নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কে বয়সে বড় নুর নবী হযরত না জিব্রাইল আ

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

জিব্রাইল আ বিধাতার সমস্ত নবী রাছুল ,অলি আউলিয়াগনের সাথে তার যুগাযুগ ।
একদিন জগত জননী মা ফাতেমা রা কে মানুস বেশি জিব্রাইল আ জিজ্ঞাসিল তোমার আব্বাজান কোথায় ? _____চাচা তিনি
এক্ষনি আসবেন , জিব্রাইল আ রাগ হলেন । _____ আমি তোমার আব্বার
চাইতে বড় । তক্ষনি আল্লাহর প্রিয় হাবিব নুর নবী হযরত মোহাম্মদ তশরিফ আনলেন এবং জিজ্ঞাসিলেন হে জিব্রাইল তোমার বয়স কত ? জিব্রাইল আ বললেন ইয়া রাছুল সা আমি
সটীক জানিনা তবে পশ্চিম আকাশে একটা নুরের তারকা উদয় হইত , ৭০ হাজার বছর পর পর , এরূপ ৭২ হাজার বার দেখেছি ।
নবীজি বললেন এখন এই তারকা আর দেখ ? তৎক্ষণাৎ জিব্রাইল আ নবীজির মুখ মোবারকে চাইলেন এবং তিনি চিৎকার দিয়ে বললেন ইয়া রাছুল সা আমি সাক্ষ্য দিলাম নিশ্চয়ই আপনি সেই তারকা । হে নবী সা মাফ চাই
বলুন ৭০হাজার বছর পর পর উদয় হইতেন তখন আপনি কোথায়
থাকতেন ।
নবীজি বললেন আমি আল্লাহর দরবারে উম্মতের নাজাতের জন্য ইয়া হাব্লি উম্মতি বলে তার ক্ষুদ্রতি পায়ে সিজদায়
যেতাম আমার রব শান্ত্রনা দিতেন হে হাবিব সা মাথা উটান আমি অবশ্যই সর্ব প্রথম আপনার উম্মত কে জান্নাতে দাখিল করব , হাদিস শরীফে আছে মানব ছুরত নিয়ে জিব্রাইল আ নবীজির সাথে ২৪ হাজার ৬০০ বার মিলিত হয়েছিল । আল হাদিস ।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: যাদের কোরআন হাদিস সম্পর্কে পর্যাপ্ত পরিমান জ্ঞান নেই তাদের মন্তব্য নিষেধ ।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

লাবনী আক্তার বলেছেন: জেনে ভালো লাগল।


ধন্যবাদ ভাইয়া। ধর্মীয় পোস্ট বেশি বেশি চাই। :)

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্ট ও পাঠে ধন্যবাদ লাবনী আক্তার , ভাল লাগার জন্য ধন্যবাদ ।
ধর্মীয় বিষয় নিয়ে অবশ্যই লিখব ভাল থাক সব সময় ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.