নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

সুর ছন্দ / আধ্যাত্মিক চেতনা ২য় কিস্তি

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

সুর ছন্দে আল্লাহর গুণগান
***************
কণ্ঠলয়ে জাগরনে আপনা মাঝে
কে হৃদয়ে করে লীলাখেলা হরেক ও সাজে ঐ

অদৃশ্যে করে সে বিচরন
দৃশ্যলোকে আলোর দিশা দুনয়ন
বিবেকেরে দেখায় দিক দরশন
যোজন সুজনের এনে বাঁধন
এই ব্রহ্মাণ্ডজুড়ে
ফুটায় ফুল কত কারুসাজে ঐ

মগজের জ্ঞান সে রহস্য উদ্যান
সৃষ্টির সে যে রসনা প্রান
আমায় মিশে করে সুধাপান
নিঃশ্বাসে লয় সুমধু ঘ্রান
এই আমারও কুটিরে প্রভু
করিছ খেলা যুগযুগে অহর্নিশে ঐ

রচনা বৃহস্পতিবার রাত ২, ৩o মি


তোর হইলনা চেতন
********

করলি এই দুনিয়ায় নামের বড়াই
তোরে মইলে ডাকবে কোনবা নামে
যার স্বভাব চরিত্র ভাল
স্বয়ং মাওলাজি মজিবে তারি প্রেমে ২ বার
পঞ্চআত্মায় দেহ গঠন
জীব , পরম , রূহ, মহাত্মা ,জিন্সন
শ্রেণীভেদে করে বিচরন
না চিনিলে যাবিরে তুই জাহান্নামে ঐ
এই দুনিয়া পরিক্ষাশালা
তোর দেহঘড়ী ১৪ তালা
অস্ট কোটা নয় দরজা খোলা
ষোল প্রহরী জাগে দিল মোকামে ঐ
সময়ে নাও মুর্শিদ সঙ্গ
যেদিন খেলা হবে ভঙ্গ
তোর কোথা রবে ভাব তরঙ্গ
কবি মাসউদ কয় কাটালি ভ্রান্তঘুমে ঐ

এম, জি, আর ,মাসুদ রানা
কবি / সাহিত্যিক / সুরকার
শুক্রবার রাত,১, ৫৬
১১/১৪/১৫ ং
মিরপুর ঢাকা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: তবু হইলো না চেতন । :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: সাধারণ কমেন্ট। শুভকামনা কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.