নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কে দেবে জবাব ।।

১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯



আর কত রক্ত ঝরবে
আর কত নিষ্পেষিত হবে জনতা
সারাদেশময় একি আগ্রাসন
সহিংসতার ছোবলে লীন মানবতা ।
পেট্রোল বোমায় আক্রান্ত হয়ে
মরে নিরপরাধ শিশু , সাধারন পথিক
অহেতুক দাঙ্গায় পুড়ে মরে জ্যান্ত মানব
ছি , ক্ষমতাকে ধিক ।
কারও বুকে চলে গুলি
উপর মহলের নাকি দিক নির্দেশ
কারা চালায় অবরোধ
কারাই বা শাষন করে এই দেশ ।
সবাই কি এদেশের বাসিন্দা নয়
যদি প্রকৃত নাগরিক হয়
তবে কেন ? মিথার এ লড়াই
বিবেকের কাছে প্রশ্ন থাকে
কোথায় জনতার অধিকার ,
কিসে স্বাধীনতা
আজ শুধুই চিত্র ক্ষত বিক্ষত বাংলার ।
নির্বিচারে জাতী ভাইয়ের উপর চলে খরগ
বাড়ে হানাহানি দাঙ্গা
তৈরি হয় নব্য সন্ত্রাস
সামাজিক ফাটলে ছিন্ন বিচ্ছিন্ন হয় একতা
জবাবের সম্মুখিন আজ হে সমাজের মাথা ।।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাধীনতার ৪৪ বছর পর আজ আবার স্বৈরাচারের পদধ্বনী
ইয়াহিয়া ভুট্টোর ভুত আছর করে ক্ষমতাসীনদের
পোড়ামাটি নীতি চালায় কার উপর?
অনির্ভাচিত স্বৈরাচারে
সংবিধানের দোহাই দিয়ে
নাগরিকের সাংবিধানিক অধীকার লংঘন করে এ কোন দূরাচার?

বাকশালের স্মৃতি ডিজিটাল বাকশালে
রক্তাক্ত করে জনপদ
ট্রাক দিয়ে অবরুদ্ধ করে বিরধী নেত্রীকে নয়
পুরো বাংলাদেশকে

কেউ প্রশ্ন করে না। কেবল দু-দলকে পেচিয়ে
সুশীলতা বজায় রাখার চেষ্টা!

মোটা দাগে মোটা বাক্যে বলার সময় এসেছে সত্য!

তুই স্বৈরাচার! দেশ জনতা বাঁচাতে ক্ষমতা ছাড়!
বন্দুের নলের মূখে আর কত?
বিদায় নিতে হবেই এবার !

১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর বলেছেন বিদ্রোহী ভিগু ।। এ জাতীর সর্বনাশের আওয়াজ শুনা যাচ্ছে ।।
একবার গৃহযুদ্ধে্র ভেরি বাজলে যেমন যুগ যুগ ধরে চলতে থাকে । কঙ্গুর মত
জাতী নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত লড়াই চলে আর মাঝখানে সব লুটে নেয় দুর্বৃত্তরা ।।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

ডি মুন বলেছেন:
খুব সুন্দর কবিতা পরিবেশ বন্ধু

দারুণ লিখেছেন।

+++++

ছি, ক্ষমতাকে ধিক !!!

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ ডিমুন । আজকের বিশ্ব জ্ঞান বিজ্ঞানে কত এগিয়ে আর আমাদের
দেশের চিত্র সেই মধ্যযুগের বর্বর যুগ কেও হার মানায় ,

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাল লাগা জানবেন।
আসলেই হ্মমতার লোভে রাজনৈতিক হ্মমতাধররা দেশ আর দেশের জনগনকে ঘৃন্যভাবে ব্যবহার করছে।
ধিক্কার সেই সব ক্ষমতালোভী পশুদের।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ পাঠ এবং কমেন্টে দিশেহারা রাজপুত্র । বর্তমান পরিস্থিতির মুল কারন যারা তারা আসলেই বিবেকবানহীন , এদের বোধোদয় হোক তাই কামনা নয়ত দেশ ইরাক আফগান হতে বেশিদিন সময় লাগবেনা ।।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

আব্বাস বলেছেন: রাজনৈতিক কবিতা। সময়ের সাথে খুব এপ্রোপ্রিয়েট।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতার মধ্য রাজনীতি থাকেনা বরং সময়ে যা সত্য ঘটমান তাই পায় স্থান ।
ধন্যবাদ আব্বাস ।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





বিষাক্ত সময়ের প্রতিবিম্ব!

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: দেশে এখন নৈরাজ্য , বড় দুদলের ফাঁক যেমন বাড়ছে তেমনি বাড়ছে সন্ত্রাসীদের দউরাত্তা ।। এখন দেখছি রাজনৈতিক হত্যাকাণ্ড আর বোমাবাজিতে উভয় দলই আক্রান্ত । সাধারন মানুষের নাই জানমালের নিরাপত্তা ।
গৃহযুদ্ধের দিকে রূপ নেবে এই দেশ । অরক্ষিত স্বাধীনতা , ভবিষ্যৎ আল্লাহ্‌ই ভাল জানে ।।
মন্তব্য ধন্যবাদ মইনুদ্দিন মইনুল ।।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: যারা জবাব দিবে, তারাইতো এর জন্য দায়ী। তাই জবাব পাওয়া কোন দিনই হবে না ভাই। দেশের পুরো চিত্র তুলে ধরেছেন, যা থেকে পরিত্রাণ চাই আমরা সকলে। অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ বিদ্রোহী বাঙালী , যারা দেশ ও জাতীর চালক উচিৎ
সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধান করা ।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সময় উপযোগী একটি কবিতা ---দারুন---মুগ্ধ

১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপু চাই আলোচনার টেবিলে অরাজক পরিস্থিতির আশু সমাধান ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.