নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বন্ধুগন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা , ঈদ হোক সবার জন্য আনন্দময় <><><><

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯


পবিত্র ঈদুল আযহার তাৎপর্য , এবং ঈদ শুভেচ্ছা ।।
******************** পরিবেশ বন্ধু

সামুর সবাইকে জানাই মহান ঈদুল আযহার শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো অভিনন্দন ।
প্রতি বছর বিশ্ব মুসলিমের দ্বারে উৎসবের ঘনঘটা নিয়ে আসে দুটি ঈদ ১ম টি ঈদুল ফেতর আর ২য় টি হল ঈদুল আযহা ।
ঈদুল আযহার তাৎপর্য
বহুকাল আগে মহান আল্লাহ পাক ইব্রাহিম আঃ কে পরীক্ষা স্বরূপ প্রিয় জিনিস কোরবানি করার কথা জানিয়ে দিলে , আল্লাহর নবী বাচাই করে ১০০ উট কোরবানি করলেন , আল্লাহ পাক বললেন হয়নি , তিনি ১০০ গরু কোরবানি করলেন আল্লাহ পাক বললেন হয়নি , তিনি ১০০ মেষ কোরবানি করলেন আল্লাহ পাক বললেন হয়নি । তিনি গভীর চিন্তায় মগ্ন শেষে সিদ্ধান্তে উপনিত হলেন প্রিয় জিনিস একমাত্র শিশু পুত্র ইসমাইল আ কে তিনি আল্লাহর নামে কোরবানি করে দেবেন ।
ঘোড়ায় চড়ে মা হাজেরার নিকট থেকে শিশু পুত্রকে নিয়ে আসার সময় শয়তান শিশু ইসমাইল আ কে কানেকানে বললেন হে ইসমাইল তোমার আব্বাজান তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে তুমি এক্ষুনি পালাও । শিশু ইসমাইল দোয়া পড়লেন লাহাওলাকুয়াতা ইল্লাবিল্লাহি আলিউল আযিম , হে শয়তান দূর হও তোর স্থান একমাত্র জাহান্নাম । আমার পিতা আমাকে যদি আল্লাহর নামে কোরবান করে দেন সে তো অনেক ছওয়াবের ব্যাপার ।
যথাসময় পিতা পুত্র উভয়েই চোখ বেধে নিলেন , যেন এতে মায়া মোহ না আসে । হিরার দ্বারের চুরি শিশু ইব্রাহিম আ এর গলায় চালালেন , আল্লাহর পক্ষ হইতে সাথে সাথে জিব্রাইল আ শিশু ইস্মাইল আ কে সরিয়ে একটি মেষ চুরার নিচে ধরলেন , সেটাই কোরবানি হল , ইব্রাহিম আ থর থর করে কাঁপতে লাগলেন । আল্লাহ পাক বললেন হে আমার নবী তুমি ভাল ভাবেই আমার পরীক্ষায় উত্তিন্ন হয়েছ । এভাবে আমার বান্ধাগন যেন পশু কোরবানির মাধ্যমে তার প্রভুর মহিমা ঘোষণা করে এবং শূক্রিয়া আদায় করে ।
মহান ইব্রাহিম আ এর আদর্শ এবং আল্লাহর প্রতি তার প্রবল ঈমান তার সন্তান কেও পর্যন্ত কোরবান করার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা ইসলামের একটি অনন্য বিরল ঘটনা ।
এ প্রসঙ্গে নবী পাক সাঁ বলেন তোমরা ঈদুল আযহার নামায আদায় করে আল্লাহর নামে পশু কোরবানি কর । জইনেক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাছুলুল্লাহ কোরবানির নিয়ম গুলু যদি বলতেন ।
তোমরা নিখুত পশু কোরবানি দেবে । পশুর মাংস গরু , মহিষ , ছাগল , উট , যাই হোক সমস্ত মাংস তিন ভাগ করবে , একভাগ আত্মীয় স্বজন এর , এক ভাগ গরিব দুঃখিদের আর এক ভাগ নিজেদের ।
এ প্রসঙ্গে নবীজি বলেন , যারা আল্লাহ্‌র নামে কোরবানি করে এবং যাকাত দেয় নিশ্চই তারা আমার শাফায়াত প্রাপ্ত ।।

