নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

রোমান্টিক মিষ্টি প্রেম পদ্য <>< ঐ মেয়ে কান পেতে শুন ।;।

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

ঐ মেয়ে তুমি কান পেতে শুন ছবি নেট থেকে ।।
********* পরিবেশ বন্ধু

যত কথারা এইখানে গেছে স্তব্দ হয়ে
যেখানে লাবন্যময়ী পুস্পটিত তুমি মেয়ে
প্রকৃতির আবীর নয়ন শুধু তোমাকেই ঘিরে
এক গোপন হিল্লোলে খেলা করে
রাজ্যর যত বিস্ময়
অপার্থিব মনে হয়
কত পেল্লব শোভাময় সুধাভরা নদী
পাহাড় ঝর্নার নির্ঝরিণী বয়ে যাওয়া নিরবধি
মনে হয় সকলি ছাড়
শুধুই বাড়ে পিয়াস সব ভুলে তোমাকে দেখার ।

কি আছে তার মাঝে
কি অনুপম কারুসাজে
চকিত চাহনি মেলে ক্ষনে লুটে যায় ভাবুক নয়ন
প্রেমিকেরা মজে কার পানে চেয়ে সাজায় স্বপ্ন কানন
তোমাকেই ঘিরে যদি এত সুখ উল্লাস
ভালোবাসার অর্ঘ লয়ে ভাবনা বিলাস
জীবনের বাঁকে বাঁকে
তোমাতেই ঘিরে থাকে
কত যে রহস্যর ছুঁয়া জটর খুলে দেখ , নিরবে জান
তোমায় নিয়ে কাব্য লেখি ঐ মেয়ে কান পেতে শুন ।

এম, জি , আর মাসুদ রানা
৮/১১/২০১৪ং
মিরপুর ঢাকা ।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১২

ইমতিয়াজ ১৩ বলেছেন: সুন্দর পোষ্ট, ভাল লাগলো আপনার কবিতা পড়ে। আর ভাগ্যবান মনে করছি ১ম মন্তব্য করতে পারায়।

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ১ম কমেন্ট করার জন্য । ভাললাগা জেনে অনুপ্রানিত হলাম ।

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৪

মামুন রশিদ বলেছেন: কত যে রহস্যর ছুঁয়া জটর খুলে দেখ , নিরবে জান
তোমায় নিয়ে কাব্য লেখি ঐ মেয়ে কান পেতে শুন ।


অসম্ভব সুন্দর রোমান্টিক কবিতা! আমার মতে, এটা আপনার লেখা সেরা কবিতা !:#P

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: অসম্ভব সুন্দর রোমান্টিক কবিতা! আমার মতে, এটা আপনার লেখা সেরা কবিতা !:#P সেরা কিনা জানিনা তবে প্রানপ্রতিম বেয়াই এর কমেন্ট আমাকে
অনেক অনেক অনুপ্রেরনা যুগাল । সতত শুভেচ্ছা সব সময়ে মামুন রশিদ ।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: রোমান্টিক কবিতা ভালো লাগছে , শুরুটা খুব ভালো লাগছে আমার । আগের আমলের বিখ্যাত কবিদের ছায়া লেখায় । :)

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , লেখার গতি দিন দিন কোনদিকে চলছে আমি নিজেও অনুধাবন
করতে পারিনা তবুও লিখে সুখ পাই , সৃষ্টির আনন্দকে রূপ দেই কথার মালায় ।
ধন্যবাদ , ভাল থাকা হোক সব সময়ের সাথি ।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

সরদার হারুন বলেছেন: খুব ভাল কবিতা।

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: এতগুলু প্লাসে ধন্যবাদ বন্ধু , শুভকামনা ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




সুন্দর কবিতা। আপনার কবিতায় পাই স্বভাব কবির আত্মপ্রকাশ।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ জানবেন মইনুল ভাই , সতত শুভেচ্ছা ।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩২

তুষার কাব্য বলেছেন: দারুন দারুন ...

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

৭| ১০ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২৪

আরজু মুন জারিন বলেছেন: কত পেল্লব শোভাময় সুধাভরা নদী
পাহাড় ঝর্নার নির্ঝরিণী বয়ে যাওয়া নিরবধি
মনে হয় সকলি ছাড়
শুধুই বাড়ে পিয়াস সব ভুলে তোমাকে দেখার

X(( X(( X(( অনেক রোমান্টিকতা কবিতায়।
ধন্যবাদ পরিবেশ বন্ধু চমৎকার কবিতাটির জন্য।
শুভেচ্ছা রইল।

১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ আরজু মুনজারিন আপু
ভাল থাকবেন সব সময় ।

৮| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

এহসান সাবির বলেছেন: শুভ সকাল বন্ধু!

১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: শুভসকাল , কমেন্টে সতত শুভেচ্ছা ।

৯| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

একলা ফড়িং বলেছেন: কান পাতলাম! বলো কি বলবে? ;) :P




১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: কারন তুমি মেয়ে । কমেন্টে শুভেচ্ছা একলা ফরিং

১০| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৭

হাসান মাহবুব বলেছেন: ফাটাফাটি হইসে ভন্দু।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব , ভাল থাকবেন ।

১১| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

লাবনী আক্তার বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাইয়া।




১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ লাবনী বহুদিন পর নিকে , ভাল থাক সব সময় ।

১২| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

আপনার লেখা আগের চেয়ে ভালো হয়েছে ।।
শুভেচ্ছা রইল ।।

১৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ পনি আপু আমাকে সময় ও উৎসাহ দেয়ার জন্য , ভাল থাকবেন ।

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

মামুনূর রহমান বলেছেন: সুন্দর কবিতা । ++++++++

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ মতামত প্রকাশে , ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.