নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

সামু সাহিত্য পত্র **** সুচেনা ** বিজয় দিবস ২০১৫ ং বিশেষ সংখ্যা ।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫২


সাম হোয়ার ইন ব্লগ , সাহিত্য পত্র সুচেনা
বিজয় দিবসের বিশেষ সংখ্যা ।।
সুপ্রিয় ব্লগার লিখিয়ে বন্ধুগন ।
আমাদের জাতীয় সত্ত্বার গৌরবউজ্জ্বল এই ডিসেম্ভর মাস বিজয়ের মাস । ১৯৭১ সালে ১৬ ই ডিসেম্ভর বিশ্বের বুকে জন্ম নেয় এই আমাদের স্বাধীন বাংলাদেশের ।
স্বাধীন অস্তিত্ব নিয়ে আকাশে ওড়ে লাল সবুজের একটি পতাকা ।

বিজয় দিবস উপলক্ষ্য কবিতা
বিজয় এর আনন্দ ।।
**********
বিজয় মানে সবার কথা মুক্ত মায়ের হাসি
নিত্য ভোরের উদয় রবি রাখালিয়া বাঁশি
বিজয় মানে মেঠূপথে ঘোমটা পড়া বধু
কাননের ঐ ফুলের শোভা ভ্রমর ওড়া যাদু
বিজয় মানে নদী জলে নৌ কিশোরের সাতার
চাষির পায়ে রাঙা ধুলু কচি ফসলের বাহার
বিজয় মানে জেলের জালে নানা রঙের মাছ
গাঁয়ের ছবি সবুজ ছায়া সজীব তৃণ গাছ ।।
বিজয় মানে শিশুর মুখে অ আ , শেখা বুলি
চাঁদনি রাতে জুনাক জ্বলা রসের কথাকলি
বিজয় মানে রদ্রছায়া বটবৃক্ষের নীড়
উদাস বাউলের সুমধুর কণ্ঠ স্রোতাদের নৃত্য শীর
বিজয় মানে বিদ্যাশালার মগজ ধুলা শিক্ষার্থীর পাঠ
শিশুর আনন্দ লাটাই ঘুড়ির উৎসব মুখরিত মাঠ ।
বিজয় মানে কবির ছন্দ , সুর লহরি তান
পুস্প মল্লিকা বসন্ত বাতায়ন ,ভোরের সুমধুর আযান ।
বিজয় মানে স্বপ্নের নীড়ে উদাস ক্ষনের হাওয়া
চিত্ত সরবে জলসাঘরে মুক্তমনে গান গাওয়া ।।
বিজয় মানে জনজাগরন এর প্রান চঞ্চল আওয়াজ
দেশ রক্ষা বাহিনীর কটিন শপথ তালে তালে কুজকাওয়াজ ।।
বিজয় মানে শ্রমিকের ঘাম রোদে পুড়া মুখ
বালিকার নয়নে প্রেম বিয়ের পিড়ি নব জীবনের সুখ ।।


বিজয় দিবস এর গান
***********

বিজয়ের দিন কত রঙিন আঁকা হৃদয়ে বাংলাদেশ
ভোরের সূর্য হয়ে ভাসে
উৎসবে মিলে মহাজনতা , উদ্ধে নিশান দুলে বাতাসে

লাল সবুজে আঁকা একটি পতাকা
লক্ষ শহীদের রক্তে লেখা
কত যে স্বপ্ন বহে মুক্ত স্বাধীন প্রান উল্লাসে ঐ

স্মৃতির মিনারে আজও জাগ্রত পথিক
শত বুদ্ধিজীবী আর ভাষা সৈনিক
সকল ও নদীর কুলে , অরন্য মাঠে আমার বাংলা হাসে ঐ

কত মহামুনিষি , , বাউল কবি
কত জলসাগর , আর সংস্কৃতি হবি
সুরে সুরে আমার বাংলা জাগে শিল্পির তুলি আর ক্যানভাসে ঐ




ইতিহাস সাক্ষ্য ৫২ থেকে ৭১ ,দেশ কে স্বাধীন করার জন্য লক্ষ শহীদের বুকের
তাজা রক্তে বারবার প্লাবিত হয়েছে এ মাঠি ।

। মুক্তিযুদ্ধ ৭১ সংকিপ্ত ।।

পশ্চিমা শাষকেরা এই বাংলায়
কত শোষণ যুলুম বিভেদ ঘটায়
চাকরীর উচু পদ তাদের জুটে
বাঙ্গালীর ভাগ্য শুধু কুলি মুটে ,
যত সব ধান পাঠ ওদের গোলায়
মোদের কৃষানের ঘরে অভাব ভিষময়
আরও অনেক বৈষম্য দিল দেখা
ব্যংক কলখারকানা আর ভাষা শেখা
এল নির্বাচন ৭০ এ সংখ্যা গরিষ্ঠতায়
বিজয় এল বিপুল আসনে এই বাংলায় ।
এবার ষরযন্ত্র ক্ষমতা লয়ে
পশ্চিমা দেবেনা তা নেবে ছিনায়ে
এদেশের জনতা হল সোচ্চার
এল ডাক মহান স্বাধীনতার ।

