নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ঈদ স্পেশাল কৌতুক রঙ্গ & যেমন খুশি তেমন হাস ।। ঈদ মোবারক

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০

ঈদ স্পেশাল
**********
ঈদের দিন রায়হান বলল বন্ধুকে , কি দুস্ত মাঠে যাবিনা
বন্ধু , মাঠে যাব মানে আমি কি গরু :D

**********
এক লোক গরুর চামড়া বিক্রি করে ৭০ টাকা দিয়ে একটা গামছা কিনল । বছর খানেক ব্যাবহার করে ফুটো হতেই সেটা কেটে টুপি বানিয়ে নিল । টুপি ছেড়া মাত্রই সেটা দিয়ে বানিয়ে নিল হাতের রুমাল । রুমাল ছেড়া মাত্রই সেটা পুড়িয়ে
ছাই বানিয়ে নিল । ছাই দিয়ে দাঁত পরিস্কার করে নিল । তারপর পুকুরে গিয়ে
কুলি ছেড়ে বলল , আজ ৭০ টাকাই আমার জলে গেল । B-) B-)

**********
বাস স্টপে একটি মেয়ে দাড়িয়ে
তো এক যুবক কথা বলার ছলে প্রশ্ন করল ম্যাডাম আপনি কি দিয়ে যাবেন ।
মেয়েটি রেগে বলল , আমি কাউরে কিচ্ছু দেইনা । :P

************
পথিক রাতের আধারে পথ ভুলে এক বাড়িতে আশ্রয় চাইল সাথে তার পীর সাব ।। , হ্যালো হ্যালো কেউ আছেন কি ? রাত বিরাতে আমরা বিপদে পড়েছি একটু জায়গা
দিন । তো বাড়ির মালিক বলল আপনারা কয়জন ।
পথিক , আমার সাথে আছেন বিশিষ্ট জগত বিখ্যাত অলামায়ে কেরাম , কুতুবে
রাব্বানি , সাইখুল হাদিস , মাহবুবে আশেকে রাছুল , পীরে কামেল হযরত মাওলানা , আল্লামা বাতেন শাহ নুরী মাইজ ভাণ্ডারী কেব্লা কাবা ---------
তখন বাড়ীর মালিক হেঁড়ে গলা ছেড়ে বলল এত লোকের জায়গা হবেনা ভাই
আপনি আসতে পারেন । :-0 =p~

উৎসর্গ , মামুন রশিদ , সেলিম আনোয়ার সহ সকল সামু বন্ধুদের ----------
বন্ধুরা ঈদ মোবারক ।।

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: উৎসর্গ , মামুন রশিদ , সেলিম আনোয়ার সহ সকল সামু বন্ধুদের ----------

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: কি বন্ধু কথাটা কি সত্য নয় ------

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: ভালো লাগলো...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

মামুন রশিদ বলেছেন: হাহাহা, হাসতে হাসতে পেটে খিল ধৈরা গেল!


বন্ধু ঈদের শুভেচ্ছা নিলাম । আপনার জন্য ঈদের স্পেশাল শুভেচ্ছা B-) B-)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ______________ নিরন্তর হা হা

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

মামুন রশিদ বলেছেন: মেয়েটি রেগে বলল , আমি কাউরে কিচ্ছু দেইনা । :P


বন্ধু, এইটা কি হইল !!!

:D :P =p~

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: মানে মন টন আর কি ।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৪

মামুন রশিদ বলেছেন: আমিতো ভাবলাম, গুপন দুষ্টুদুষ্টু কোন দেয়ানেয়া কিনা :!> :#>

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: তাই , হৃদয়ে থাকিলে রস
পাঁকে স্বপ্ন টসটস ।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: পোস্ট মজার হইসে ভ্রাতা :D

আগাম ঈদ মুবারক !:#P

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: মজার হইসে জেনে নিজেকে খুশি খিশি লাগতাছে , ধন্যবাদ ঈদ শুভেচ্ছা +

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

ডট কম ০০৯ বলেছেন: যেমন খুসি তেমন কাইন্দা গেলাম পরিবেস বুন্ধু। ;)

পুস্টে পিলাস।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: হাসেন না কান্দেন কিচ্ছু বুঝা যায়না , ঈদ মোবারক ।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০

