নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

গৃহযুদ্ধের মহড়া নয় আসুন মিলেমিশে দেশ সেবায় নিয়োজিত হই ।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

সুপ্রিয় দেশবাসী ও বন্ধুগন

আমরা আজ এমন এক সংকটে উপনিত, যে দেশ এখন গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে । গত ৫ই জানুয়ারির নির্বাচনে বিএনপি যোগ দেয়নি , বর্তমান সরকার জাতীয় পার্টিকে নিয়ে ক্ষমতায় আসীন । ভুলে গেলে চলবেনা বিএনপি দুই দুই বার ক্ষমতায় ছিল । দেশের অধিকাংশ জনগন এখনও তাদের সমর্থন করে ।
দেশে কোন নৈরাজ্য আসুক সেটা আমরা চাইনা । যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন তখন গনতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি জামাতকে সঙে নিয়ে গনঅভ্যুথান করেছিলেন ।।
আজ সেই
আপনারাই ক্ষমতায় এসে নতুন নতুন আইন পাশ করে জনগণের গনতান্ত্রিক অধিকার কে খর্ব করছেন । জঙ্গি বা অপরাধী যারা তাদের বিরুদ্ধে অভিযান সেটা নিঃসন্দেহে ভাল কিন্তু ভুলের কারনে নতুন জঙ্গি সৃষ্টি করা এবং দেশ কে সহিংসতার দিকে টেলে দেওয়া উচিৎ নয় ।।
আমি কারও পক্ষে বা বিপক্ষে সাফাই গাচ্ছিনা বাস্তব চিত্র নিয়ে ভবিসতব্য করছি মাত্র ।।
আমরা দেশের জনগণকে কতটুকু নিরাপত্তা দিতে পারছি বা ভবিস্যাতে দেশ বিশ্বের সাথে পাল্লা দিয়ে কতটুকু নিরাপদ সেটাই এখন সরকারকে বিশেষ ভুমিকা রাখতে হবে ।।
ক্ষমতায় নয় আসুন সব বৈরিতা ভুলে মিলেমিলে দেশের সেবায় নিয়োজিত থাকি ।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

আবু শাকিল বলেছেন: দেশের দুই বুড়ি নিয়ে সংকটে আছি।তারা ভাল থাকলেই আম্রা ভাল থাকি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: হুম , তাই তো দেখি ।। ধন্যবাদ কমেন্টে , শুভকামনা ।।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কিছু কথা বলেছেন কবি ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: আসলে দুই বড়দলের ফারাক যত বাড়বে দেশের রাজনৈতিক সামাজিক
সংকট তত প্রকট হবে , বাড়বে জনগনের ভুগান্তি ।। কমেন্টে ধন্যবাদ সেলিম ভাল থাক সব সময় ।।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: ভুলের কারনে নতুন জঙ্গি সৃষ্টি করা এবং দেশ কে সহিংসতার দিকে টেলে দেওয়া উচিৎ নয় ।।
আমার ভয় এটা নিয়েই।। নিকট উদাহরন পাকিস্তান। পারভেজ বিরোধীদের "পাকিস্তানী তালেবান" আখ্যা দিয়ে যে বৃক্ষ রোপন করেছিলো আজ তা মহীরূহ!!
আমার সোজা কথা ক্ষমতায় কে তা নয়।। আমরা শান্তি,নিরাপত্বা আর স্তথিশীল পরিবেশ চাই। যা গনতন্ত্রের মূলমন্ত্র। তা না হয় একনাকত্বই থাকুক।
কারন মানুষ ভরাপেটে বিরিয়ানীও খেতে চায় না,যদি না আগ্রাসী ক্ষুধা থাকে

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু গুরুত্ববহ কথা কয়টি শেয়ার করার জন্য শুভেচ্ছা ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.