নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

এ বছর বাংলা ব্লগ দিবস কেমন হবে <><>

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১





**** ৬ ষট বাংলা ব্লগ দিবস ২০১৪ ং ১৯ শে ডিডেসর সফল হোক ।। এস বাংলা ভাষার িবকাশ ঘটাই প্রানের মিলন মেলায় , সকল বাংলা ভাষাভাষী লেখক , পাঠক , সমালোচক ও অনুরাগী ব্লগে লিখিয়ে বন্ধুগন । আসুন প্রস্তুতি নেই বর্ণিল কাংকিত আয়োজনের । এ বিষয়ে বিশিষ্ট ব্লগার মইনুল ভাইকে

ধন্যবাদ জ্ঞাপন করি সকলের মতামত আলোচ্য বিনিময় পোস্ট দেয়ার জন্য । ইতিমধ্য সামু কর্তৃপক্ষ এ বছর কিভাবে কতটুকু পরিবেশে আমাদের একত্রিত করবে , সাজাবে , সেটাই দেখার বিষয় । আর সামু কর্তৃপক্ষ আমাদের নিকট থেকে কি আশা করে তাও ভাবনার ফসল । আর যারা আঞ্চলিক ভাবে নিজ নিজ জেলা উপাজেলা বা অন্যত্র পালন করছেন তাদের জন্যও থাকল অশেষ ব্লগিয় শুভেচ্ছা ।

বাংলা ব্লগ আনন্দ ছড়িয়ে যাক সারা বিশ্বময় ।

************

*** ব্লগ দিবসের থিম সঙ্গীত ।। প্রস্তাব , সবাই মিলে গানটি গাওয়া যায় ।







আমরা মুক্ত আমরা শাশ্বত বাক স্বাধীনতায়

আমরা দুরন্ত আমরা দুর্বার বাংলাভাষায় [ দুই বার ]



এস জাগরন ও বন্ধনে

বাংলা ব্লগ কাননে

ভাষার ফুল ফুটাই এস সবেমিলে নব চেতনায় ঐ



আমাদের কলমে ন্যায়ের বঙ্গিশিখা

আলোর দিশারি হবে মুক্ত লেখা

ভয় বাধা ভেঙ্গে এস একতার ঐ মিলন মেলায় ঐ



স্থাপন রাখি বিশ্ব শান্তি

দূর করি অন্ধকার অন্যায় ভ্রান্তি

মানবের কল্যানে নিয়োজিত থাকি এস সমাজসেবায় ঐ

*************

আমি সামুর চলমান সকল বিশিষ্ট ব্লগার পাঠক লিখিয়ে বন্ধুদের সঙ্গে তড়িৎ যোগাযোগ

করার লিংক যোগ করলাম ।

মোবাইল <> ০১৭৯৪৫১৩৭৪১ ।

ইমেইল <> [email protected]



কেমন ছিল অতিত ব্লগ আয়োজন , স্মৃতির দর্পণে ২০১৩ ।

Click This Link

প্রাপ্তি , Click This Link



বিঃ দ্রঃ ব্যানারে উল্লেখ ২০১৫ ং এর ,বদলে হবে ১৪ ং । সাময়িক ত্রুটির জন্য দুঃখিত ।









মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ধন্যবাদ

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ দিয়ে ক্লান্ত থাকলে চলবেনা
যুগানো চাই ব্লগিং এ নব প্রেরনা ।।

২| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

লেখোয়াড় বলেছেন:
ব্লগ দিবস পালন কারার দরকার কি??

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু ক্ষুভ মনে ধরে রাখলে কি আর চলে
এবার কিন্তু উপস্থিত থাকা চাই দলে দলে ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ পরিবেশ বন্ধু এমন চমৎকারভাবে যুক্ত হবার জন্য।

বিগত ব্লগ দিবসগুলোর উদযাপনে আপনার ভূমিকার কথা ব্লগ থেকে মুছে যায় নি :)

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা আরও নব উদ্যুমে উৎসব চাই এবার
ধন্যবাদ মইনুল ভাই শুধু অপেক্ষা এগিয়ে যাবার

৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

আবু শাকিল বলেছেন: ব্লগ দিবস সফল হোক।

সাথেই আছি :)

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: সাথে থাকা এবং মত প্রকাশের জন্য
থাকল ধন্যবাদ অগ্রগন্য

৫| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

মামুন রশিদ বলেছেন: বন্ধু, ষষ্ট বাংলা ব্লগ-ডে ২০১৪ সালের ১৯ ডিসেম্বার পালন হবে । আর ২০১৫ সালের ১৯ ডিসেম্বার হবে সপ্তম ব্লগ-ডে ।

