নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আবু জাহেল নিজের ফাঁদে নিজেই পড়েন ,পাক নবীজী সাঁ এর একটি মুজেজা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১

নবীজীর একটি বিশিষ্ট মুজেজা ।
*************
নবীজীকে নাস্তানাবুদ করার উদ্দেশ্য আবুজাহেল একটি পরিকল্পনা আঁটে । যে পথে নবীজী প্রতিদিন গমন করতেন সেই পথে গভীর গর্ত করে ঘাস লতাপাতা ছট ইত্যাদি দিয়ে ঢেকে দেয় ।
এবং আবুজাহেল লোকমারফত সংবাদ পাঠান তাঁর খুব বেশী অসুখ মোহম্মদ যেন তার চাচাকে এসে দেখে যান । আর ধূর্ত আবুজাজেলের বাড়ী ঐ পথ দিয়েই যেতে হয় । হযরত মোহাম্মাদ সাঁ জানতেন এ পরিকল্পনার কথা তাই তিনি দুত কে না বলে দিলেন । আবুজাহেল দুতের মুখে মোহাম্মাদ সাঁ এর না আসার খবর শুনে রাগে গজগজ করতে করতে উলটু মোহাম্মাদ সাঁ এর বাড়ীর দিকে ছুটলেন এবং
তিনি নিজের বানানো গর্তে নিজেই পড়ে কাতরাতে লাগলেন ।
আবুজাহেলের বহুসংখ্যক সাগ্রেদ রশি ফেলে তাদের নেতা কে তূলতে চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তাঁকে নড়ানো সম্ভব হচ্ছিলনা ।।
এবার আবুজাহেল হুংকার ছেড়ে বললেল তোমরা সারা আরবের লোক একসাথে এসে উদ্ধারের চেষ্টা করলেও কাজ হবেনা আমাকে এক মাত্র উদ্ধার করতে পারে আমার ভাতিজা মোহাম্মাদ । যাও তাঁকে এক্ষুনি সংবাদ দাও । নবীজী সংবাদ পেয়ে আসলেন এবং আবুজাহেল কে বললেন আপনি যদি পাক কলমা শরীফ পড়েন তাহলে উদ্ধার করব । আবুজাহেল এক কথায় রাজি হলেন , নবীজী রশি ধরলেন অমনি শুকনো পাতার মত আবুজাহেল গভীর গর্ত হতে উটে এলেন ।।
আবুজাহেল উটেই বললেন হে মুহাম্মাদ তুমি একজন শ্রেষ্ঠ যাদুকর আমি কলমা পড়তে পারবনা । আমার বাপদাদার ধর্ম কক্ষনো ছাড়তে পারবনা । এভাবে আবুজাহেল নবীজীর সাথে ২৩ বার প্রতারনা করেছিলেন ।
[আল হাদিস ]।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

আবু শাকিল বলেছেন: হাদিস টি জানা ছিল ।

আবারো পড়লাম ।

ধন্যবাদ ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: পাঠ ও কমেন্টে ধন্যবাদ আবুশাকিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.