নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

জাতীয় ঐক্যমত সরকারের প্রস্তাব ঘোষণা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

জাতীয় ঐক্যমত সরকারের প্রস্তাব
*************
সাবেক রাস্টপতি হুমু এরশাদ উভয় নেত্রীকে চিঠির মাধ্যমে সংলাপের আহবান জানান । নিঃসন্দেহে ভাল প্রস্তাব ।
আমার কথা হল উভয় নেত্রীর উচিৎ সংলাপে সারা দেয়া এবং জনগণকে অহেতুক
মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা ।
আসুন জেনে নেই জাতীয় ঐক্যমতের প্রধান ইসুগুলু কি হতে পারে ।।
১ , সব বাংলাদেশি রাজনৈতিক দলের নিরপ্রেক্ষ অংশগ্রহন ।
২, সবার মতামতের মাধ্যমে একটি মধ্যবর্তী নির্বাচন ।
৩, মহামান্য রাস্টপতির মাধ্যমে একটি নির্বাচন কালীন অবাধ সুস্ট ও নিরপ্রেক্ষতা অর্জনের লক্ষ্য জাতীয় এক্যমত তত্ত্বাবধায়ক সরকার গঠন ।
৪, জাতীয় ঐক্যমত সরকারের বিরুধি দলগুলু থেকেও পর্যাপ্ত পরিমাণে সংসদীয় স্থায়ী কমিটিতে মন্ত্রী
ও দায়িত্বশীল কোটা বরাদ্ধকরন ।
৫ , সকল দলের সম্মিলিত জাতীয় ঐক্যমতের সরকার এর প্রধান হবেন সংসদীয় সাংসদ গনের ভুটাধিক্ষ্য ।
৬ , এবং জাতীয়তা সর্বোপরি সকল কার্যক্রম চলবে সংবিধান অনুযায়ী ।।

আসুন আমরা মানুষ হত্তার রাজনীতি পরিহার করি ।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



বোমাবাজ-অবরো- নেত্রী অবসরে না গেলে কোন কিছুর সমাধান হবে না; সন্ত্রাসকে নির্মুল করা দরকার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: দুই দলের ফারাকে সন্ত্রাসীরা আরও ব্যপরুয়া ।।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা জঙ্গিমাতার নেই।
সিদ্ধান্ত নেয়া হয় লন্ডন থেকে।
লন্ডনেও তারেকের হাতে ক্ষমতা নেই। তারেকের সেই যোগ্যতাও নেই।
সে মামুনের মত লোফারের মাধ্যম ছাড়া দুর্নিতি পর্যন্ত করতে পারত না।

লন্ডন ভিত্তিক জামাত, ISI, দাউদইব্রাহিম গঙ্গের একটি অংশ ... এরাই তারেককে চালাচ্ছে।
এরা বৈঠকে উপস্থিত না থাকলে সংলাপ ফলপ্রসু হবে না

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: এবারেও যদি সংলাপে না আসে আর জাতীয় ঐক্যমত এর পরিবেশ এদের
কারনে বিগ্নিত হয় তাহলে মানুষ হত্তার দায়ে গ্রেফতার হওয়ার সম্ভবনা শতভাগ ।। ওরা ভুল করে দ্বিতীয় বার ভুল করলে আম ছালা দুটুই হারাবে ।।
মন্তব্য ধন্যবাদ হাসান কালবৈশাখী ।।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: আমি মনে করি নির্বাচন কমিশনকে সবার আগে নিরপেক্ষ ও পূর্ন স্বাধীনতা দিতে হবে।।তাহলে বাকীটা হয়ে যাবে।।
বাকী প্রস্তাবগুলি মানানসই।। ধন্যবাদ অল্প পরিসরে বিস্তারিত বর্ননার জন্য।।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: যুক্তিসঙ্গত প্রস্তাব আলোচনার টেবিলে আশু সমাধান হোক , এটাই আমাদের
প্রত্যাশা । ধন্যবাদ কথাগুলু শেয়ার করার জন্য । ভাল থাকুন সচেতনহ্যাপি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.