এবারের ব্লগ-ডে সিলেটের অনুষ্টানে আপনাকে প্রধান অতিথী হিসেবে ঘোষণা করা হল B-)

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: মামুন রশিদ এর মত উৎসাহ পাই যেন সবে
এস এস সবাই বাংলা ব্লগ ডের মিলন উৎসবে ।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: বন্ধু, এক বছর এগিয়ে ছিলেন, এগিয়ে থাকলেন ।

এনিওয়ে, ৬ষ্ঠ ওবং সপ্তম ব্লগ ডে'র জোড়া শুভেচ্ছা ।
:-/ :-/ :P :P :-*

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা বন্ধু মিলবে দেখা সময়ে
যদি রাখে বিধাতা ততদিন বাঁচিয়ে ।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু
আপনি না থাকলে ব্লগ লাইফ আনন্দহীন হতো।

ভালো থাকুন সবসময়।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু , এস তাই নব বারতায়
বাংলা ব্লগ ডে উদযাপন করি ভাল ভাবনায় ।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

জানা বলেছেন:

অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু।

পারিপার্শিক প্রতিকুলতার কারণে গতবছর আমাদের প্রস্তুতির অনেকটা এগিয়ে যাওয়ার পরও কেন্দ্রিয়ভাবে বাংলা ব্লগ দিবস উদযাপন সম্ভব হয়নি। যৌক্তিক কারণেই আমরা মূলত ব্লগারদের নিরাপত্তার বিষয়টি নিয়ে ভেবেছি। তারপরেও সবকিছু উপেক্ষা করে আপনারা গেল বছর যেভাবে দিনটি উদযাপন করেছেন তা মনে রাখার মত। ঢাকায়, সিলেটে, যশোরে, খুলনায়, রাজশাহীতে, রংপুরে এ,ছাড়াও দেশের বাইরে অনেক ব্লগার দিনটি গুরুত্ের সাথে এবং আনন্দের সাথে উদযাপন করেছেন। সবার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।

এবারও আপনাদের সকলের প্রবল আগ্রহ এবং নানান পরিকল্পনা দেখতে পেয়ে খুব ভাল লাগছে। স্বদেশ, মাতৃভাষা এবং 'মানুষের জন্যে মানুষ' এই ভাবনায় ব্লগারদের অবদান কতখানি তা ইতিমধ্যে প্রমানিত এবং একদিন তা একটি বিশেষ মাত্রায় বিশ্বব্যাপী আলোচিত হবে বলে আমি বিশ্বাস করি।

ভাল থাকবেন।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ জানবেন জানা আপু , আপনার বিবৃতি ইনশাল্লাহ নবীন প্রবীণ সব ব্লগার পাঠকের জন্য উৎসাহ ব্যাঞ্জক । আশা করব এ বছর এর অনুষ্ঠান আর ও ভাল হবে ।

আপনিও ভাল থাকুন ।।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

জানা বলেছেন:

ভাল কথা, আপনার তৈরী ব্যানারটি সুন্দর। কেবল ২০১৫ এর বদলে ২০১৪ হওয়ার কথা। :)

১০| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: জানা আপুকে অসংখ্য ধন্যবাদ গুরুত্ববহ পরামর্শ দেয়ার জন্য , ব্যানারে ২০১৫ উল্লেখ্য সেটা বদলে ২০১৪ সাল ভেবে নিলেই চলবে , আর মাত্র কয়েকটা দিন
সবাই ভাল থাকুন সেই দিনের অপেক্ষায় ।। ধন্যবাদ জ্ঞাপনে , পরিবেশ বন্ধু ।।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

লিরিকস বলেছেন: ব্লগ দিবস সফল হোক।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০০

পরিবেশ বন্ধু বলেছেন: সফল হোক ব্লগ ডে , শুভকামনা
উৎসব রঙিন নেই কোন মানা ।

১২| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

খেলাঘর বলেছেন:

আমার সুযোগ হয়নি ব্লগ দিবসে উপস্হিত থাকা।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: তাহলে এ বছর যেন মিস না হয় ।
সময়ে চলে আসবেন নিশ্চয় ।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

খেলাঘর বলেছেন:


গতবার কি হয়েছিল ব্লগ দিবসে?

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: ভ্রাতা বন্ধুদের আড্ডা , আবৃত্তি মতামত আর আলাপন
এক সাথে খাওয়া , ছবিতুলা ও রসের কথন
নিজেই অনুমান করেন ছিল কেমন ।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কেমন হল?

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: কেমন হল না হবে
সেই পর্যন্ত অপেক্ষা তবে ।

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ডে সফল হোক পরিবেশ বন্ধু । ভাল থাকবেন ।

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: অনেকদিন পর ব্লগে আসা কবি
ফেবুতে শুধু দেখি বিদেশের ছবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.