নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আওয়াজ চাই <><><

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৪

বন্ধুরা কে কোথায় ? আওয়াজ চাই

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: আওয়াজ.....................

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: চিক্কুর শুনলাম , তা পাঠক ভাই কেমন আছেন ।

২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪১

প্রবাসী পাঠক বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভাই, বেঁচে আছি।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: মাশাল্লা , জেনে খুশি হলুম , সামু এখন আর আগের মত প্রানবন্ত নেই , দুঃখ লাগে ।

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাই আছি।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: আছেন , ভাল কচ্ছেন , আই মনে কল্লুম ছব বেটা যরযন্ত্র কড়ইতে বালিশে ঝাপ দিল , ।।

৪| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: বউ গেছে বাপের বাড়ী তাই মাথার বালিশ আর কোলের বালিশ এক সাথে করে চাচ্ছিলাম কিছু একটা করতে কিন্তু দেখলাম আপনি ডেকেছেন, কি আর করুম, আছি।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল ভাল , ভাবি কে তাইলে খবরটা দেওয়া উচিৎ

৫| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৫

খেলাঘর বলেছেন:

আওয়াজ দিয়ে কি হবে? আমরা গুহা মানব নই!

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা আসলে যে একদিন তাদেরই জেনারেশন ছিলাম সেটা মনে করে ঃঃঃঃ

৬| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চিউ

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: এভাবে কি আওয়াজ আসে জুড়ে কন আমার আবার কানের প্রব্লেম ।

৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৩

ডি মুন বলেছেন: ইয়া আলী ঈ ঈ ঈঈঈ ঈঈঈঈঈ

ঢাচিয়া ঢাচিয়া ঢিশুম ম্মম টিশ টিশ টিশ দ্রুম দ্রুম দ্রুম


আওয়াজ দিলাম :)

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: বাহ এক্কেবারে ফকিরের
আওয়াজ :)

৮| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৩

খেলাঘর বলেছেন:

হাউকাউ করার লোক আছে, পোস্ট পড়ার লোক নেই।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: hum , sottyo

৯| ২১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: হায়রে কৃপণ ব্লগার আওয়াজ দিতেও হিসাব করে?

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্ট তো করেই না , আওয়াজ দেওয়ার মাঝেও কঞ্জুসি

হায়রে
আওয়াজ :)

১০| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৩

তুষার কাব্য বলেছেন: আছি ভাই... B-)

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: থাকলে চলবে , আমরা ব্লগে এত্ত মানু অথচ আওয়াজ নাই
জুড়ে চিক্কুর দেন যেন চেলসি ব্লিজ থেকে তা অতি সহজে শুনা যায় ।
আওয়াজ :)

১১| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৭

ভিটামিন সি বলেছেন: সবাই দৌড়ের উপর আছে।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: আওয়াজ দিয়ে দৌড় হলে ভাল ,
আওয়াজ :)

১২| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৯

মামুন রশিদ বলেছেন: কালকে সারাদিন ব্লগিং কইরা গলা ভাইঙ্গা গেছে । এখন আওয়াজ বের হচ্ছে না যে, /:)

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: ঘুমাইয়া দিলেও চল্পে , তা বেয়াই ভাবিকে নিয়া পানিতে বিজ্ঞাপন টা ফেবুর
লেখক জগতের মস্ত
আওয়াজ :)

১৩| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছিক্কুর একটা দিছি , হুনছেন ?

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১

পরিবেশ বন্ধু বলেছেন: ওরে দাদারে কোথায় পালাই এত জুড়ে কানে শুনাই গেলনা ।
:)

১৪| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৯

কলমের কালি শেষ বলেছেন: :-P :-P :-P :-P |-) B-) ;)

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১২

পরিবেশ বন্ধু বলেছেন: এত হাসলে দম বন্ধ হয়ে আর আওয়াজ আসবেনা ।
আওয়াজ :)
আওয়াজ :)

১৫| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: দুপুর ওইছে। খাওয়ন দেন

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: খাওয়নের আওয়াজ কেমন যেন তিতা তিতা এর চাইতে আকাশ দেখা ভাল
:)
:)
:)

১৬| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬

অপূর্ণ রায়হান বলেছেন:


আওয়াজ দিয়া গেলাম ভ্রাতা , শুনতে পেরেছেন কি ? B-) B-) B-)

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধুকধুক আওয়াজ
কত রঙ্গে
যেভাবেই চিক্কুর
ভাসে অঙ্গে
কেহ দাত খেলিয়ে
নানা ডঙে
আওয়াজের শেষ নাই
বন্ধুদের সঙ্গে ।
:)
:)

১৭| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪২

খেলাঘর বলেছেন:

পোস্ট না দিয়ে হাউকাউ করছেন কেন, পরিবেশ নস্টকারী?

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: খেলাঘরের অপেক্ষায় , আওয়াজ ভালই দিলেন ।।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮

লিরিকস বলেছেন: বন্ধু!!!

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ লিরিক্স আওয়াহ দেয়ার জন্য ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.