ঈদ সবার আনন্দ
*************** পরিবেশ বন্ধু কবি
ঈদের আগমনী বার্তা আনে নীল আকাশের চাঁদ
সারা জাহানময় মুসলিম ঘরে ঘরে বহে অবসাদ
যিলহজ চাঁদের দশম দিনে
মুসলিম জাগবে সাম্যর বাধনে
ইসলামের রজ্জু ধরে করবে প্রিয় পশু কোরবান
বারেবারে উটবে ধ্বনি লাব্বায়েক আল্লাহ মহান ।
ধনি গরিব একসারি হয়ে মাঠে পড়বে নামায
আতর গোলাপ গাঁয়ে মেখে পড়ে নতুন সাজ
মহব্বতের দাওয়াত লয়ে সবে
জড়ায়ে কত কুলাকুলি হবে
বিনিময় হবে আত্মীয় স্বজনের বাড়ী যাওয়া আসা
গরিবের হক যাকাত খয়রাত বিলাবে কেহ খাসা ।
শিশু কিশোর দল করে কোলাহল মনের আনন্দে
দল বেধে ছুটে মাতিয়া নানা খেলা নানা ছন্দে
বটের ছায়ে বসে মেলা
কেনাবেচা চলে সারাবেলা
কেহ আকাশে ওড়ায় কত নানান রঙের ফানুস
রসিক দুএক লোকে কত ভঙ্গিমায় হাসায় মানুষ ।
রাতে বসে বাউল গানের আসর পাড়া গাঁয়ে
যুবা পুরুষ তাতে হল্লা করে আসে ছুটে বিস্ময়ে
বাজে ঢাক ডুল তালেতালে
বউঝিয়েরা শুনে হাত রেখে গালে
জলসায় ঝারি সারি কিচ্ছা কাহিনী কত কিছু হয়
সব মিলে আসে ঈদুল আযহা উৎসব ময় ।

সবার তরে ঈদ হোক অনেক অনেক আনন্দময় ...।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

নুরএমডিচৌধূরী বলেছেন: ঈদের প্রথম শুভেচ্ছা আপনারটার পেলাম
এবং অফুরন্ত ভালবাসায় ছোয়ে ছোয়ে নিলাম
বিনিময়ে আশীর্বাদ রইল
ভাল থাকবেন
ঈদ মোবারক

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদের প্রথম শুভেচ্ছা জানলাম ,খুব সুন্দর কমেন্ট করেছেন আপনি ।
ঈদ হোক উৎসবময়, মোবারক ++

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

মামুন রশিদ বলেছেন: না বন্ধু, এত আগে ঈদের শুভেচ্ছা নিমু না! আগে আপনি হাম্বা নিয়া একটা মরমী রম্য রচনা লিখেন । হাসতে হাসতে আমারা সবাই যেন হাম্বা হয়া যাই :-B

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: কোন কিছুতেই আশাহত হতে নেই বন্ধু তাও হবে , ধন্যবাদ ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: মামুন রশিদ বলেছেন: না বন্ধু, এত আগে ঈদের শুভেচ্ছা নিমু না! আগে আপনি হাম্বা নিয়া একটা মরমী রম্য রচনা লিখেন । হাসতে হাসতে আমারা সবাই যেন হাম্বা হয়া যাই =p~

যাই হোক ঈদের আগাম শুভেচ্ছা ভ্রাতা !:#P

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান । মামুন কে হাম্বা শুভেচ্ছা =p~

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

হেডস্যার বলেছেন:
হ্যাপি কুরবানি ঈদ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা হেডস্যার , ঈদ আসুক অনেক আনন্দ নিয়ে ।।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:

কোরবানী কোরবানী মানি
জানি কি সেই কোরবানী
বনের পশু প্রতীকি প্রাণ
কর মনের পশু কোরবানী!!

গোস্ত খাবার জন্য প্রাণী জবেহ করা বৈধ কিন্তু ঘুষ দূর্নিতি আর অন্যায়ের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে সে কাজে কি আল্লাহ খূশী হবেন??? না তা কোরবানী হিসাবে গণ্য হবে???

মেনর মাঝে হিংসা লোভ ক্রোধ স্বার্থপরতা ধরে রেখে লাখ টাকায় গরু দিয়ে সেই অহংকারে আবার চোগলখুরি করে- আরে অমুকের গরুটাতো গরুই না, যেন ছাগল.. কি মেরা, শুকনা.. আমার গরুটা দেখছেন.. টাইপ মন্দ চর্চায় কি কোন লাভ আছে????

আল্লাহ সবাইকে কোরবানীল তাৎপর্য বোঝার তৌফিক দান করুন।



২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর বলেছেন বিদ্রোহী ভৃগু আসলে মনের পশু টাকে কোরবানি দেয়াই উত্তম
এবাদত । আগাম ঈদ মোবারক

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

ডি মুন বলেছেন: পরিবেশ বন্ধুকে জানাই ঈদ মোবারক :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ডি মুন , ঈদ হোক সবার মহা উৎসব ।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

ঢাকাবাসী বলেছেন: আপনাকে আন্তরিক ঈদ মুবারক। ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার প্রানে প্রানে
ভেদাভেদ ভুলে উৎসবে এক হই হাসি আর গানে । শুভেচ্ছা ।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: ঈদ মোবারক !!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ শুভেচ্ছা সুমনকর ।

৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৬

আহসানের ব্লগ বলেছেন: আগামী ঈদের শুভেচ্ছা :D B-) ;)

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: হু সব দিজিত্যাল ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.