নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতা লিখার প্রতিক্ষায়

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

একটি কবিতা লিখার প্রতিক্ষায়
************

একটি কবিতা লেখার প্রতিক্ষায় তেত্রিশ ফাগুন পার হয়ে গেল
এখন হৃদয়ে শুধুই মরুভূমির দক্ষিনা লো হাওয়া বহমান
আজ পৃথিবীর গহবর ফেটে উপচে পড়ছে যেন বিষ বাস্পের অগ্নিলাভা
তাই দংশিত সমাজ , কুলুসিত মানবতা
মানুষের কাছে আজ বন্ধি কুহকের সব মায়াজাল
বসন্তের আগমনি হিল্লোলে বল্লরি শুধুই মরীচিকার ঘ্রান ।
সবুজ মাঠের বুক ছিরে যৌবনা নদী শুকিয়ে আজ শ্রীহীন
নেই আভিজাত্য পারাবার মাঝির সুললিত ভাটিয়ালী কণ্ঠসুর
নেই নদীর তীর ঘেঁষা মেঠূ পথের বটবৃক্ষের অনন্য বিস্তার গ্রাম্য মেলা ,
যেথা কিশোরী বালা চঞ্চল নয়নে খুজে নিত তার সাধের চুড়ি ফিতা
আর নওল কিশোরের দল ওড়াইত দূর নীল আকাশে রঙিন ঘুড়ি
সেথা আজ ইটের ভাটা , আকাশে শুধুই এখন হাইড্রলিক কাল ধুয়া ।
সবুজ অরন্য ফুলে ফুলে মেঘদুত ফুটাইত বসন্ত বাতায়ন
পাখির কলতানে জাগত নব প্রহর , নব ভোর
আজ যেন সেথা পুড়া মাঠি , হলুদাভ দূর্বাঘাস
যে ছায়াঢাকা গাঁ আকৃষ্ট করে , কাছে ঠানে অনন্য বাহারে
কৃষকের সোনা ফলা অভিজাত সম্ভারে
সেথা আজ খা খা বালুচর ।
পাহাড় পর্বত সাগর সৈকত সবই যেন ধুয়াশার আবরনে ঢাকা
আকাশের চাঁদতারা , আঁধারের জুনাক
প্রকৃতির খেয়ালে আজ বড়ই হেঁয়ালি

বদলে যাচ্ছে সময় , অদৃশ্য শক্তির অন্তরালে বুঝি গুধুলি লুকায়
শান্তির পায়রা গুলিও পাখনা মেলেনা ,মহা জিজ্ঞাসা তারা আজ কোথায় ?
নিরবে নিভৃত্তে হায় পরিবর্তন হয় সবিতা
সেথা আর কি? লিখা হবে কবির নতুন কবিতা ।।




মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দুর্দান্ত কবিতা +++++++++++++

শুভেচ্ছা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার , অভিনন্দন বইমেলায় , আমার কবিতার
বই বের হয়েছে , মেঘ বালিকার দেশে , স্টল এক রঙ্গা একঘুড়ি , প্রকাশক নীলসাধু । ১৩ তারিখ বই এর মোড়ক উম্মুচন হবে আসার আমন্ত্রন রইল ।।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০০

আরণ্যক রাখাল বলেছেন: প্রথম লাইনটা সুনীলের কেউ কথা রাখেনি কবিতার মত লাগল| পরের গুলো সুন্দর

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: সুনীলের কবিতার ভাবই আলাদা , পড়া ও কমেন্টে ধন্যবাদ ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

নিলু বলেছেন: ভালো , লিখে যান

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: নিলু ধন্যবাদ বিবৃতি দেয়ার জন্য , লিখব জীবনের শেষ সময় পর্যন্ত ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

মায়াবী ছায়া বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা।। পড়ে মুগ্ধ হলাম।।শুভকামনা।। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.