নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আড্ডা পোস্ট , বাংলাদেশ জিতবে <> আশার সম্ভবনা কতটুকু ।

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৩

আমাদের টাইগাররা বিশ্বকে তাক লাগিয়ে ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে আনবে আমরা আশা করতেই পারি ? এরপরও মাশ্রাফি , মাহমুদুল্লাহ , রুবেল সহ বাংলার চিরসবুজ স্বাগতিকরা আমাদের জন্য বড় চমক । আর মাত্র কয়েক ঘণ্টা
আশার সম্ভবনা কতটুকু । আওয়াজ দেন তো ;) ;) =p~ =p~ =p~ =p~

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ১০০ ভাগ। কোন কথা নাই। কাল রাতে ভারত ভর্তা দিয়ে ভাত খামু।

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: মাশাল্লা শুইনাই পরানডা জুড়াইয়া গেল । জিতলে সারাবাংলায় লালসবুজের
পতাকা দিয়া মুড়াইয়া দিমু । আড্ডায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ।

২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: সম্ভাবনা ভালো। আমাদের হারাবার কিছু নেই, পাবার আছে অজস্র। সুতরাং আশা করতেই পারি।

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: ভাবতেই ভাল লাগে আশার সম্ভবনা নিয়ে কারন ২০০৭ বিশ্ব কাপে এই টাইগাররাই ভারতকে হারিয়ে ম্যাচ জিতেছিল , আর দেখেছিল নিরবে বিশ্ব ।
ধন্যবাদ সুন্দর কমেন্টে প্রোফেসর শঙ্কু ।

৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমাদের লক্ষ্য ইতিমধ্যেই অর্জিত হয়েছে। এখন যা পাবো সবই বোনাস। টাইগারদের দিনে কোন দলকেই আমরা গোনায় ধরি না। আশা করছি টাইগাররা আমাদের নিরাশ করবে না। শুভ কামনা টাইগার্স।

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:২১

পরিবেশ বন্ধু বলেছেন: বিদ্রোহী বাঙালি বলেছেন: আমাদের লক্ষ্য ইতিমধ্যেই অর্জিত হয়েছে। এখন যা পাবো সবই বোনাস। টাইগারদের দিনে কোন দলকেই আমরা গোনায় ধরি না। আশা করছি টাইগাররা আমাদের নিরাশ করবে না। শুভ কামনা টাইগার্স।

সুন্দর কমেন্ট বিদ্রুহি বাঙালী । আমি কমেন্টের সাথে ১০০ ভাগ সহমত ।

৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৯

দিশেহারা আমি বলেছেন: সম্ভবনা ৫০ঃ৫০
আশা ১০০%
আশা করছি টাইগাররা আমাদের নিরাশ করবে না। শুভ কামনা টাইগার্স।

হাবিবুল বাসারের সাক্ষাৎকার ভালো লেগেছে।

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আড্ডায় অংশ নেয়ার জন্য সেই সাথে দেখলাম হাবিবুল বাশারের সাক্ষাৎকার । আমরা জিতব , এবার আমাদের আশা টাইগাররা অপূর্ণ রাখবেনা । শুভেচ্ছা কমেন্টে দিশেহারা আমি ।

৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: শতকরা ৭১%

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১০

পরিবেশ বন্ধু বলেছেন: শতকরা ৭১ ভাগ কেন ? বন্ধু আমরা শুধু যে ভাতে মাছে বাঙালী তা নয় , আমরা ১০০ ভাগ বীরের জাতী সেটাই প্রমান করবে আমাদের গ্রেট টাইগার্স রা ।

৬| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: অাশা বেশী বা বড় রাখতে দোষ নাই। ;)

১ ও ৩ নং মন্তব্য ভাল লাগছে।

অামরা জয়ী হবো এবং রাতে খানা-পিনা চলবে.............. :D :D

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা আশাবাদি টিক আছে কিন্তু ভুলে গেলে চল্বেনা আমরা বাঙালী , ধন্যবাদ খানাপিনার আয়োজনে সুমন কর ;) ;)

৭| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৭

ডি মুন বলেছেন:
ইনশাআল্লাহ আমরা জিতব।

:)

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ডিমুন , জয়তু টাইগার্স । ইনশাল্লাহ জয় আমাদের হবেই । চার চক্কা হইহই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.