার বউ রাগ করে:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((
আমার কিন্তু একটা-ই বউ, তাও আপন , পর না :P:P:P:P:P:P:P:P:P


সো................... নো নেশা, ওনলি মশা মারা

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: :P:P

৩৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ইন্টারনেটেও বিরক্তি ধরে যায়...
টিভিও কামে আসে না....

আমি গান শুনি....
বই পড়ি...
ঘুমাই... B-) ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল আছেন নিশ্চই , সুচিন্তিত মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আগাম ঈদ শুভেচ্ছা । B-) ;)

৩৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

একজন ঘূণপোকা বলেছেন:

সামুতে ঘুরেন, র‍্যান্ডম্লি পোস্ট পড়েন।

এক ঘন্টা পরে দেখবেন মন ভালো হয়ে গেছে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: মন ভাল হয়ার উপায় সম্বলিত শলাপরামর্শ মহা ঔষধ আবিস্কারে একজন ঘুনেপোকা বলেছেন সামুতে এক ঘণ্টা ঘুরতে । হা ভাই ঘুরতে আসুন ততক্ষনে আমি একটু ঘুমাই ,
... B-) ;)
ঘুমাই... B-) ;)

থুক্কু অগ্রিম ঈদ শুভেচ্ছা +

৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাই
একটা প্রেম করেন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: ফেম ;) ;) ;)

৩৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

একজন ঘূণপোকা বলেছেন:

সামুতে ঘুরেন, র‍্যান্ডম্লি পোস্ট পড়েন।

এক ঘন্টা পরে দেখবেন মন ভালো হয়ে গেছে

:)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: আপু ঘুনেপোকার কমেন্ট আসলেই সবার চাইতে টপ :):)

৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৬

আবু শাকিল বলেছেন: আড্ডা মিছড করছি :) :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: শেষ ভাল যার সব ভাল তার , আড্ডায় শরিক হয়ে কন মিছাইলাম অদ্ভুদ তো । ঈদ শুভেচ্ছা বন্ধু আবু শাকিল ।।

৩৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: আড্ডা
আড্ডা
আড্ডা
আড্ডা
আড্ডা
আড্ডা
আড্ডা




এখনো অফিসে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: অফিস সেরে আরিচা টুঁ গাবতলি হাঁটা শুরু করেন । আড্ডা থাকবেনা , থাকবে
শুধু জ্যাম । ঈদ শুভেচ্ছা ।

৪০| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: আড্ডায় কেউ ই মনযোগী না । আফসোছ

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: আর কত আড্ডা
যেতে হবে বাড্ডা সুবাই মনে অয় খিউব বেয়াস্ত ।

৪১| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমাও তাই মনে লয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.