প্রবাসী পাঠক বলেছেন: অগ্রিম ঈদ মুবারক বন্ধু।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক প্রবাসী পাঠক ।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন: ঈদ মুবারক ! :):)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২০

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মুবারক এর সাথে হাসির বাক্স +

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১১

মামুন রশিদ বলেছেন: বন্ধুর ঈদ স্পেশাল রম্য পোস্টের পর থেকে ব্লগে অফিসিয়ালি ঈদ উৎসব শুরু হলো ।

বন্ধুর দেখানো পথে এবারের ঈদে ব্লগে আসুক জমজমাট সব রম্য পোস্ট ।

এবারের ঈদ হোক সত্যিকারের স্পেশাল ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২

পরিবেশ বন্ধু বলেছেন: এবারের ঈদ হোক সত্যিকারের স্পেশাল । সামুর বন্ধুরা আবার জেগে উটুক ।
একমত মামুন ।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

আবু শাকিল বলেছেন: শেষের টা পড়ে হাসতে ই আছি :) :) :)

মজা পাইলাম।

ঈদের অগ্রিম শুভেচ্ছা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: হাসাতে পারলাম জেনে নিজেকে ধন্য মনে হল । ঈদ শুভেচ্ছা শাকিল ।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০

ওয়্যারউলফ বলেছেন: ভাল লাগলো।মজারু।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ মজারু
কোথায় মিল্বে সজারু
ঈদ শুভেচ্ছা ।।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক হে বন্ধু !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক স্বপ্নবাজ অভি ।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০

টুম্পা মনি বলেছেন: ঈদ মোবারক

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক আপু । আপু সবাই ঈদ মোবারক কয় কিন্যু দাওয়াত দেয়না

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

টুম্পা মনি বলেছেন: বড়ই দুঃখ জনক। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। X( X( X( এই ঈদে আমাদের সবার দাওয়াত পরিবেশ বন্ধুর বাসা।

দেকসেন আমি দাওয়াত দিয়ে দিসি। :D

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: আপু এইডা দাওয়াত অইল এইডা তো নিমন্ত্রণ :D :D

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৯

খাটাস বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: অগ্রিম ঈদ মুবারক বন্ধু। B-)) B-)) B-)) B-))

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: :D :D ঈদ মোবারক সবাই কয় , কিন্তু অগ্রিম কয় পাঠকে । খাটাস পাঠক মনে অয় অগ্রিম মাংস খাইয়া পালাইছে :D

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪০

দুখাই রাজ বলেছেন: =p~ =p~ =p~ =p~
ঈদের অগ্রিম শুভেচ্ছা ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক বন্ধু ।।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭

কলমের কালি শেষ বলেছেন: । =p~ =p~ =p~ =p~ । আগাম ঈদ মোবারক । :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক বন্ধু , এতগুলা হাসি সবই কি ঈদের গিফট :D

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯

কোবিদ বলেছেন:
পৃথিবীতে সবচেয়ে কঠিন কর্ম
কাউকে হাসানো!!
তবে কাদানো
এর চেয়ে ঢেড় বেশী সহজ!!
কা্ঁদানোর চেষ্টা করুন, সফল হবেন!!!
আপনাকে অগ্রীম ঈদ শুভেচ্ছা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কোবিদ ভাইয়া , ঈদ হোক সবার জন্য আনন্দময় ।।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

লিরিকস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: সেকি টুম্পা আপুর মত আপনিও কি ঈদের নিমন্ত্রন জানাবেন । ঈদ মোবারক আপু ।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২১

সুমন কর বলেছেন: মজা পইলাম। =p~ =p~ =p~

উৎসর্গ মামুন ভাইয়ের জন্য !!!! ভালো হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সুমনকর ঈদ শুভেচ্ছা ।।

২২| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:০৩

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা এহসান সাবির বাড়ী থেকে এসে উত্তর দিলাম ।

২৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৭

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

১১ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:১০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ++++++++++++

২৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৪৬

মিজানুর রহমান মিলন বলেছেন: বাসি হলেও ঈদ মোবারক ! কারো ব্লগ তেমন ভিজিট করা হয় না । আপনার জন্য শুভ কামনা ।

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ জানবেন , ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.