ফয়ছালা বৈঠক বসল ঢাকায়
দুই নেতা মুজিব আর ইয়াহিয়ায়
মানেনি মোদের দাবি ওরা
ভিষময় দুরভিসন্ধি করল তারা
হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার
চালায় গুলি হায়নারা ঘুমন্ত মানুষের উপর
গনহত্তা করে মারে বাঙ্গালী
বোমা বেয়নেটে উড়ায় মাথার খুলি
বীর বাঙ্গালী তাই জাগে
অস্র লয়ে ছুটে সম্মুখ ভাগে ।
এক হয়ে শত মায়ের শত সন্তান
ছাত্র জনতা মুটে কুলি কৃষাণ
লাল সবুজের এক নিশান ওড়ায়
দিনে রাতে মুক্তি সংগ্রামে ঝাঁপায়
দীর্ঘ নয় মাস লক্ষ শহীদের রক্তে ভেসে
বীর বাঙ্গালীর স্বাধীনতা আসে অবশেষে ।
**
আমরা মহান শহীদদের আত্তত্যাগ কখনও ভুলবনা ।
আমরা সেইসব মহান বীর শহীদ আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী ।


সামু সাহিত্য পত্র বিভিন্ন বিশিষ্ট ব্লগারের এ মাসের সংকলিত পোস্ট সমুহ ।।
************************
** মহান বিজয় দিবসকে সামনে রেখে ... পোস্ট সংকলন ।।
কাজটি করেছেন ব্লগার এম এম মিন্টু
* Click This Link * * ।।
************************
** সামু সাহিত্য পত্র সুচনা , বিগত সকল বিশিষ্ট ব্লগারদের
সংকলন সমুহ একসাথে ।।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪২

নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর পোষ্ট
লিখা তো অবশ্যই দেব
তবে ছাপাবেন কিন্তু
লিখায়+++++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

পরিবেশ বন্ধু বলেছেন: সামুর মধ্য সংকলিত সংখ্যা ।। আমি ছাপাখানা জাতীয় কিছু নই , ধন্যবাদ ।।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: যদি কোন ম্যাগাজিন বা বই ব্লগ থেকে বের হয় তাহলে সামু কর্তৃপক্ষ অবশ্যই আপডেট দেবে ।
ধন্যবাদ ।


২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: বন্ধু ! ইহা কি এক বিশাল কর্মযজ্ঞ হস্তে লইয়াছেন!!!! শুভকামনা রইল সবসময় :)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

পরিবেশ বন্ধু বলেছেন: না বন্ধু হাতে একদম সময় কম , তো সামু সংকলিত পোস্ট হবে আর কি ?
মন্তব্য ধন্যবাদ ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

সুমন কর বলেছেন: ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু কে অধিক অভিজ্ঞ মনে হচ্ছে ;);)

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

কালের সময় বলেছেন: ভালো লাগলো B-) ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: বিজয়ের হাসি বন্ধু , ভাল লাগার জন্য ধন্যবাদ ।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যালো বন্ধু! কেমন আছেন???

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: একরকম ভাল আছি , ইদানিং আর আগের মত হয়না । ধন্যবাদ বন্ধু শুভকামনা ।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২১

এনামুল রেজা বলেছেন: উদ্যোগ চমৎকার। শুভকামনা। :)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: উদ্যোগ চমৎকার। শুভকামনা। :)
সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধু ।।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

এহসান সাবির বলেছেন: বিয়ে নিয়ে বস কোনো ঝামেলা নাই তো :P আমি একু প্যারার মধ্য আছি B-)

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২২

পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন B-)

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৪

ডি মুন বলেছেন: অভিনন্দন পরিবেশ বন্ধু।

আশাকরি ভালোই আছেন ?

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: আছি একরকম , বিশেষ দিনে অবশ্যই দেখা মিলবে , ধন্যবাদ ।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৩

লিরিকস বলেছেন: :) :) :)

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ লিরিক্স বিজয়ের শুভেচ্ছা +

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

কলমের কালি শেষ বলেছেন: বেশ তো !!... ;) ;)

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , মন খুলে হাসলে হার্ড এটাক কম হবে ।।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৫

হাসান মাহবুব বলেছেন: সব নিজের লেখাই ছাপাইসেন বন্ধু!

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি ।। আগামী সংখ্যা হবে সকলের

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৩

আবু শাকিল বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: সব নিজের লেখাই ছাপাইসেন বন্ধু! =p~ =p~ =p~

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: বেশি দেখলে এমনি হয় =p~ =p~

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৬

খেলাঘর বলেছেন:


লেখা ভালো হয়েছে

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভকামনা রইলো অনেক অনেক।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপু , ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.